বিডি টপ টেন

বিডি টপ টেন

আজকের দিন-তারিখ-সময়
আজ ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, হেমন্তকাল | ২২শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার | ভোর ৫:০৪
  • হোম
  • ট্যুর এন্ড ট্রাভেলস
  • অফার
  • জোকস
  • স্বাস্থ্য টিপস
  • তারকা সংবাদ
  • ধর্ম
    • ইসলাম
  • জনসচেতনতা
  • নব দিগন্ত
  • জানা অজানা
  • সংগৃহীত

এভাবেই আসলে ধ্বংস হয় নিজের আর্থিক সঙ্গতি।

জুলাই ২৩, ২০২৩ by Shahana Akhter Leave a Comment (Edit)

সিংগাপুরের একজন মিলিয়নিয়ার একটি বইতে লিখেছেন, ‘আমাকে প্রায়ই বিদেশ যেতে হয় এবং আমি ফ্লাই করি ইকোনমি ক্লাশে। একজন আমাকে জিজ্ঞেস করলেন, এত ধনী হওয়ার পরও আপনি কেন ইকোনমি ক্লাশে ভ্রমন করেন? আমি উত্তর দেই, এ জন্যই তো আমি সিংগাপুরের সেরা ধনী।’

বিলাসিতার আসলে শেষ নেই। কোনো বিলাসিতাই আপনার তৃপ্তি শেষ করতে পারবে না।

যেমন, একটি ‘গুচি’ ব্যাগ কিনলেন, কেনা অব্দি আপনার আনন্দ। এরপর কিন্তু আপনার আরেকটি দামি ব্যাগ পছন্দ হবে, আপনি তাও কিনবেন, তারপর আরেকটা– এটা আসলে নেভার এন্ডিং প্রসেস।

  • আমরা মধ্যবিত্তরা যখন একটু বিত্তের মুখ দেখি, তখন সেটা দিয়ে জীবনের অনেক অপূর্ণ ইচ্ছে পূরণ করে ফেলতে চাই। আমার মধ্যেও এ সমস্যা আছ। আমাদের অনেকের মধ্যেও আছে।
  • আমরা মধ্যবিত্ত পরিবারে বড় হই। তারপর কষ্ট করে মোটামুটি দাঁড়াই। তখন মনে হয়, জীবন তো একটাই; অতএব, মধ্যবিত্তের সীমাবদ্ধতায় যা কিনতে পারিনি, সেগুলো এবার কেনা যাক। এটা শুধু আমার নয়, অনেকের সমস্যা।

কোনো ‘কেনাই’ আসলে কারো চূড়ান্ত তৃপ্তি আনতে পারবে না। ‘গুচি’ জুতোর পর আমাদের ‘আরমানি’ কিনতে ইচ্ছে করবে। আরমানির পর ‘বারবারি’। আই ফোন ১২ কিনলে পরের বছর আই ফোন ১৩ কিনতে চাইব।

এভাবেই আসলে ধ্বংস হয় নিজের আর্থিক সংগতি। ধ্বংস হয় আত্মার শুদ্ধতা। এগুলো কেনার টাকা জোগাড় করার জন্য অশুদ্ধ দৌড় শুরু হয়, যার কোন ফিনিশিং পয়েন্ট নেই।

“বিলাসিতা” নেভার এন্ডিং প্রসেস…আমাদের ভাবা উচিত, কীভাবে খরচ করলে শুধু আমি না, আমরা সবাই উপকৃত হবো।

Related Images:

Shahana Akhter
www.bn.bdtopten.com/author/shahanaa/

Filed Under: জনসচেতনতা, জানা অজানা, জেনে নিন, নব দিগন্ত, প্রেরণা, মগজ ধোলাই, সংগৃহীত, সংসার জীবন, সুখি পরিবার Tagged With: অশুদ্ধ দৌড়, আই ফোন ১২, আই ফোন ১৩, আত্মার শুদ্ধতা, আরমানি, আর্থিক সংগতি, আর্থিক সঙ্গতি, গুচি, জীবন তো একটাই, বারবারি, বিলাসিতা, মধ্যবিত্ত, মধ্যবিত্ত পরিবার

দায়িত্বশীলরা নষ্ট হয়ে গেলে ক্যু রাজনীতি ঠেকানো কঠিন হয়ে যায়!

