বিডি টপ টেন

বিডি টপ টেন

আজকের দিন-তারিখ-সময়
আজ ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, হেমন্তকাল | ২২শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার | ভোর ৫:৩১
  • হোম
  • ট্যুর এন্ড ট্রাভেলস
  • অফার
  • জোকস
  • স্বাস্থ্য টিপস
  • তারকা সংবাদ
  • ধর্ম
    • ইসলাম
  • জনসচেতনতা
  • নব দিগন্ত
  • জানা অজানা
  • সংগৃহীত

চিল্লানো ফেসবুক পোষ্ট । নেক সুরতে শয়তানের ধোকা!

জুন ২৬, ২০২০ by Rifat Chowdhury Leave a Comment (Edit)

নেক সুরতে শয়তানের ধোকা !!!

  • হিজাব পড়ে ছবি দিয়ে বলে পর্দা করা ফরজ ।
  • অমুক গায়িকা গান ছেড়ে দিয়ে কোরআন তেলাওয়াত করছেন (তেলাওয়াতের ভিডিও)
  • অমুক নায়িকা মিডিয়া ছেড়ে দিয়ে ধর্মের পথে এসেছেন (ছবি/সাক্ষাৎকার)।
  • গালফ্রেন্ড কে মেসেজ বা ফোন দিয়ে দিয়ে সেহেরি তে জাগিয়ে দেয়।
  • বয়ফ্রেন্ডকে হিজাব পড়ে ছবি দেওয়া, যা অনেকেই নিজেকে পর্দাশীল দাবি করে বসে আছে।
  • ইনবক্সে, আপু আপনি কি আমার বোন হবেন ? আপু বলে, জি ভাইয়া, আমারও ভাই নাই তুমিও আজ থেকে আমার ভাই। তারপর কিছুদিন পর প্রেমিক-প্রেমিকা।
  • আজ প্রথম হিজাব পড়লাম, দোয়া চাই।
  • আম্মুর সাথে একটা সেলফি, আম্মুর জন্য দোয়া চাই । আম্মুর ছবি দেওয়া কি ফেসবুকে জায়েজ ?
  • বয়ফ্রেন্ড এর কাছে হিসাব চায় নামাজ পাঁচ ওয়াক্ত পড়ছে কিনা, না পড়লে কথা বলা বন্ধ দুইদিন । দ্বীনদার প্রেমিক-প্রেমিকা।
  • আমার বয়ফ্রেন্ড অনেক ভালো, দাড়ি আছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, কোন মেয়ের দিকে তাকায় না, খারাপ কিছু বলে না। আচ্ছা এমন গুণধর বয়ফ্রেন্ড জায়েজ আছে নাকি ?
  • অমুক মেসেজ বিশ জনকে সিন করো, সকালে ভালো খবর পাবে। কিছু জ্ঞানপাপীর মেসেজ এগুলা ।
  • আজ রোজা রাখলাম, তাহাজ্জুদ পড়লাম, ইফতারও করলাম তোমরা কে কে এসব করছো ?
  • ইন্টারনেট মুফতি সুন্দরি আপুর ছবিতে মাশআল্লাহ কমেন্ট দেয়, আর ইনবক্সে ভালোভাব মাসয়ালা বুঝিয়ে দেয়।
  • আমিন না বলে যাবেন না?
  • ………………..

এগুলা নেক সুরতে শয়তানের ধোকা, যদিও আপনি হালাল করে নিচ্ছেন নিজের ইচ্ছায়।

 

Related Images:

Rifat Chowdhury

Filed Under: জনসচেতনতা, জানা অজানা, জেনে নিন, ধর্ম, মগজ ধোলাই, শিক্ষা প্রতিষ্ঠান, সংগৃহীত

গিরিশ চন্দ্র সেন বাংলা ভাষায় কোরআন শরীফের অনুবাদক নন।

জুন ২২, ২০২০ by Enamul Hoque Leave a Comment (Edit)

সর্বপ্রথম ১৮০৮ সালে বাংলা ভাষায় কুরআন শরীফের আংশিক অনুবাদ করেন মাওলানা আমীরুদ্দীন বসুনিয়া। এরপর বাংলা ভাষায় কুরআন শরীফের পূর্ণাঙ্গ অনুবাদ করেন মৌলভী নাঈমুদ্দীন ১৮৩৬ সালে। গিরিশ চন্দ্র সেন শুধু উক্ত অনুবাদকে পুস্তক আকারে সন্নিবেশ করেছেন ১৮৮৬ সালে।

