বিডি টপ টেন

বিডি টপ টেন

আজকের দিন-তারিখ-সময়
আজ ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, হেমন্তকাল | ২২শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার | রাত ২:৩৮
  • হোম
  • ট্যুর এন্ড ট্রাভেলস
  • অফার
  • জোকস
  • স্বাস্থ্য টিপস
  • তারকা সংবাদ
  • ধর্ম
    • ইসলাম
  • জনসচেতনতা
  • নব দিগন্ত
  • জানা অজানা
  • সংগৃহীত

আপন মানুষ কষ্ট দিলে মেনে নেয়া যায় না…।।।

জানুয়ারি ১৮, ২০২১ by BD TOP TEN Leave a Comment (Edit)

0 খালা কয় বাসায় কাজ করেন?
– ৩ বাসায় রান্দি মামা।

0 আপনার স্বামী নাই ?
– ছিল এডা, ৫ বছর আগে তারে ডিভোর্স দিছি।

0 কেন ডিভোর্স দিলেন? মারতো খুব?
– না সে খুব ভালা পাইতো, খারাপ ছিল শাশুড়ীডা। ঐ মহিলা সারাদিন আমারে দিয়া কাজ করাইতো।

0 এখন সারাদিন কি করেন খালা? ???
– অহন তো কাজের জন্য টাকা পাই।

0 টাকা দিয়া কি করেন খালা?
– ঘর ভাড়া দেই, কাপর, খাওন কিনি।

0 আহারে, শাশুড়ি এগুলা দিতনা তাইনা? মাগনা খাটাইত?
– না, এগুলা দিত।

0 তাহলে সমস্যা কি ছিল?
– মন মত হইতোনা সেগুলা।।

0 কম দামী দিত?
– না, এখনই কম দামী কিনি।

0 তাহলে?
– একটু স্বাধীনতা লাগে না।

0 এখন স্বাধীন আছেন?
– ………… নিরবতা………

0 আগে একজন মা বকতো, এখন ১০ জন পরমানুষ বকে। কোনটা ভালো?
– একটা গান আছে না ভাই; পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, আপন মানুষ কষ্ট দিলে মেনে নেয়া যায় না।।

0 যাক স্বীকার করলেন যে সে আপন ছিল। অনেক মন্দের সাথে অনেক ভালোও তো ছিলো। আপনে তারে আপন হিসেবে কি ভালো করছেন?
– ……… নিরবতা………

0 গাঞ্জাখোর গীতিকার আর কবিদের কথাকে জীবনের আদর্শ বানায়েন না খালা। যৌবন শুধু পুরুষের না, নারীর জন্যও কষ্ট করার সময়। এখন কষ্ট করলে বুড়া বয়সে আরামে থাকতে পারবেন। আর এখন স্বাধীনতার মজা নিলে বুড়া বয়সে হাতের লাঠি থাকবেনা। অপমানের আশ্রিতা জীবন পাবেন, নয়তো পাগল সাধুর সাথে গাঁজা খেয়ে ঘুরে বেড়াবেন, নইলে ভিক্ষা জুটবে।

খালা এখন নিজের পায়ে দাড়িয়েছে। কাজের বিনিময়ে টাকা পাচ্ছেন। টাকার বিনিময়ে কাজ করছেন । স্বামীর সংসারে থাকলে কি এই টাকা আসত? কি মনে করেন আপনারা? ?

মনে রাখবেন, সব রসুনের কেন্দ্র কিন্তু একই স্থানে!!!

Related Images:

BD TOP TEN

Filed Under: জনসচেতনতা, মগজ ধোলাই, রম্য রস, সংগৃহীত, সুখি পরিবার Tagged With: কাজের বিনিময়ে টাকা, গাঞ্জাখোর, জীবনের আদর্শ, টাকার বিনিময়ে কাজ, ডিভোর্স, পাগল সাধু, যৌবন, স্বামীর সংসার

এমন ডাইনী অনেক ফ্যামিলিতে আছে। আর সংসার তছনছ করে দিচ্ছে।

ডিসেম্বর ৮, ২০২০ by BD TOP TEN Leave a Comment (Edit)

