বিডি টপ টেন

বিডি টপ টেন

আজকের দিন-তারিখ-সময়
আজ ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, হেমন্তকাল | ২২শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার | সন্ধ্যা ৭:৩৯
  • হোম
  • ট্যুর এন্ড ট্রাভেলস
  • অফার
  • জোকস
  • স্বাস্থ্য টিপস
  • তারকা সংবাদ
  • ধর্ম
    • ইসলাম
  • জনসচেতনতা
  • নব দিগন্ত
  • জানা অজানা
  • সংগৃহীত

পবিত্র কোরআনে অনেক বেশি ব্যবহৃত ১০০ টি শব্দ

মে ৮, ২০২১ by Enamul Hoque Leave a Comment (Edit)

১২৫ টি শব্দের অর্থ জানলে কুরআনের ৫৫% শব্দের অর্থ জানা হয়ে যায় আর ৩২০ টি জানলে জানা হয় ৭৫%!!! (সুবহানাল্লাহ)

1st day:

1.هَذَا[হাযা](this(male-এটা
2.هَـذِهِ -[হাযিহি]this(female এটা)
3.هَـؤُلآءِ -[হা-উলা-ই]these (এইসকল)
4.ذَلِكَ -[যালিকা]that(male যাহা, যে)
5.تِلْكَ -[তিলকা]that(female যাহা,যে)

2nd day :

6.أُولَئِكَ -[উলাইকা]those(যাহারা,সেগুলো)
7.اَلَّذِىْ -[আল্লাযি]who(male যে)
8.اَلَّتِىْ -[আল্লাতি]who (female)
9.اَلَّذِيْنَ -[আল্লাযিনা]those who(তোমরা যারা)
10.تَحْتَ -[তাহতা]under(তলদেশে,নিচে)

3rd day :

11.فَوْقَ -[ফাওক্বা]above(উপর)
12.قَبْلَ -[ক্ববলা](before -(সামনে,আগে
13.ﺑَﻌْدَ -[বা’দা]after(পরে,পরবর্তী কালে,)
14.بَيْنَ -[বাইনা]between(মধ্যবর্তী স্থানে)
15.دُونَ -[দুনা]besides(তুলনায়,পার্শ্বে)

4th day :

16.عِنْدَ -[‘ইন্দা]near (নিকটবর্তী, প্রায়)
17.يَمِيْنْ -[ইয়ামিন]right(ন্যায়,ঠিক,সত্য)
18.شِمَالْ -[শিমাল]left(বাদিকে)
19.ٱللَّه -Allah
20.رَب -রব

5th day :

21.أَرْض -[আরদ্বা](পৃথিবী (World
22.قَوْم -[ক্বওম]nation জাতি
23.ءَايَة -[আয়াহ]চিহ্ন /আায়াত
24.كُل -[কুল্লু]every (প্রত্যেক, সব)
25.رَسُول -[রসূল]messenger (দূত)

6th day :

26.يَوْم -[ইয়াওম] day (দিন)
27.عَذَاب – [‘আযাব] punishment (আজাব)
28.سَمَآء -[সামা’] sky(আকাশ)
29.شَىْء -[শাইই্] thing(জিনিস,ঘটনা,ব্যাপার)
30.كِتَاب -[কিতাব

7th day :

31.حَق -[হাক্ব] truth (সত্য)
32.نَاس – [নাস] people (সম্প্রদায়)
33.مِن – [মিন] from (হতে, থেকে)
34.فِى -[ফী] in (অভ্যন্তরে, মধ্যে)
35.عَلَى -[‘আলা] upon (সন্নিকটে)

8th day :

36.اِلَى -[ইলা] to (কাছে, প্রতি)
37.عَن -[‘আন] about (সম্পর্কিত,সম্পর্ক)
38.حَتَّی -[হাঁত্তা] until (যতক্ষণ না)
39.مَعَ -[মা’আ]with(একত্রে, সঙ্গে)
40.بِ -[বি]with(সাথে)

9th day:

41.كَ -[কা]like (মত,প্রায়)
42.لِ -[লি] for (জন্য)
43.مَن -[মান] who (যে)
44.مَا / مَاذَا -[মা যা] (what (কী, যাহা
45.أَيْنَ -[আইনা] where (যেথায়,কোথায়)

10 the day :

46.مَتى -[মাতা] when(কখন,তখন)
47.لِمَ / لِمَاذَا -[লিমা/লিমা যা] why(কেন,কী জন্য)
48.كَيْفَ -[কাইফা] how (কেমন,কিভাবে)
49.هَلْ -[হাল] are (হয়)
50.أَيُّ -[আইয়্যু] which (যেটি, যেগুলো)

11 the day :

51.كَمْ -[কামা] how much (কতোটুকু)
52.لَا -[লা] no(না)
53.مَا -[মা] not (মোটেই নয়)
54.لَمْ -[লাম] not (নয়)
55.لَنْ -[লান] never (কখনোও না)