সুতরাং মাওলানা আমীরুদ্দীন বসুনিয়া হলেন বাংলা ভাষায় প্রথম কুরআন মাজীদের আংশিক অনুবাদক। মৌলভী নাঈমুদ্দীন পূর্ণাঙ্গ কুরআন শরীফের প্রথম বাংলা অনুবাদক। আর গিরিশ চন্দ্র হচ্ছেন প্রকাশক।

গিরিশ চন্দ্র সেনের জন্ম ১৮৩৫ সালে এবং মৃত্যু ১৯১০ সালে। গিরিশ চন্দ্রের জন্মেরও আগে অর্থাৎ ১৮০৮ সালে কুরআন মাজীদের বাংলায় অনুবাদের কাজ শুরু করেন মাওলানা আমীর উদ্দীন বসুনিয়া। এরপর গিরিশ চন্দ্র সেনের জন্মের একবছর পরই অর্থাৎ ১৮৩৬ সনে মৌলভী নাঈমুদ্দীন পূর্ণাঙ্গ কুরআন মাজীদের বাংলা অনুবাদ সম্পন্ন করেন।

বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপকভাবে প্রচলিত আছে যে, গিরীশ চন্দ্র সেন আল কুরআনের প্রথম বাংলা অনুবাদক। আরবি জানেন না, আরবি ব্যাকরণ জানেন না – এমন ব্যাক্তি কুরআন অনুবাদ করেছে এমন প্রচার মুর্খতা।

এ প্রচারণার কিছু কারণ ছিল। বৃটিশ আমলে এদেশে ব্রাহ্মধর্মের একটা জোয়ার এসেছিল। গোঁড়া হিন্দু গিরীশ চন্দ্র সেন এক সময় হিন্দু ধর্ম ত্যাগ করে ব্রাহ্মধর্ম গ্রহণ করেন। ব্রাহ্মধর্ম এ দেশে ছিল একটি নতুন ধর্মমত। তাই এ ধর্মমত আপামর জনসাধারণের মধ্যে প্রচারের জন্য গিরীশ চন্দ্র নিজে উদ্যোগী হলেন। কিন্তু অর্থকড়ির তো প্রয়োজন। সেটা আসবে কোথা থেকে!

তিনি ফারসী ভাষায় পন্ডিত ছিলেন। মুসলমানদের পকেট থেকে টাকা বের করার জন্য বেশকিছু ইসলামী বই রচনা করলেন এবং সেই সাথে পবিত্র আল কুরআনের প্রকাশ করলেন প্রকাশক হয়ে। মুসলমানরা এ বই কিনলোও প্রচুর। ফলে বাংলা ভাষাভাষী যারাই কুরআন মাজীদের বঙ্গানুবাদ হাতে পেতে চাইলো তাদের হাতে পৌঁছে গেল তার প্রকাশিত কুরআন মাজীদ।

এ ব্যাপারে তাঁকে ব্রাহ্মসমাজ হিন্দু ব্যক্তিবর্গ এমন কি বৃটিশরাও যথেষ্ট সহযোগিতা করেছে। ফলে মানুষ মনে করেছে পবিত্র কুরআন মাজীদের প্রথম বঙ্গানুবাদকারী হচ্ছেন গিরীশ চন্দ্র সেন। আসলে পবিত্র কুরআনের প্রথম বঙ্গানুবাদকারী যে মৌলভী মোহাম্মদ নঈমউদ্দীন সে কথা অল্প কিছু লোক জানলেও ব্যাপকভাবে প্রচার করার সুযোগ আসেনি।

গিরীশ চন্দ্র কুরআনের অনুবাদ বিক্রি করে যে অর্থ লাভ করতেন তা ব্যয় করতেন ব্রাহ্মধর্ম প্রচার কাজে। ফলে ব্রাহ্মধর্ম প্রচারের মিশনের সাথে কুরআন বিক্রয়ের একটা গভীর সম্পর্ক ছিল।