ফেব্রুয়ারি ২, ২০২৩ by BD TOP TEN Leave a Comment (Edit)

বাড়িতে চোর ঢুকেছে! গাধা ও কুকুর পাশাপাশি বসে আছে। গাধা ভাবছে কুকুর হয়তো চোরের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। কিন্তু, না। কুকুর চুপচাপ বসে আছে। কুকুরের নীরবতায় গাধার মনে সন্দেহ দেখা দিলো।

হঠাৎ গাধা চেয়ে দেখলো কুকুরের সামনে হাড্ডি। হাড্ডির সাথে মাংসও আছে।

এ কি দেখছে সে ?

বাড়ির একমাত্র পাহারাদার তার প্রিয় কুকুর ভাই কি শেষ পর্যন্ত ঘুষ খাওয়া শিখে ফেলেছে ? তাও আবার চোরের মত বেইমান, বিশ্বাসঘাতক, নিকৃষ্ট প্রাণীর কাছ থেকে ? ছিঃ! ছিঃ! ছিঃ!

গাধা আর চুপ থাকতে পারলোনা, সে গগনবিদারী চেঁচামেচি শুরু করে দিলো। তার চিৎকারে বাড়ির মালিকের ঘুম ভেঙ্গে গেলো। মালিক খুব বিরক্ত হলো। সে ঘর থেকে বের হয়ে দেখলো কুকুর নিশ্চিন্তে ঘুমাচ্ছে, আর গাধা লাফাচ্ছে। তাই সে রাগান্বিত হয়ে লাঠি দিয়ে গাধার পিঠে বেশকয়েকটা আঘাত করল। এতে গাধা খুবই ব্যথিত হলো ।

এখন গাধা কোথায় যাবে? মালিকের সম্পদ রক্ষা করতে গিয়ে উল্টো মার খেতে হলো। অবশ্য চোর ধরা যার দায়ীত্ব ছিলো, সে ঘুষ খেয়ে চুপ থেকেছে। আর গাধা অন্যের দায়ীত্ব মাথায় নিয়ে অপরাধী হয়েছে।

অগত্যা গাধা মনে মনে ভাবছে – দায়ীত্বশীলরা নষ্ট হয়ে গেলে করার কিছুই থাকেনা। এ সময় কিছু করতে যাওয়া বোকামী ছাড়া আর কিছুনা।

গল্পটা এখানেই শেষ।

কিন্তু ভাবনা এখান থেকেই শুরু। যারা চোরদের বিরুদ্ধে লেখালেখি করছে, তাদের অবস্থাও ঐ গাধার মত। কথা বলে অপরাধী হচ্ছে। আর কুকুররা টোপ গিলছে এবং শত কোটি টাকা নিয়ে লাপাত্তা হচ্ছে।

তাই চোর ও কুকুরের গলাগলি যতদিন থাকবে – ততদিন আমাদের চোখ বুজে সহ্য করা ছাড়া আর কোন উপায় আছে কি?

তবে একথা সত্য যে, চোরের দশদিন সাধুর একদিন।
কথায় বলে, পাপ বাপকেও ছাড়ে না।
@collected & edited.

Related Images:

BD TOP TEN

Filed Under: জানা অজানা, জেনে নিন, নব দিগন্ত, প্রেরণা, ব্যবসা, মগজ ধোলাই, শিক্ষা প্রতিষ্ঠান, শিশু সুরক্ষা, সংগৃহীত

অভিভাবক হিসাবে আপনার আচরণ টক্সিক কি?