12 th day :

56 .كَلَّا -[কুল্লা] nay (বস্তুত)
57.لَيْسَ -[লাইসা] it is not (মতো নয়)
58.بَلَى -[বালা] of course (নিশ্চয়ই)
59.نَعَمْ [নাআ’ম]-yes
60.مُؤْمِن -[মু’মিন] believer(বিশ্বাসী)

13 th day :

61.سَبِيل -[সাবিল] way (পথ,উপায়)
62.أَمْر -[আম্র]command (আজ্ঞা, নির্দেশ)
63.بَعْض -[বা’দ] some (কেহ,কিছু)
64.خَيْر -[খইর] better (উত্তম, শ্রেষ্ঠ)
65.إِلَٰه -ইলাহ

14 th day :

66.آخِر -[আখির] last ( শেষ)
67.جَنَّة -[জান্নাহ] বাগান
68.نَار -[নার] fire ( আগুন)
69.غَيْر -[গইর] without (ব্যতিরেকে,ব্যতীত)
70.قَلْب -[ক্বলব] heart ( অন্তর)

15th day :

71.عَبْد -[আব্দ]slave (গোলাম)
72.أَهْل -[আহল] family (দল,পরিবার)
73.يَد -[ইয়াদ] hand(আয়ত্তে,হাত)
74.قَالَ -[ক্বলা] he said (বলেছেন)
75.كَانَ [কানা] -he was

16th day :(verbal)

76.ءَامَنَ- [আমানা-he believed (তিনি বিশ্বাস করেছিলেন)
77.عَلِمَ -[আলিমা]he knew (তিনি জানতেন)
78.جَعَلَ -[জা’আলা]he made (তৈরী করেছেন)
79.كَفَرَ -[কাফার] he disbelieved (অবিশ্বাস করেছিলো)
80.جَآءَ [জাআ]-he came

17th day :

81.عَمِلَ -[আমিলা]he did (করেছিলেন)
82.آتَى -[আ—তা] he gave (তিনি দিয়েছেন/লেন)
83.رَءَا -[—রআ]he saw (তিনি দেখেছিলেন)
84.أَتَى -[আতা]he came (তিনি এসেছিলেন)
85.شَآءَ -[শা—আ] he wished (ইচ্ছে পোষণ করেছিলেন)

18th day :

86.خَلَقَ -[খলাক্ব] he created (তিনি তৈরী করেছেন)
87.أَنزَلَ -[আংযালা]he sent down(তিনি প্রেরণ করলেন)
88.كَذَّبَ -[কাযযাবা] he denied (মিথ্যে বলা অর্থে ব্যবহৃতও হয়,অস্বীকার করা অর্থেও)
89.دَعَا -[দা’আা] he invoked (প্রার্থনা করা অর্থে)
90.ٱتَّقَى -[আত্তাক্বা] he feared (ভয়)

19th day :

91.هَدَى -[হাদা] he guided (পরিচালিত করলেন)
92.هُوَ -[হুয়া] he (তিনি,সে)
93.هُمَا -[হুমা] they both (উভয়েই)
94.هُمْ -[হুম] they (male -তারা)
95.هِيَ -[হিয়া] she (এটা স্ত্রীবাচক)(সে)

20 th day :

96.هُنَّ -[হুন্না] they (female তারা)
97.أَنْتَ -[আংতা] you (male,তুমি)
98.أَنْتُمَا -[আংতুমা] you both (তোমরা উভয়েই)
99.أَنَا -[আনা] I (আমি)
100.نَحْنُ -[নাহঁনু] we (আমরা)

উপরিউক্ত শব্দগুলোর সম্ভাব্য বাংলা অর্থ দেয়ার চেষ্টা করেছি,তবে বিভিন্ন আয়াতে শব্দগুলোর অর্থ ভিন্ন হতে পারে সে ব্যাপারে ইনশাআল্লাহ খেয়াল রাখবেন।

Related Images:

Enamul Hoque
www.bn.bdtopten.com/author/ehoque/

Filed Under: ইসলাম, জনসচেতনতা, জানা অজানা, জেনে নিন, ধর্ম, প্রেরণা, মগজ ধোলাই, সংগৃহীত

কিছু সুন্নাহ যা আমরা হয়তো অনেকে ভুলেই গেছি!!

এপ্রিল ৩০, ২০২১ by Enamul Hoque Leave a Comment (Edit)

প্রিয় নবি মুহাম্মদ (সাঃ) এর এমন কিছু সুন্নাহ যা আমরা হয়তো অনেকে ভুলেই গেছি!!