মৌলভী মোহাম্মদ নঈমউদ্দীন ছিলেন একজন মুসলমান। তিনি স্বত:প্রণোদিত হয়ে আল কুরআনের বঙ্গানুবাদ করেছিলেন। তা প্রচারের জন্য গিরীশ চন্দ্র সেনের মতো কোনো মিশন ছিল না। যার কারণে তার প্রচার প্রসার ছিল সীমিত।

মূল লেখক শিরিন চৌধুরী।
(পরিমার্জিত)

Related Images:

Enamul Hoque
www.bn.bdtopten.com/author/ehoque/

Filed Under: ইসলাম, জনসচেতনতা, জানা অজানা, জেনে নিন, টেকনোলজি, ধর্ম, মগজ ধোলাই, শিক্ষা প্রতিষ্ঠান, সংগৃহীত Tagged With: কোরআন শরীফের অনুবাদক, গিরিশ চন্দ্র সেন, মৌলভী নাঈমুদ্দীন

পিতাপুত্রের লুকোচুরি খেলা!

জুন ২২, ২০২০ by BD TOP TEN Leave a Comment (Edit)

বাসায় যখন গোস্ত রান্না হয়, সাথে আলুও দেওয়া হয়।
আচ্ছা, আলুগুলো কেন দেওয়া হয়………..?

আগে ভাবতাম, তরকারির স্বাদ বৃদ্ধির জন্য। কিন্তু পরবর্তীতে বুঝলাম, শুধু তরকারির স্বাদের জন্য নয়….বরং তরকারির পরিমান বাড়ানোর জন্য আলু দেয়া হয়। যেন সকলেই একটু একটু করে খেতে পারে।

বাবা হওয়ার আগে যখন আলু দিয়ে গোস্ত রান্না হত, তখন বেছে বেছে গোস্তগুলো নিতাম, আর আলুগুলো অন্যদের জন্য রেখে দিতাম। কিন্তু বাবা হওয়ার পর যখন বুঝতে পারলাম, আমার সন্তানরা গোস্ত বেশী পছন্দ করে এবং আলুগুলো রেখে গোস্তগুলো বেশী বেশী নেয়…!!

তখন থেকে আমি গোস্ত নেওয়া ছেড়ে দিয়ে, আলুগোলো নেওয়া শুরু করলাম।

এখন সন্তানরা জিজ্ঞেস যখন করে- বাবা,গোস্ত নেও না কেন…?
তখন বলি, আমার নিকট গোস্তের চেয়ে আলুগুলোই বেশী পছন্দ। তোমরা গোস্তগুলো নাও।

পিতাপুত্রের এ লুকোচুরি খেলা সে আদিকাল থেকেই হয়ে আসছে।
আমার পিতাও আমার সাথে সে একই আচরণ করেছিলেন।

সেদিন ভেবেছিলাম, তার নিকট হয়তো আলুগুলোই বেশী পছন্দ।
কিন্তু আজ বুঝতে পারি, আমার নিকট যে কারণে আলুগুলো পছন্দ, তার নিকটও সে একই কারণে সেটা পছন্দ…

বাবা মাকে অনেক বেশি ভালবাসুন, যা তারা কখনো আশায় করেননি।

Related Images:

BD TOP TEN

Filed Under: জনসচেতনতা, জানা অজানা, জেনে নিন, মগজ ধোলাই, সংগৃহীত

আমি তাকে ক্ষমা করেছি; আপনিও আমাকে ক্ষমা করুন!

জুন ২২, ২০২০ by Rifat Chowdhury Leave a Comment (Edit)

প্রকৃতির প্রতিশোধ

  • মা তার ছেলেকে বাধ্য করল স্ত্রীকে তালাক দিতে; কারন স্ত্রী ছিল বন্ধ্যা। কয়েক বছর পর সেই মায়ের সুকন্যাও ঘরে ফিরে এলো; কারন তার স্বামীও তাকে রাখেনি! সেও নাকি বন্ধ্যা!
  • ছেলের বিয়েতে বাবা যৌতুক স্বরুপ ফ্রিজ নিয়েছিল। মেয়ের বিয়েতে এখন তাকে পালসার হুন্ডা দিতে হচ্ছে।
  • ঝগরা করতে করতে সেদিন সে তার পাশের ফ্ল্যাটের ভবিকে বলেছিল, আগে নিজের মুটকু মেয়েটার খোঁজ নিন! কয়েক বছরের ব্যবধানে সেই মুটকু মেয়েটা বেশ স্লিম হয়ে গেছে। অথচ সেই নিন্দুকের নিজের মেয়েই কেমন মুটিয়ে যাচ্ছে দিন দিন।
  • সেদিন ঘুষখোর অফিসার গরীব বেচারার ফাইল আটকে রেখে পাঁচ শ’ টাকা ঘুষ নিয়েছিল। আজ তার ছেলের মামুলি অসুস্থতার জন্য ডাক্তার তার হাতে ১০ হাজার টাকার টেস্ট ধরিয়ে দিয়েছে অযথা।
  •  