জানুয়ারি ২০, ২০২৩ by Shahana Akhter Leave a Comment (Edit)

বাবা-মায়েরা সন্তানদের নানা ভাবে শাসন করে থাকেন। ছোটবেলা থেকে বাব-মায়েদের কথা শুনতে, সম্মান করতে শেখানো হয়। কখনও কখনও বাবা মায়ের অতিরিক্ত শাসন, সমালোচনা নষ্ট করে দিতে পারে সন্তানের ব্যক্তিত্ব, ভবিষ্যৎ জীবন।

জেনে নিন, অভিভাবক হিসাবে আপনার আচরণ টক্সিক কি না।

  • আপনার সন্তান কি আপনাকে কিছু শেয়ার করতে ভয় পায়? কোনও কিছু শেয়ার করলে বা জানতে পেরে গেলে আপনার প্রতিক্রিয়ার ভয়ে টেনসন করতে থাকে? সেই ভয় কি এখনও সন্তানের মধ্যে রয়ে গিয়েছে?
  • আপনি কি অর্থ দিয়ে নিয়ন্ত্রণ করতে চান সব কিছু? বার বার শোনান, ওদের জন্য কত অর্থ ব্যয় করেছেন, কী কী ত্যাগ করেছেন?
  • অনেক বাবা-মা রয়েছেন যাঁরা মানতে চান না সন্তান বড় হয়েছে। তাঁরা দেখাতে চান সন্তানকে কতটা স্নেহ করেন, সব সময় বাচ্চা ভাবেন সন্তানদের। এই আচরণ সন্তানদের ব্যক্তিত্বের বিকাশ হতে দেয় না।
  • আপনি কি সব সময় সন্তানের দোষ ধরেন, খুঁজে বেড়ান? আগের করা ভুল বার বার মনে করিয়ে দিয়ে সমালোচনা করেন?
  • বিশেষ প্রয়োজনে সন্তান কি মনখুলে আপনাকে সব কিছু বলতে পারে? নাকি আরও বেশি সমালোচিত হওয়ার ভয়ে মনের কথা বলতে ভয় পায়?
  • আপনি কি আপনার অসহিষ্ণু আচরণ, রাগ, শাসনের পিছনে সব সময় কারণ, যুক্তি, অজুহাত খোঁজেন?
  • আপনি কি নিজেকে সবসময় পারফেক্ট মনে করেন? ভাবেন আপনিই সেরা অভিবাবক? সব সময় আপনার সিদ্ধান্তই সঠিক?

বিঃদ্রঃ সব প্রশ্নের সঠিক জবাবের জন্য আপনার অবশ্যই ঘনিষ্টজনের সহযোগিতা লাগবে।

Related Images:

Shahana Akhter
www.bn.bdtopten.com/author/shahanaa/

Filed Under: অফার, জনসচেতনতা, জানা অজানা, জেনে নিন, নব দিগন্ত, প্রেরণা, মগজ ধোলাই, সংসার জীবন

ছোটবেলা থেকে সন্তানের সাথে ভালো আচরণ করছেন তো!

ডিসেম্বর ২, ২০২২ by Shahana Akhter Leave a Comment (Edit)

শিশুর সাথে সব সময় ধমকের স্বরে কথা বলছেন না তো! সন্তানের সাথে শাউট করে কথা বলার পরিনতি :-

  • ওরা আরো বেশি আপনার কথা শুনতে চাইবে না।
  • যে কোনো জিনিসের জন্য ওদের সাথে শাউট বা ধমকের সুরে কথা বলতে হবে।
  • নরম স্বরে কথা বললে ওরা আর শুনতে চাইবে না এবং জবাবও দিতে চাইবে না।
  • কোন আদেশ পালন করার আগে, ওরা শাউট বা চিৎকার শোনার জন্য অপেক্ষা করবে।

ছোটবেলা থেকে সন্তানের সাথে ভালো আচরণ করুন।

Related Images:

Shahana Akhter
www.bn.bdtopten.com/author/shahanaa/

Filed Under: অফার, জনসচেতনতা, জানা অজানা, জেনে নিন, নব দিগন্ত, প্রেরণা, মগজ ধোলাই, শিশু সুরক্ষা, সংসার জীবন, সুখি পরিবার

উদ্বেগের বিষয় – হালাল-হারামের এমন জঘন্য মিশ্রণ

ডিসেম্বর ১, ২০২২ by Enamul Hoque Leave a Comment (Edit)

হালাল-হারামের এমন জঘন্য মিশ্রণ এ উম্মত আগে কখনো দেখেছে কি না জানা নেই।

  • এখন সুদি প্রতিষ্ঠানে চাকরি পেয়ে মুসলমানরা খুশিতে সদকা করছে।
  • সিনেমা হিট হলে আলহামদুলিল্লাহ বলে কৃতজ্ঞতা আদায় করছে।
  • গান রিলিজের আগে ‘ইনশাআল্লাহ’ বলে সাফল্য প্রত্যাশা করছে।
  • খেলায় জিতে সিজদার মাধ্যমে আল্লাহর শুকরিয়া জানান দিচ্ছে।

সাধারণ মুসলমানরা এসবে আবার সর্বোচ্চ সন্তুষ্টি প্রকাশ করছে। এটাকে সংশ্লিষ্ট শিল্পী কিংবা খেলোয়াড়ের ধার্মিকতা হিসেবে প্রচার করছে। অমুসলিম টিমের ওপর মুসলিম টিমের বিজয়কে পৃথিবীতে ইসলামের বিজয় হিসেবে দেখছে।

লা হাওয়া ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ!

সুস্পষ্ট হারাম বিষয়গুলোত – গান-বাজনা, অশ্লীলতা ও খেলাধুলার মতো অথর্ব, বস্তুবাদী, প্রবৃত্তিনির্ভর কাজগুলোতে ইসলামের ইবাদত সংশ্লিষ্ট শব্দ ও আধ্যাত্মিক পরিভাষাগুলো নির্বিচারে প্রয়োগ করা হচ্ছে। এতে একদিকে মুসলমানরা ধার্মিকতার মোড়কে হারাম বিষয়গুলোতে জড়িয়ে যাচ্ছে। অপরদিকে সুস্পষ্ট হারাম বিষয়গুলো ধোঁয়াশাপূর্ণ হয়ে যাচ্ছে।

ফলে নিকট ভবিষ্যতে এমন একটি মুসলিম প্রজন্ম তৈরি হবে, যাদেরকে এসব খেলাধুলা কিংবা গান-সিনেমা হারাম বলা হলে বিস্ময়ে বিরক্তিতে ভ্রু কুঁচকাবে। এগুলো যে হারাম সেই অনুভূতিই নষ্ট হয়ে যাবে। তর্কে জড়াবে। যারা এগুলোকে হারাম বলবে তারা চরমপন্থী, পশ্চা‌ৎপদ, নিরস কাটখোট্টা ইসলামিস্ট বলে বিবেচিত হবে। সম্ভবত এক সময় ইসলামী সিনেমা, ইসলামী সুন্দরী প্রতিযোগিতা, ইসলামী কনসার্ট, ইসলামী বিশ্বকাপের আয়োজনও শুরু হবে।

আহ মুসলমান! এই দীন তো মুহাম্মাদী দীন নয়। এটা আল্লাহর দীন হলে নবীজী উহুদের ময়দানে আসতেন না। ওকাজের মেলাতেই থেকে যেতেন।

-Mizan Harun

Related Images:

Enamul Hoque
www.bn.bdtopten.com/author/ehoque/

Filed Under: ইসলাম, জনসচেতনতা, জানা অজানা, জেনে নিন, ধর্ম, নব দিগন্ত, মগজ ধোলাই Tagged With: ইসলামী, উহুদের ময়দান, মুহাম্মাদী দীন, হালাল-হারাম