  • ১। মাঝে মাঝে বৃষ্টিতে ভিজা।
    সহীহ মুসলিম- ৮৯৮
  • ২। বৃষ্টি আসলে দোয়া করা।
    সহীহ বুখারী- ১০৩২
  • ৩। রাতে স্ত্রীকে সাথে নিয়ে নির্জনে হাঁটা।
    বুখারী- ৫২১১
  • ৪। স্ত্রীর রান্না করা হালাল খাবারের দোষ না ধরা। খেতে মন না চাইলে চুপ থাকা।
    মুসলিম- ২০৬৪।
  • ৫। কোনো কিছু জানা না থাকলে স্বীকার করা যে, আমি জানি না।
    বায়হাকী- ১৭৫৯৫।
  • ৬। মাঝে মাঝে বিপদে আকাশের দিকে মাথা তোলা। আকাশের দিকে তাকিয়ে নিজের কষ্টগুলো আল্লাহকে বলা।
    মুসলিম- ২৫৩১।
  • ৭। খুব খুশি হলে সিজদায় লুটিয়ে পড়া।
    মুখতাসার যাদুল মা’ আদ- ১/২৭
  • ৮। ধোঁয়া ওঠা গরম খাবার ঠান্ডা না হওয়া পর্যন্ত না খাওয়া।
    বায়হাকি-৪২৮।
  • ৯। নফল ও সুন্নাহ সালাতগুলো নিজের ঘরে পড়া।
    বুখারী- ৭৩১
  • ১০। বাসা থেকে বের হওয়ার সময় এবং বাসা ফিরে দুই রাকাআত সালাত আদায় করা।
    মুসনাদে বাযযার- ৮৫৬৭।
  • ১১। দাঁড়িয়ে দাঁড়িয়ে জুতো না পরা। বিশেষ করে শো জুতা।
    আবু দাউদ- ৪১৩৫।
  • ১২। যতই ভালো খাবার হোক, ভরা পেটে না খাওয়া।
    তিরমিযী- ২৪৭৮।
  • ১৩। ফজরের সালাতের পর সালাতের স্থানে বসে তসবি পড়া। অতঃপর সূর্য উঠার পর দুই রাকাআত সালাত আদায় করা।
    আরশিফু মুলতাকা- ৪৫৬৯।
  • ১৪। দ্বীনের দাওয়াত সহজ করার উদ্দেশ্যে নতুন একটি ভাষা শিখা।
    মুসনাদে আহমাদ- ২১৬১৮।
  • ১৫। বাড়িতে অজু করে রুমাল দিয়ে হাতপা মুছে মসজিদে জামায়াতে যাওয়া।
    তাবরানী- ৬১৩৯।
  • ১৬। মানুষের মাঝে বিবাদ মিটিয়ে দেয়া।
    মুসনাদে আহমাদ- ২৭৫০৮।
  • ১৭। রাতে অজু অবস্থায় ঘুমানো।
    ফাতহুল বারি- ১১/১১০।
  • ১৮। মাঝে মাঝে খালি পায়ে হাঁটা।
    আবু দাউদ- ৪১৬০।

প্রিয় নবী (সাঃ) এর পুরো জীবন আমাদের জন্য অনুসরণীয়।

আমাদের ইহকাল ও পরকালের মুক্তির সিঁড়িগুলো হলো রাসূল (সাঃ) এর প্রতিটি সুন্নাহ।

আল্লাহ সুবহানাহুওয়া তা’য়ালা আমাদেরকে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদাঙ্ক অনুসরণ করার তৌফিক দান করুক!

সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম..

Related Images:

Enamul Hoque
www.bn.bdtopten.com/author/ehoque/

Filed Under: ইসলাম, জনসচেতনতা, জানা অজানা, জেনে নিন, ধর্ম, মগজ ধোলাই, সংগৃহীত

ইসলাম অর্থ কি?

এপ্রিল ২৫, ২০২১ by BD TOP TEN Leave a Comment (Edit)

এদেশের লোকদের যদি জিজ্ঞাসা করেন, ‘ইসলাম অর্থ কি?’
– তারা বলবে ‘শান্তি’।

অথচ ইসলাম অর্থ কি শান্তি? সালাম অর্থ শান্তি। আমরা সালাম দেই – আপনার উপর শান্তি বর্ষিত হোক।

ইসলামের সঠিক অর্থটা জানলে আক্বিদার অনেকাংশ ক্লিয়ার হয়ে যায়। ইহুদী খৃষ্ট্রানসহ ইসলামের শত্রুরা খুব কুকৌশলে এই কাজটি করেছে, তা হল তোমরা শিখাও ইসলাম অর্থ শান্তি। তোমরা শান্তিতে থাকবে, খানকায় বসে ইবাদাত করবে, শান্তিতে ঘুমাবে! আস্তে আস্তে হাটবে! যমিনে পিপড়ায় যেন টের না পায়!