মানুষের বউ তো রাগারাগি হলে রাগ করে বাপের বাড়ি চলে যায়, অথবা ডিভোর্স দিলে কাবিনের টাকা নিয়ে চলে যায়। কিন্তু আমি পরেছি এক মহা বিপদে। আমার বউ যায়ও না, আবার ভালোও হয় না।

আমার বউ এবং শশুর বাড়ির আত্মীয়স্বজন অনেক পাজি। বউ অনেক অহংকারী আর একদম সংসারী না। আমার পরিবারের কারো সাথে মিশে না, রাগারাগি করে কথা বলে।

বউ এবং বউয়ের আত্মীয়স্বজন মিলে আমাদের নামে এলাকায় অনেক মিথ্যা কথা বলে বলে আমাদের বদনাম করে বেড়ায়। প্রচুর মিথ্যা কথা বলতে পারে, যখন ঝগড়া করে তখন গলা ফাটিয়ে মুখ খারাপ করে ঝগড়া করে, কিন্তু বাহিরের কেউ একজন এলেই অভিনয় শুরু করে, এমন ভাবে কান্না করে কথা বলে যে তখন মানুষকে বুঝায় আমারই দোষ।

কয়েক বার বিচার হয়েছে কিন্তু কোন লাভ হয়নি। এখন সে অনেক চালাক হয়ে গেছে, আশেপাশের মানুষের সাথে ভালো ব্যবহার করে কিন্তু আমার সাথে আর আমার মা বাবার সাথে খারাপ ব্যবহার করে। তাদের সহ্যই করতে পারে না।

এতো বড় হয়েছি আজ পর্যন্ত কখনো আম্মা আমাকে দূরে কোথাও থাকতে দেয়নি কিন্তু ওর অত্যাচারে মা নিজেই বলছে বাবা তুই যদি তোর বউ নিয়ে আলাদা থেকে সুখে থাকিস তাহলে যা, তোর সুখই আমার সুখ। এখন বউ বার বার বলে আলাদা বাসা নাও।

আমার ফ্যামিলির কোন কথা তার সামনে বলা যায় না, সব কথা তার বোনের শশুরের কাছে ফোন দিয়ে বলে দেয়। আমার ফ্যামিলির সব কথা ওই ফ্যামিলিতে পাচার করে দেয়। আর ওই ফ্যামিলিটা উগ্র টাইপের, প্রচুর চাপাবাজ। কোন একটা ভালো কথাকে উল্টিয়ে তারা খারাপ কথা বানিয়ে, তার সাথে আরো মিথ্যা কথা যোগ করে মানুষের কাছে আমাদের নামে বদনাম করে বেড়ায়।

মানুষ আমাদের ভালো বলে এসব তাদের সহ্য হয় না। উনাদের মানুষ ভালো বলে না, এখন আমাদের কিভাবে খারাপ করা যায় সেই ধান্দায় থাকেন উনারা।

ছোটবেলা থেকেই শুনেছি ভালো ব্যবহার করে শত্রুকেও বন্ধু বানিয়ে নেয়া যায়। আমিও তাই চেষ্টা করেছিলাম, বউকে যতোটা ভালোবাসার বেসেছি, বউয়ের সকল আত্মীয়স্বজনের সাথে ভালো ব্যবহার করেছি, কিন্তু তারা আমার এই ভালো ব্যবহারকে তারা দুর্বলতা ভেবেছে।

ওর যা মন চাইবে তাই করবে, যখন মন চাইবে তখন ঘুম থেকে উঠবে, মন চাইলে কাজ করবে, না মন চাইলে করবে না। কিছু বলতে গেলেই অনেক রাগারাগি করে।

এখন আমি আর সহ্য করতে না পেরে বলেছি ওকে আর রাখবো না, ওর কাবিনের বাকি ৪ লাখ টাকা দিয়েই ওকে বিদায় করবো। এতো গুলো টাকা জোগাড় করতে আমার ধার দেনা করে আনতে কিছু সময় লাগবে তবুও আমি দিয়ে দিব।

আমরা সব পুরুষ যেমন ভালো না, তেমনি সব মেয়েও ভালো হয় না। ওদের পরিবারটাই এমন, বিয়ের আগে তো বুঝতে পারিনি। কারো সাথে না মিশলে তো বোঝা যায় না তারা কেমন।

এমন অবস্থায় আমি কিভাবে একটু মুক্তি পেতে পারি?