  • « Previous Page
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • …
  • 19
  • Next Page »

নামাজের সময়সূচী

    ঢাকা, বাংলাদেশ
    রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
    ওয়াক্তসময়
    ফজর5:25 AM
    সূর্যোদয়6:32 AM
    জোহর11:53 AM
    আসর3:37 PM
    মাগরিব5:13 PM
    ইশা6:20 PM

বিভাগসমূহ

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • এই ৯ মিনিট আপনার সন্তানের জন্য ভীষণ প্রয়োজন
  • আবোল তাবোল রাজনীতি – পার্ট ২
  • সংখ্যা অনুপাতিক নির্বাচন ও এর সুফল
  • আমার আয়না ঘর দর্শন
  • কি দেখে পুরাতন/ব্যবহৃত ল্যাপটপ কিনব?
  • আবোল তাবোল রাজনীতি
  • ফলো টু ফলো – Follow to Follow
  • বি.ডি.এস. পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন।
  • আমি আজও বুঝলাম না আমার ডিভোর্সের আসল কারণ কি?
  • কিছু নির্মম ইতিহাস – Tasrif Khan
  • কেউ সুখে না রাখলে কি সুখি হওয়া যায়?
  • Sarjis Alam ভাইয়ের ২০২১ সালের পোস্ট
  • আমার গুমের গল্প।ভিক্টিম: মাসরুর আনোয়ার চৌধুরী!
  • পাপের নগদ শাস্তি
  • যে ভালোবাসে তাকেই পাশে রাখ।
  • ছাদবাগান থেকেই আসবে প্রয়োজনীয় সবজি
  • A গ্রেড অথবা B গ্রেড টাইলস চেনার উপায় কি?
  • আমাদের ছেলেরা কীভাবে পুরুষ হবে?
  • প্রচন্ড গরমে বিল্ডিং বা পাকা বাড়িতে AC ছাড়াই ঠান্ডা পরিবেশে থাকতে একটি পরামর্শ
  • এসি-ফ্যান একসাথে চালালে ঘর ঠান্ডা হয় এবং বিদ্যুৎ খরচ বাঁচে?

সাম্প্রতিক মন্তব্যসমূহ

  • ❌ লজ্জা নয়, বাঁচতে হলে জানতে হবে। ? এম এম কিট MM Kit প্রকাশনায় সুমাইয়া
  • অনলাইনে প্রভিডেন্ট ফান্ড এবং পেনশন সংক্রান্ত বিভিন্ন তথ্য প্রকাশনায় মোঃ শরিফুল ইসলাম
  • ❌ লজ্জা নয়, বাঁচতে হলে জানতে হবে। ? এম এম কিট MM Kit প্রকাশনায় পান্না দাশ
  • কোভিড-১৯ ভ্যাকসিন বিষয়ক জিজ্ঞাসা প্রকাশনায় HAFEZ
  • কোভিড-১৯ ভ্যাকসিন বিষয়ক জিজ্ঞাসা প্রকাশনায় HAFEZ

অনুসন্ধান করুন

বিভাগসমূহ

স্বাস্থ্য টিপস

সবার কাছে সব কিছু থাকে না …

ব্যবহার এমন একটা জিনিস, যেটা পর কে আপন করে দেয়, আর আপন’কে পর করে দেয়, মুহূর্তেই! অপছন্দের মানুষদের সাথে খারাপ ব্যবহার আর পছন্দের মানুষদের সাথে ভালো ব্যবহার এটাই স্বাভাবিক। কারো সাথে আপনার ব্যবহারই বলে দেবে সে আপনার কতটুকু আপন। আপনার ব্যবহারই বলে দেবে আপনি কেমন মানুষ, আপনার বংশপরিচয়। তবে কিছু ব্যবহার নিয়মের, লোক দেখানো, ব্যবসায়িক স্বার্থে। উত্তম চরিত্র ও সুন্দর ব্যবহার এক অনন্য গুণ। এক […]

Copyright © 2025