ইসলামের কি আছে তোমরা জানবে না। ইসলামের অর্থনীতি কি? ইসলামের রাষ্ট্রনীতি কি? ইসলামের পররাষ্ট্রনীতি কি? তা দরকার নেই তোমাদের। তোমরা শান্তিতে ঘুমিয়ে থাকো, রাষ্ট্র আমরা চালাবো।

– ঠিক এই ভাবে আজ আমরা ইসলামকে মসজিদ আর ঘরের মধ্যে আবদ্ধ করেছি। গুটি কয়েক ইবাদাতের মধ্যে
ইসলামকে আবদ্ধ করেছি।

ইসলাম অর্থ ‘আত্মসমর্পন।’

– কুরআন সুন্নাহর পরিভাষায় নিজের ইচ্ছা খায়েশ তথা নিজেকে, আল্লাহর পক্ষ থেকে রাসূল (সাঃ)-এর আনিত সকল বিধানের কাছে সমর্পন করার নামই ইসলাম। আর এরকম যে নিজেকে আল্লাহর সকল বিধানের কাছে সমর্পন করে তার নাম মুসলিম।
মুসলিম অর্থ ‘আত্মসমর্পনকারী।

নিজে সত্য-সঠিক অর্থ জানুন! অন্যকে জানতে সহায়তা করুন!

Related Images:

BD TOP TEN

Filed Under: ইসলাম, জনসচেতনতা, জানা অজানা, জেনে নিন, ধর্ম

জেনে নেই কিছু ইসলামিক সাধারন প্রশ্ন ও উত্তর

এপ্রিল ২৫, ২০২১ by BD TOP TEN Leave a Comment (Edit)