মাঝে মাঝে আত্বহত্যার কথা মাথায় আসে, আবার মনে হয় এটা করলে তো জান্নাতে যেতে পারবো না।
আবার মনে হয় সব ছেরে পালিয়ে যাই, কিন্তু এটা করলেও বাবা মা আত্বীয়সজন কষ্ট পাবে।
এমন অবস্থায় আমি কিভাবে মুক্তি পেতে পারি? ?

 

Related Images:

BD TOP TEN

Filed Under: সংগৃহীত, সুখি পরিবার

দূর্বল ইমানের লক্ষণসমূহ

ডিসেম্বর ৭, ২০২০ by BD TOP TEN Leave a Comment (Edit)

নিজের ইমান যাচাই করার কিছু সুন্দর প্যারামিটার।

১| হারাম ও পাপ কাজে জড়িয়ে পড়া

২| অন্তর কঠিন হয়ে যাওয়া

৩| ইবাদতে অলসতা করা

৪| মজবুত ভাবে ইবাদত না করা

৫| অন্তরে সংকীর্ণতা অনুভব করা

৬| কুরআনের আয়াত, আদেশ নিশেধ, আজাব-গজব, এবং কিয়ামতের বর্ণনা শুনে প্রভাবিত না হওয়া।

৭| আল্লাহর জিকির ও তার কাছে প্রর্থনার ব্যাপারে অমনোযোগী /উদাসীনতা

৮ |হারাম কাজ সংঘটিত হওয়া দেখলেও মনে রাগ সৃষ্টি না হওয়া

৯| নিজকে প্রকাশ করতে ভালো লাগা

১০| হিংসা ও কৃপণতা করা

১১ |নিজে না করে তা মানুষকে বলে বেড়ানো

১২| কোন মুসলিম এর বিপদাপদ, ব্যর্থতা বা ক্ষতি সাধনে খুশি হওয়া

১৩| কল্যনকর কাজকে তুচ্ছ মনে করা বা ছোট ছোট নেকির কাজকে গুরুত্ব না দেওয়া

১৪| মুসলিমদের বিভিন্ন ঘটনাবলী /সমস্যাতে গুরুত্ব না দেওয়া

১৫| দুই মুসলিম ভাইয়ের ভ্রাতৃত্বের বন্ধনকে ছিন্ন করা

Related Images:

BD TOP TEN

Filed Under: ইসলাম, জনসচেতনতা, জানা অজানা, জেনে নিন, ধর্ম, প্রেরণা, মগজ ধোলাই, শিক্ষা প্রতিষ্ঠান, শিশু সুরক্ষা, সংগৃহীত

টেকসই আকর্ষণ এবং ভালোবাসা

ডিসেম্বর ২, ২০২০ by BD TOP TEN Leave a Comment (Edit)

মানুষের আকর্ষণ তৈরি হয় চার ভাবে।

  • শরীর
  • চেহারা
  • যোগ্যতা
  • মন

শরীর থেকে যে আকর্ষণ তৈরি হয়, তার স্থায়িত্ব সবচেয়ে কম।

চেহারা এটার স্থায়িত্ব শরীরের আকর্ষণের চেয়ে বেশি। তবে চেহারা সুন্দর হলে আর সংগী বিশ্বাসী হলে তার প্রতি আকর্ষণ থেকেই যায়। বেশির ভাগ আকর্ষণ এই চেহারা কেন্দ্রিক হয়।

যোগ্যতা মানুষের এক ধরনের সৌন্দর্য। যোগ্যতার জন্য যে আকর্ষণ তৈরি হয়, তার স্থায়িত্ব হয় অনেক বেশি।

মন সবচেয়ে বেশি টেকসই আকর্ষণ। কিন্তু মনের আকর্ষণ সহজে তৈরি হয় না। এটির জন্য সময়ের দরকার হয়, অনুভুতি তৈরির দরকার হয়। এটি যেমন ধীরে ধীরে তৈরি হয়, তেমনি এটার স্থায়িত্বও সবচেয়ে বেশি।