প্রকৃতি সব ‘ইয়াদ‘ রেখে দেয়, সহ্যের সীমা পেরিয়ে গেলে প্রকৃতি ‘প্রতিশোধ‘ নেয়, চরম প্রতিশোধ, তার জিঘাংসা থেকে কারো নিস্তার নেই, তোমারও নেই।

তুমি তো গড়তে শেখোনি, শিখেছো কেবল ধ্বংসযজ্ঞে মেতে উঠতে!
পৃথিবীর বুকে তুমি না থাকলেই বরং পৃথিবীটা সুন্দর হয়, বসবাসের যোগ্য হয়, প্রকৃতির মুখে হাসিটা লেগে থাকে…

সবাই ব্রান্ডের প্রোডাক্ট ভালোবাসি! কিন্তু নিজেদের আচার, আচরণ, স্বভাব, চরিত্র কোন ব্রান্ডের? ভেবেছেন কি?

কেউ যদি আপনাকে ইট মারে, আপনাকে কিছুই করতে হবে না; পাটকেলটা সে অটোমেটিক্যালিই পাবে। আপনার কাজ ধৈর্য্য ধরা এবং ক্ষমা করা; আর আল্লাহকে বলুন, আমি তাকে ক্ষমা করেছি; আপনিও আমাকে ক্ষমা করুন।

Related Images:

Rifat Chowdhury

Filed Under: ইসলাম, জনসচেতনতা, জানা অজানা, জেনে নিন, ধর্ম, প্রেরণা, মগজ ধোলাই, সংগৃহীত, সুখি পরিবার Tagged With: ইসলামিক মোটিভেশান

এগিয়ে যাচ্ছে নারীবাদীরা, এগিয়ে যাচ্ছে দেশ!

জুন ১০, ২০২০ by BD TOP TEN Leave a Comment (Edit)

শুধু মাত্র ঢাকায় প্রতি ঘন্টায় একটা করে ডিভোর্স হচ্ছে। বেগম রোকেয়ার চেতনায় উদ্দিপ্ত ষোল বছরের মেয়েরা নিজদের সহ পাঠিনীর বিয়ে ঠেকাতে পারলেও, নিজেদের সারে চার লক্ষ বাৎসারিক এবর্শন ঠেকাতে পারছেনা।

মাল্টি ন্যাশনাল কোম্পানীর চোখের খোরাক হওয়ার চেতনায় বিভর তরুণীরা নিজের ঘরে কাপড় ধোয়া রান্নাবান্না করা বিষয়কে কেন্দ্র করে শুধু ঢাকাতেই ডিভোর্স নিচ্ছে ৭০ শতাংশ।

(বাবা-মাঃ আমার মেয়েকে কি জামাই বাড়ি যেয়ে থালা বাটি ধোয়া, রান্না বান্না করার জন্য এত আদর যত্ন করে লেখাপড়া শিখাইছি ..! করা লাগবে না এমন সংসার। লে মাইয়াঃ উড়াল ?‍♂️)

চেতনা ! চেতনা ! চেতনা ! চারদিকে শুধু চেতনা।

এয়ার হোস্টেস তথা বিমানের ওয়েটার হওয়ার নাম যোগ্যতা আর নিজ ঘরে রান্না করাটা বুয়াগিরী।
বসের ব্লেজার পরিয়ে দেওয়ার নাম পারফরমেন্স, কিন্তু শ্বশুর শ্বাশুরীর গামছা এগিয়ে দেওয়া পরাধীনতা।
বসের গালাগাল, খারাপ ব্যবহারকে হাসি মুখে সামাল দেওয়াটা কোয়ালিটি, ক্লান্ত স্বামীর ধমক মানে আত্নমর্যদার হনন।
….ব্লা, ব্লা, ব্লা

কি আর গিলতে বাকি জাতির??