  • প্রঃ পবিত্র কুরআনে মোট সূরা কতটি?
    উঃ ১১৪ টি।
  • প্রঃ পবিত্র কুরআনেরর প্রথম সূরার নাম কি?
    উঃ ফাতিহা।
  • প্রঃ পবিত্র কুরআনে সবচেয়ে বড় সূরা কোনটি?
    উঃ সূরা বাকারা।
  • প্রঃ পবিত্র কুরআনে সবচেয়ে ছোট সূরা কোনটি?
    উঃ সূরা কাওছার।
  • প্রঃ পবিত্র কুরআনের মধ্যে সবচেয়ে বড় আয়াত কোনটি এবং কোন সূরায়?
    উঃ সূরা বাকারার ২৮২ নং আয়াত।
  • প্রঃ পবিত্র কুরআনেরর মধ্যে সবচেয়ে ফযিলত পূর্ণ আয়াত কোনটি?
    উঃ আয়াতুল কুরশী।
  • প্রঃ ফরয নামাযের পর কোন আয়াতটি পাঠ করলে,মৃত্যু ছাড়া জান্নাতে যেতে কোন বাঁধা থাকে না?
    উঃ আয়াতুল কুরশী।
  • প্রঃ পবিত্র কুরআনের কোন সূরাটি পাঠ করলে,কবরের আযাব থেকে রক্ষা পাওয়া যায়?
    উঃ সূরা মূলক।
  • প্রঃ পবিত্র কুরআনের কোন সূরাটি কুরআনের এক তৃতীয়াংশেরর সমান?
    উঃ সূরা ইখলাস।
  • প্রঃ পবিত্র কুরআনের কোন সূরার প্রতি ভালবাসা থাকলে,মানুষকে জান্নাতে নিয়ে যাবে?
    উঃ সূরা ইখলাস।
  • প্রঃ পবিত্র কুরআনের কোন সূরাটি কুরআনের চতুর্থাংশের সমপরিমাণ?
    উঃ সূরা কাফিরূন।
  • প্রঃ পবিত্র কুরআনের কোন সূরাটি জুমআর দিন বিশেষ ভাবে পাঠ করা মুস্তাহাব?
    উঃ সূরা কাহাফ।
  • প্রঃ পবিত্র কুরআনের কোন সূরার প্রথমাংশ তিলাওয়াত কারীকে দাজ্জালের ফেতনা থেকে রক্ষা করবে?
    উঃ সূরা কাহাফের প্রথম দশটি আয়াত।
  • প্রঃ পবিত্র কুরআনের কোন দু’টি সূরা জুমআর দিন ফজরের নামাযে তিলাওয়াত করা সুন্নত?
    উঃ সূরা সাজদা ও দাহর।
  • প্রঃ পবিত্র কুরআনের কোন দু’টি সূরা জুমআর নামাযে তিলাওয়াত করা সুন্নত?
    উঃ সূরা আ’লা ও গাশিয়া।
  • প্রঃ পবিত্র কুরআনে কত বছরে নাযিল হয়?
    উঃ তেইশ বছরে।
  • প্রঃ “মুহাম্মদ ” সাঃ এর নামটি পবিত্র কুরআনে কত স্থানে উল্লেখ হয়েছে?
    উঃ চার স্থানে।
  • প্রঃ পবিত্র কুরআনের সর্বপ্রথম কোন আয়াত নাযিল হয়?
    উঃ সূরা আলাকের প্রথম পাঁচটি আয়াত।
  • প্রঃ পবিত্র কুরআনের কোন আয়াতটি সর্বশেষ নাযিল হয়?
    উঃ আল্লাহ তা’আলা বলেন: ‎‏ ﻭﺍﺗﻘﻮﺍ ﻳﻮﻣﺎً
    ﺗﺮﺟﻌﻮﻥ ﻓﻴﻪ ﺇ ﻟﻲ ﺍﻟﻠﻪ ﺛﻢ
    ﺗﻮﻓﻲ ﻛﻞ ﻧﻔﺲ ﻣﺎﻛﺴﺒﺖ
    ﻭﻫﻢ ﻻ ﻳﻄﻠﻤﻮﻥ
    .
    ইবনু আবী হাতেম সাঈদ বিন জুবাইর (রাঃ) থেকে বণর্না করেন যে,এই আয়াত নাযিল হওয়ার পর নবী কারীম (সাঃ) নয় দিন জীবিত ছিলেন।[আল ইতক্বান ফি উলূমিল কুরআন!]
  • প্রঃ পবিত্র কুরআনের সর্বপ্রথম কোন সূরাটি পূর্নারূপে নাযিল হয়?
    উঃ সূরা ফাতিহা।
  • প্রঃ পবিত্র কুরআন প্রথম যুগে কি ভাবে সংরক্ষিত ছিল?
    উঃ সাহাবায়ে কিরামের স্নৃতিতে,লিখিত অবস্থায় চামড়ায়,হাড়ে,পাতায় ও পাথরে!
  • প্রঃ সর্বপ্রথম কে পবিত্র কুরআন একত্রিত করেন?
    উঃ আবু বকর রাঃ।
  • প্রঃ কোন সাহাবীকে কুরাআন একত্রিত করার দায়িত্ব দেয়া হয়ে ছিল?
    উঃ যায়েদ বিন ছাবেত রাঃ কে।
  • প্রঃ কার পরামর্শে এই কুরাআন একত্রিত করনের কাজ শুরু হয়?
    উঃ ওমর বিন খাত্তাব রাঃ।
  • প্রঃ রাসূল সাঃ এর ওহী লেখক কে কে ছিলেন?
    উঃ হযরত আলী বিন আবী তালেব,মু’আবিয়া বিন আবী সুফিয়ান,যায়েদ বিন ছাবেত ও উবাই বিন কা’ব প্রমুখ রাঃ।
  • প্রঃ কোন যুগে কার নির্দেশে কুরাআনের অক্ষরে নকতা দেয়া হয়?
    উঃ উমাইয়া খালীফা আব্দুল মালিকের যুগে হাজ্জাজ বিন ইউসূফের নির্দেশে একাজ হয়।
  • প্রঃ কুরআনের নকতা দেয়ার কাজটি কে করেন?
    উঃ নসর বিন আছেম বিন ই’য়ামান রহঃ।
  • প্রঃ কুরআনে কে হরকত (যবর,যের,পেশ) ইত্যাদি সংযোজন করেন?
    উঃ খলীল বিন আহমদ আল ফারাহীদি রহঃ।
  • প্রঃ পবিত্র কুরআনে কতবার “দুনিয়া” শব্দটি এসেছে?
    উঃ ১১৫ বার।
  • প্রঃ পবিত্র কুরআনে কতবার “আখরাত” শব্দটি এসেছে?
    উঃ ১১৫ বার।
  • প্রঃ পবিত্র কুরআনে কতটি অক্ষর রয়েছে?
    উঃ ৩২৩৬৭১টি।
  • প্রঃ পবিত্র কুরআনে কতটি শব্দ আছে?
    উঃ ৭৭৪৩৯ টি।
  • প্রঃ পবিত্র কুরআনে কতটি আয়াত আছে?
    উঃ ৬৬৬৬ টি।
  • প্রঃ কোন সূরার শেষ দু’টি আয়াত কোন মানুষের রাতে পাঠ করলে তার জন্য যথেষ্ট হবে?
    উঃ সূরা বাকারার শেষের আয়াত দু’টি। (২৮৫ ও ২৮৬ নংআয়াত)
  • প্রঃ পবিত্র কুরআনে কতটি সিজদা আছে?
    উঃ ১৪ টি সিজদা।
  • প্রঃ পবিত্র কুরআনের কোন সূরায় দু’টি সিজদা রয়েছে?
    উঃ সূরা হজ্জ্ব।
  • প্রঃ পবিত্র কুরআনে কতবার “রহমান” শব্দটি উল্লেখ হয়েছে?
    উঃ ৫৭ বার।
  • প্রঃ পবিত্র কুরআনে কতবার “জান্নাত” শব্দটি এসেছে?
    উঃ ১৩৯ বার। (এক বচন,দ্বিবচন,বহুবচন শব্দে!)
  • প্রঃ পবিত্র কুরআনে কতবার “জাহান্নাম” শব্দটি এসেছে?
    উঃ ৭৭ বার।
  • প্রঃ পবিত্র কুরআনে কতবার “আগুন” শব্দটি এসেছে?
    উঃ ১২৬ বার।
  • প্রঃ পবিত্র কুরআনে কতবার: ‎‏ ﺍﻟﺤﻤﺪ ﻟﻠﻠﻪ ﺭﺏ
    ﺍﻟﻌﻠﻤﻴﻦ বাক্যটি এসেছে?
    উঃ ৬ বার।
  • প্রঃ পবিত্র কুরআনে কোন আয়াতে আরবী ২৯ টি অক্ষরই রয়েছে?
    উঃ সূরা ফাতাহ্। (২৯ নং আয়াত!)
  • প্রঃ পবিত্র কুরআনে কোন সূরায় ﻙ”‏‎” অক্ষরটি নেই?
    উঃ সূরা কুরাঈশ,ফলাক ও আছর।
  • প্রঃ পবিত্র কুরআনের কোন সূরায় দু’বার ” ﺑﺴﻢ
    ﺍﻟﻠﻪ ﺍﻟﺮﺣﻤﻦ ﺍﻟﺮﺣﻴﻢ ” রয়েছে?
    উঃ সূরা নামল। (২৭ নং আয়াত!)