কিন্তু সব আকর্ষণই এক সময় কমে যায়। কেউ স্বীকার করুক বা না করুক, এটাই বাস্তবতা।

তবে আকর্ষণ একসময় গিয়ে পরিণত হয় অভ্যাসে, মায়াতে, দায়িত্বে। সেই অভ্যাসের কারণে, মায়ার কারণে, দায়িত্বের কারণে দুজন মানুষ বাকি জীবন একসাথে পার করে।

এই আকর্ষণ, অভ্যাস, মায়া, দায়িত্ব- সবগুলো মিলেই একসাথে
ভালোবাসা।

Related Images:

BD TOP TEN

Filed Under: জনসচেতনতা, জানা অজানা, জেনে নিন, নব দিগন্ত, প্রেরণা, মগজ ধোলাই, রূপসৌন্দর্য, সংগৃহীত, সুখি পরিবার Tagged With: আকর্ষণ

মহারাজ বললেন – এটাকে সব জায়গায় শেয়ার করে দাও

ডিসেম্বর ২, ২০২০ by BD TOP TEN Leave a Comment (Edit)

মহারাজ গোপালকে বললেন– তুমি সারা রাজ্য খুঁজে আমাকে ৫ জন মূর্খ এনে দাও। ?

এক মাস পর গোপাল মাত্র দু’জনকে সঙ্গে নিয়ে রাজসভায় ফিরে এলেন। ?

মহারাজ বললেন — আমি তো তোমাকে ৫-জন আনতে বলেছিলাম। ?

গোপাল বললেন– এনেছি মহারাজ, দয়া করে একে একে সবাইকে হাজির করার সুযোগ দিন। ?

একজনকে হাজির করে গোপাল বললেন–

মহারাজ এ হলো প্রথম মূর্খ। এ একটা গরুর গাড়িতে ভারী একটা পোটলা নিজের মাথায় রেখে বসেছিল। জিজ্ঞেস করে উত্তর পেলাম, গরুর উপর বেশি চাপ পড়ে যাবে বলে সে নিজের ভারী পোটলা মাথায় নিয়ে বসে আছে। ?

গোপাল আরেক জনকে নির্দেশ করে বললেন–

মহারাজ ইনি হলেন দ্বিতীয় মূর্খ।
ইনি নিজের চালে গজিয়ে উঠা ঘাস গরুকে খাওয়াবার জন্য মই দিয়ে গরুকে চালে উঠাবার চেষ্টা করছিলেন। ?

তারপর গোপাল বললেন–

মহারাজ, রাজ্যে রয়েছে দুনিয়ার গুরুত্বপূর্ণ কাজ। এই বিশাল কাজ-কর্মের অনেকটাই আমাকে সামলাতে হয়। তবু দেখুন, আমি মূর্খ খোঁজার অজুহাতে একটা মাস নষ্ট করে দিলাম। এজন্য মহারাজ, এই রাজ্যের তৃতীয় মূর্খ হলাম আমি নিজে। ?

গোপাল বলে চলেছেন–

মহারাজ, এই রাজ্যের পুরো দায়িত্ব কিন্তু আপনার উপর। আর বিদ্যা-বুদ্ধি সম্পন্ন লোক দিয়েই কিন্তু রাজ্যের কাজ সম্পন্ন হয়, মূর্খ আর নির্বুদ্ধিদের দিয়ে কোন কাজই হয় না। তবু আপনি মূর্খ খোঁজার মত একটা নিরর্থক কাজে আমাকে নিযুক্ত করেছেন, সেই হিসেবে চতুর্থ মূর্খ হচ্ছেন মহারাজ আপনি নিজে। ?

আর, দুনিয়ার সব কাম-ধাম ফেলে, লেখা-পড়া ছেড়ে ফেইসবুকে নিমগ্ন হয়ে পাঁচ নম্বর মূর্খ কে – সেটা জানার জন্য যে এই পোস্টটা পড়ছে, আমার হিসেবে সে-ই পঞ্চম মূর্খ। ? ?

মহারাজ, আপনার কি মনে হয় ?

মহারাজ বললেন– এটাকে সব জায়গায় শেয়ার করে দাও, পড়ার জন্য অনেক মূর্খ অপেক্ষা করছে!???