“দেখিয়ে দাও অদেখা তোমায় ” স্লোগানে কোন নির্লজ্জ পথে নিয়ে যাচ্ছে আমাদের?

 

Related Images:

BD TOP TEN

Filed Under: জনসচেতনতা, জেনে নিন, নব দিগন্ত, প্রেরণা, মগজ ধোলাই, রূপসৌন্দর্য, সংগৃহীত, সুখি পরিবার

  • « Previous Page
  • 1
  • …
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • …
  • 22
  • Next Page »

নামাজের সময়সূচী

    ঢাকা, বাংলাদেশ
    রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
    ওয়াক্তসময়
    ফজর5:25 AM
    সূর্যোদয়6:32 AM
    জোহর11:53 AM
    আসর3:37 PM
    মাগরিব5:13 PM
    ইশা6:20 PM

বিভাগসমূহ

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • এই ৯ মিনিট আপনার সন্তানের জন্য ভীষণ প্রয়োজন
  • আবোল তাবোল রাজনীতি – পার্ট ২
  • সংখ্যা অনুপাতিক নির্বাচন ও এর সুফল
  • আমার আয়না ঘর দর্শন
  • কি দেখে পুরাতন/ব্যবহৃত ল্যাপটপ কিনব?
  • আবোল তাবোল রাজনীতি
  • ফলো টু ফলো – Follow to Follow
  • বি.ডি.এস. পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন।
  • আমি আজও বুঝলাম না আমার ডিভোর্সের আসল কারণ কি?
  • কিছু নির্মম ইতিহাস – Tasrif Khan
  • কেউ সুখে না রাখলে কি সুখি হওয়া যায়?
  • Sarjis Alam ভাইয়ের ২০২১ সালের পোস্ট
  • আমার গুমের গল্প।ভিক্টিম: মাসরুর আনোয়ার চৌধুরী!
  • পাপের নগদ শাস্তি
  • যে ভালোবাসে তাকেই পাশে রাখ।
  • ছাদবাগান থেকেই আসবে প্রয়োজনীয় সবজি
  • A গ্রেড অথবা B গ্রেড টাইলস চেনার উপায় কি?
  • আমাদের ছেলেরা কীভাবে পুরুষ হবে?
  • প্রচন্ড গরমে বিল্ডিং বা পাকা বাড়িতে AC ছাড়াই ঠান্ডা পরিবেশে থাকতে একটি পরামর্শ
  • এসি-ফ্যান একসাথে চালালে ঘর ঠান্ডা হয় এবং বিদ্যুৎ খরচ বাঁচে?

সাম্প্রতিক মন্তব্যসমূহ

  • ❌ লজ্জা নয়, বাঁচতে হলে জানতে হবে। ? এম এম কিট MM Kit প্রকাশনায় সুমাইয়া
  • অনলাইনে প্রভিডেন্ট ফান্ড এবং পেনশন সংক্রান্ত বিভিন্ন তথ্য প্রকাশনায় মোঃ শরিফুল ইসলাম
  • ❌ লজ্জা নয়, বাঁচতে হলে জানতে হবে। ? এম এম কিট MM Kit প্রকাশনায় পান্না দাশ
  • কোভিড-১৯ ভ্যাকসিন বিষয়ক জিজ্ঞাসা প্রকাশনায় HAFEZ
  • কোভিড-১৯ ভ্যাকসিন বিষয়ক জিজ্ঞাসা প্রকাশনায় HAFEZ

অনুসন্ধান করুন

বিভাগসমূহ

স্বাস্থ্য টিপস

ইংরেজিতে অনর্গল কথা বলতে খুবই গুরুত্বপূর্ণ ৬৬ টি Structures।

★RULE:1 কোনো কিছু প্রয়োজন বুঝাতে, আমরা need to use করব। sub+need to+verb1 I need to learn English. আমার ইংরেজি শিখা প্রয়োজন। I need to buy a book. আমার একটি বই কিনা প্রয়োজন। I need to help him. আমার তাকে সাহায্য করা প্রয়োজন। I need to do the work. আমার কাজটি করা প্রয়োজন। ★RULE:2 ☞I am having a hard time+ ing যুক্ত verb(কোন কিছু করতে সমস্যা […]

Copyright © 2025