Related Images:

BD TOP TEN

Filed Under: ইসলাম, ধর্ম

প্রিয় নবী সা. এর চুল যেমন ছিল!

এপ্রিল ৮, ২০২১ by BD TOP TEN Leave a Comment (Edit)

?️
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগে আরব পুরুষদের রীতি ছিল লম্বা চুল রাখা। রাসুল নিজেও লম্বা চুল রাখতেন। তার চুল কখনো কানের মাঝামাঝি, কানের লতি কিংবা দুই কাঁধ পর্যন্ত লম্বা থাকতো। তার চুল কাঁধ ছাড়িয়ে আরো লম্বা হত বলে জানা যায়। [১]

?️
কখনো এতদূর অবধি লম্বা হত যে তা বিনুনি/গুচ্ছ করে রাখতেন। তার চাচাতো বোন উম্মে হানী রা. বলেন, “(মক্কা বিজয়ের সময়) রাসুলুল্লাহ সাঃ যখন মক্কায় আগমন করলেন তখন তার চুলে চারটি গুচ্ছ বা বিনুনি ছিল” [২]

?️
আল্লামা ইবনুল কাইয়্যিম বলেন, “তার চুল যখন লম্বা হতো তখন তিনি তা চারটি গুচ্ছে বিভক্ত রাখতেন” [৩]
*আরবীতে চুল জড়িয়ে বা বিনুনি করাকে “গাদীরাহ” বলে। হাদীসে “আরবায়ু গাদায়ের” চারটি গুচ্ছ ভাষাটি ব্যাবহার হয়েছে।

?️
ইবনু হাজার আসকালানী বলেন, “অধিকাংশ সময়ে তার চুল এরূপ কাঁধের কাছাকাছি থাকত। কখনো তা আরো লম্বা হতো এবং ঝুলন্ত গুচ্ছে পরিনত হতো। তিনি সেগুলোকে বিনুনি বানিয়ে রাখতেন” তবে কাঁধ অবধি থাকা তার স্বাভাবিকতা ছিল।[৪]

?️
হজ্জ বা উমরা ব্যতীত তিনি কখনো মাথার চুল মুন্ডন করেছেন বলে জানা যায় না।[৫]
সেজন্যই এ নিয়ে মতভেদ আছে মুন্ডন করা যাবে কি যাবে না। কোনো কোনো ফকীহ হজ্জ উমরা ছাড়া মাথা মুন্ডন কে মাকরুহ বলেছেন। দু কারনে তাদের মতের পক্ষে এ প্রমান পেশ করেন। প্রথমত, রাসুলুল্লাহ সাঃ নিজে কখনোই হজ্জ উমরা ছাড়া মাথা মুন্ডন করেন নি। দ্বিতীয়ত – বিভিন্ন হাদীস থেকে মাথা মুন্ডন আপত্তিকর বলে জানা যায়। সাহাবীগন ছোট চুল রাখতেন। নেড়া পরিহার করতেন।

?️
জাবির রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “হজ্জে বা উমরা ছাড়া মাথার চুল ফেলা যাবে না” (দূর্বল সনদ)[৬]

*দূর্বল হলেও বেশ কয়েক সনদে হাদীসটি উল্লেখ আছে। (তবে হাদীসের বর্ননা সূত্রের কেউ মিথ্যায় অভিযুক্ত নন)। আবু নু’আইমের বর্ণনায় হাদিসটি হলো,
“হজ্জে বা উমরা ছাড়া মাথার চুল ফেলা যাবে না। এছাড়া তা সৃষ্টি বিকৃতি করা বলে গণ্য হবে।”[৭]

?️
অন্য হাদীসে জাবির রা বলেন, রাসুলুল্লাহ সাঃ বলেন,
“যে ব্যক্তি (মাথার চুল) মুন্ডন করে, (পোশাক পরিচ্ছদ) ছিড়ে ফেলে বা চিৎকার করে সে আমাদের দলভুক্ত নয়। (সহীহ সনদ) [৮]