সংগৃহীত

Related Images:

BD TOP TEN

Filed Under: সংগৃহীত Tagged With: সংগৃহীত

  • « Previous Page
  • 1
  • …
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • …
  • 22
  • Next Page »

নামাজের সময়সূচী

    ঢাকা, বাংলাদেশ
    রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
    ওয়াক্তসময়
    ফজর5:25 AM
    সূর্যোদয়6:32 AM
    জোহর11:53 AM
    আসর3:37 PM
    মাগরিব5:13 PM
    ইশা6:20 PM

বিভাগসমূহ

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • এই ৯ মিনিট আপনার সন্তানের জন্য ভীষণ প্রয়োজন
  • আবোল তাবোল রাজনীতি – পার্ট ২
  • সংখ্যা অনুপাতিক নির্বাচন ও এর সুফল
  • আমার আয়না ঘর দর্শন
  • কি দেখে পুরাতন/ব্যবহৃত ল্যাপটপ কিনব?
  • আবোল তাবোল রাজনীতি
  • ফলো টু ফলো – Follow to Follow
  • বি.ডি.এস. পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন।
  • আমি আজও বুঝলাম না আমার ডিভোর্সের আসল কারণ কি?
  • কিছু নির্মম ইতিহাস – Tasrif Khan
  • কেউ সুখে না রাখলে কি সুখি হওয়া যায়?
  • Sarjis Alam ভাইয়ের ২০২১ সালের পোস্ট
  • আমার গুমের গল্প।ভিক্টিম: মাসরুর আনোয়ার চৌধুরী!
  • পাপের নগদ শাস্তি
  • যে ভালোবাসে তাকেই পাশে রাখ।
  • ছাদবাগান থেকেই আসবে প্রয়োজনীয় সবজি
  • A গ্রেড অথবা B গ্রেড টাইলস চেনার উপায় কি?
  • আমাদের ছেলেরা কীভাবে পুরুষ হবে?
  • প্রচন্ড গরমে বিল্ডিং বা পাকা বাড়িতে AC ছাড়াই ঠান্ডা পরিবেশে থাকতে একটি পরামর্শ
  • এসি-ফ্যান একসাথে চালালে ঘর ঠান্ডা হয় এবং বিদ্যুৎ খরচ বাঁচে?

সাম্প্রতিক মন্তব্যসমূহ

  • ❌ লজ্জা নয়, বাঁচতে হলে জানতে হবে। ? এম এম কিট MM Kit প্রকাশনায় সুমাইয়া
  • অনলাইনে প্রভিডেন্ট ফান্ড এবং পেনশন সংক্রান্ত বিভিন্ন তথ্য প্রকাশনায় মোঃ শরিফুল ইসলাম
  • ❌ লজ্জা নয়, বাঁচতে হলে জানতে হবে। ? এম এম কিট MM Kit প্রকাশনায় পান্না দাশ
  • কোভিড-১৯ ভ্যাকসিন বিষয়ক জিজ্ঞাসা প্রকাশনায় HAFEZ
  • কোভিড-১৯ ভ্যাকসিন বিষয়ক জিজ্ঞাসা প্রকাশনায় HAFEZ

অনুসন্ধান করুন

বিভাগসমূহ

স্বাস্থ্য টিপস

কারো সাথে ফিজিক্যাল রিলেশন ছিল, জীবনসঙ্গী এমন হলে কি করবেন?

জীবনে সুখী হওয়াটা অনেকটা মানসিকতার উপর নির্ভর করে। বিবাহিত জীবনটা পুরোটাই চলে বিশ্বাসের উপর। আর এই সম্পর্কে স্বচ্ছতা থাকা জরুরি। তবে অতীতে কারও সঙ্গে (শারীরিক) সম্পর্কের কথা জানানোটা কতটুকু যুক্তিসঙ্গত? যদিও সিদ্ধান্তটা পুরোপুরি ব্যক্তিগত এবং এর ভালো বা খারাপ দুই দিকই আছে। বিবাহিত জীবনের প্রথম কয়েক মাস কিংবা কয়েক বছর হয়তো আনন্দ ফুর্তিতে কেটে যায়। এক সাথে চলার পথে মতের অমিল, বাধা-বিপত্তি, তর্ক-বিতর্ক হতেই পারে। […]

Copyright © 2025