?️
দুবা’য়ি নামক এক নিকৃষ্ট অপরাধী ব্যক্তিকে হযরত উমার (রা) শাস্তি প্রদান করেন এবং বলেন,
“তোমাকে যদি মাথা মুন্ডিত অবস্থায় পেতাম তবে আমি যাতে তোমার চক্ষুদ্বয় রয়েছে তা (তোমার মস্তক) তরবারীর আঘাতে কেটে ফেলতাম।” মানে শাস্তি অধিক হতো। [১০]

এ থেকেও বোঝা যায়, সাহাবীগণ মাথা মুন্ডনের অভ্যাস কে আপত্তিকর বলে মনে করতেন। ইমাম আহমাদ ইবনু হানবাল বলেন, প্রথম যুগের সালাফগন মাথা মুন্ডন করা মাকরুহ বলে মনে করতেন।[১০] যদিও তা হারাম বা গুনাহের কাজ ভাবা যাবেনা।

?️
মোল্লা আলী কারী বলেন, “চুল দীর্ঘ হওয়া কোনো নিন্দিত বিষয় নয়। কাঁধ ছাপিয়ে পরিমাপের চেয়ে বড় হলে চুল কেটে ফেলতে হবে বলেও কোনো নির্দেশ নেই।” [১১] সুতরাং পুরুষের চুল কাঁধের নীচে চলে গেছে মানেই তিনি গুনাহ করছেন এটি দ্বীনি জ্ঞানে অজ্ঞদের ভাবনা। তবে এটি দারা অহংকার প্রকাশ যেনো না হয়।

?️
তবে মনে রাখতে হবে- বড় চুল রাখা পুরুষের জন্য বাধ্যতামূলক নয়। অনেক ফকিহ দাড়ি বড় হবার আগে চুল বড় করতে বারন করেছেন (তাশাব্বুহ মায়ান নিসওয়ান)। ছোট করে চুল রাখাও জায়েজ। তবে মাথার সব অংশে তা সমান হতে হবে। কোথায় বড় কোথাও ছোট এভাবে কাটা ইসলাম সম্মত নয়।

?️
কাতাদাহ (রা) থেকে বর্নিত – তাঁর কাধ ছাপিয়ে বিশাল চুল নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালামের কাছে জিজ্ঞাসা করলে রাসূল সা.তাঁকে একদিন পর একদিন চুল আঁচড়াতে এবং পরিপাটি করে রাখতে নির্দেশ দেন। [১২]

?️
চুলে তেল দেয়া, সুগন্ধি মিশিয়ে তেল দেয়া, পুরুষের জন্য আঁচড়িয়ে পরিপাটি রাখা, মাঝে সিথি করাও সুন্নাহ।[১৩]

?️
সুতরাং যাদের দারা সম্ভব রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিস সালামের দায়েমী এ চুলের সুন্নাতের আমল করতে পারি। কেউ বড় চুল রাখলে, কানের লতি ছাপিয়ে নীচে গেলেই না বুঝে আপত্তিকর বাজে মন্তব্য না করি। আল্লাহ আমাদের বুঝ দান করুন।
বিঃদ্রঃ কোন যৌক্তিক কারনে পিতামাতা যদি সন্তানকে চুল ছোট রাখতে বলেন তা মান্যকরা দায়িত্ব। কারন চুল বড় রাখা একটি সুন্নাহ যায়েদা, পিতামাতার বাধ্য থাকা ফরয। সুতরাং এটা নিয়ে বাড়াবাড়ি করা যাবেনা।

? আরো বিস্তারিত জানতে
ড. আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহি রচিত “ইসলামে পোশাক পর্দা ও দেহ-সজ্জা” বইটি পড়ে নিতে পারেন।

?️
রেফারেন্স:
১-তিরমিযী, আশ শামাইল আল মুহাম্মাদিয়া/৪৭-৫০, আবু দাউদ, আস সুনান ৪/৮১,
আলবানী মুখতাসারুশ শামাইল/ ৩৪-৩৬
২-তিরমিযী, আস সুনান ৪/২৪৬, আবু দাউদ, আস সুনান ৪/৮৩, ইবনু মাজাহ, আস সুনান ২/১১৯৯, ইবনু হাজার, ফাতহুল বারী ৬/৫৭২, ১০/৩৬০, আলবানী, মুখাতাসারুশ শামাইল/৩৫
৩-ইবনুল কাইয়িম, যাদুল মা’আদ ১/১৭০
৪-ইবনু হাজার, ফাতহুল বারী ১০/৩৬০
৫-ইবনুল কাইয়িম, যাদুল মা’আদ ১/১৬৭, শামী সীরাহ শামিয়াহ ৭/৩৪৯-৩৫০
৬- তাবারানী, আল মু’জামুল আউসাত ৯/১৮০
৭-আবু নু’আইম, হিলইয়াতুল আউলিয়া ৮/১৩৯
৮-বুখারী,আস সহীহ ৬/২৭৪৮
৯-ইবনু কুদামা, আল মুগনী ১/৬৫
১০-মোল্লা আলী কারী, মিরকাত ৮/২৪০
১১-মিরকাত ৮/২৪০
১২-নাসায়ী – ৮/১৮৪।
১৩- মুয়াত্তা মালিক- ২/৯৪৯।

Abdul Hi Muhammad Saifullah

 

Related Images:

BD TOP TEN

Filed Under: ইসলাম, জানা অজানা, জেনে নিন, ধর্ম, নব দিগন্ত, প্রেরণা, মগজ ধোলাই, রূপসৌন্দর্য, শিক্ষা প্রতিষ্ঠান, শিশু সুরক্ষা Tagged With: চুল, চুলে তেল দেয়া, ছোট চুল, দীর্ঘ চুল, নবী সা. এর চুল, বড় চুল রাখা, বিনুনি, মাথা মুন্ডন করা, মাথার চুল, সিথি করা

  • « Previous Page
  • 1
  • …
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • …
  • 14
  • Next Page »

নামাজের সময়সূচী

    ঢাকা, বাংলাদেশ
    রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
    ওয়াক্তসময়
    ফজর5:25 AM
    সূর্যোদয়6:32 AM
    জোহর11:53 AM
    আসর3:38 PM
    মাগরিব5:14 PM
    ইশা6:21 PM

বিভাগসমূহ

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • এই ৯ মিনিট আপনার সন্তানের জন্য ভীষণ প্রয়োজন
  • আবোল তাবোল রাজনীতি – পার্ট ২
  • সংখ্যা অনুপাতিক নির্বাচন ও এর সুফল
  • আমার আয়না ঘর দর্শন
  • কি দেখে পুরাতন/ব্যবহৃত ল্যাপটপ কিনব?
  • আবোল তাবোল রাজনীতি
  • ফলো টু ফলো – Follow to Follow
  • বি.ডি.এস. পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন।
  • আমি আজও বুঝলাম না আমার ডিভোর্সের আসল কারণ কি?
  • কিছু নির্মম ইতিহাস – Tasrif Khan
  • কেউ সুখে না রাখলে কি সুখি হওয়া যায়?
  • Sarjis Alam ভাইয়ের ২০২১ সালের পোস্ট
  • আমার গুমের গল্প।ভিক্টিম: মাসরুর আনোয়ার চৌধুরী!
  • পাপের নগদ শাস্তি
  • যে ভালোবাসে তাকেই পাশে রাখ।
  • ছাদবাগান থেকেই আসবে প্রয়োজনীয় সবজি
  • A গ্রেড অথবা B গ্রেড টাইলস চেনার উপায় কি?
  • আমাদের ছেলেরা কীভাবে পুরুষ হবে?
  • প্রচন্ড গরমে বিল্ডিং বা পাকা বাড়িতে AC ছাড়াই ঠান্ডা পরিবেশে থাকতে একটি পরামর্শ
  • এসি-ফ্যান একসাথে চালালে ঘর ঠান্ডা হয় এবং বিদ্যুৎ খরচ বাঁচে?

সাম্প্রতিক মন্তব্যসমূহ

  • ❌ লজ্জা নয়, বাঁচতে হলে জানতে হবে। ? এম এম কিট MM Kit প্রকাশনায় সুমাইয়া
  • অনলাইনে প্রভিডেন্ট ফান্ড এবং পেনশন সংক্রান্ত বিভিন্ন তথ্য প্রকাশনায় মোঃ শরিফুল ইসলাম
  • ❌ লজ্জা নয়, বাঁচতে হলে জানতে হবে। ? এম এম কিট MM Kit প্রকাশনায় পান্না দাশ
  • কোভিড-১৯ ভ্যাকসিন বিষয়ক জিজ্ঞাসা প্রকাশনায় HAFEZ
  • কোভিড-১৯ ভ্যাকসিন বিষয়ক জিজ্ঞাসা প্রকাশনায় HAFEZ

অনুসন্ধান করুন

বিভাগসমূহ

স্বাস্থ্য টিপস

শিমুল মূল, কাতিলা এবং তাল মাখনা খাত্তয়ার নিয়ম

💪শিমুল মূল খাত্তয়ার নিয়ম: 💯ধারালো চাকু দিয়ে শিমুল মূলের উপরের ছাল তুলে ভিতরের সাদা অংশ কাঁচা খেতে হয় । 💯প্রতিদিন সকালে খালি পেটে ১টি করে । 💯গা ঘাটলে বা আনইজি বোধ করলে চিনি বা মধু দিয়েত্ত খেতে পারেন । 💯এতে আপনার লিংঙ্গ শক্ত হবে মোটা হবে এবং সহবাসে সময়ত্ত বাড়বে । 💯১০০% পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত । 💋কাতিলা এবং তাল মাখনা খাত্তয়ার নিয়ম: 💯কাতিলা এবং তাল […]

Copyright © 2025