বিডি টপ টেন

বিডি টপ টেন

আজকের দিন-তারিখ-সময়
আজ ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, হেমন্তকাল | ২২শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার | সন্ধ্যা ৭:৫৩
  • হোম
  • ট্যুর এন্ড ট্রাভেলস
  • অফার
  • জোকস
  • স্বাস্থ্য টিপস
  • তারকা সংবাদ
  • ধর্ম
    • ইসলাম
  • জনসচেতনতা
  • নব দিগন্ত
  • জানা অজানা
  • সংগৃহীত

জীবনের সুন্দর একটি হিসাব যা বদলে দিতে পারে পুরো পৃথিবী

জুন ৫, ২০২০ by BD TOP TEN Leave a Comment (Edit)

যদি A-B-C-D-E-F-G-H-I-J-K-L-M-N-O-P-Q-R-S-T-U-V-W-X-Y-Z
অথাৎ A to Z এর মান যদি এমনভাবে ধরি,
যেখানে,

A=1, B=2, C=3, D=4, E=5, F=6, G=7, H=8, I=9, J=10, K=11, L=12, M=13, N=14, O=15, P=16, Q=17, R=18, S=19, T=20, U=21, V=22, W=23, X=24, Y=25, Z=26

তাহলে…..
Hard Work
H+A+R+D+W+O+R+K
8+1+18+4+23+15+18+11=98%
Knowledge
K+N+O+W+L+E+D+G+E
11+14+15+23+12+5+4+7+5=96%
Luck
L+U+C+K
12+21+3+11=47%

অর্থাৎ এদের কোনোটাই 100% স্কোর করতে পারেনা, তাহলে সেটা কি যা 100% স্কোর করতে পারে?

Money? না এটা 72%
Leadership? না এটা 97%
তাহলে?????????

সব সমস্যারই সমাধান করা সম্ভব, যদি আমাদের থাকে একটা পারফেক্ট Attitude বা দৃষ্টিভঙ্গি।

হ্যা একমাত্র Attitude ই আমাদের জীবনকে করতে পারে 100% সফল।

Attitude
A+T+T+I+T+U+D+E
1+20+20+9+20+21+4+5=100%

সুতরাং, নিজ Attitude এর দুর্বল দিকগুলো সংশোধন করুন, বদলে যাবে পুরো পৃথিবী।

Related Images:

BD TOP TEN

Filed Under: জনসচেতনতা, জানা অজানা, জেনে নিন, নব দিগন্ত, প্রেরণা, মগজ ধোলাই, শিক্ষা প্রতিষ্ঠান Tagged With: Attitude, Hard Work, Knowledge, Leadership, Luck, Money

অবশ্যই চিন্তাশীলদের জন্য রয়েছে নিদর্শন।

মে ২৩, ২০২০ by BD TOP TEN Leave a Comment (Edit)

লক-ডাউন রিফ্লেকশন

বাসায় ৪টা সিসি ক্যামেরা লাগানো আছে। এই লকডাউনে বাসায় বসে সিসিটিভিতে রাস্তায় মানুষের আনাগোনা দেখি। কিছুদিন ধরে আমার চিন্তার জগতে ঝড় বয়ে যাচ্ছে। কারণ আমার পবিত্র ধর্মগ্রন্থ কোরানে মহাপবিত্র স্রষ্টা বারংবার বলেছেন…

“নিশ্চয়ই চিন্তাশীলদের জন্য অনেক নিদর্শন রয়েছে”

এই বাক্য অনেকবার পড়েছি, কিন্তু কখনো এতো গভীরভাবে ভেবে দেখিনি। গত ক’দিন ধরে কিছু বিষয় নিয়ে ভাবছি। যেমন-

  1. যে সিসিটিভিতে আমি রাস্তার মানুষের কাজকর্ম পর্যবেক্ষণ করছি, তা এই পৃথিবীর বিভিন্ন উপাদান দিয়েই আল্লাহর নির্দেশে তৈরী। তাহলে কি এমন কোন মহাশক্তিধর সিসিটিভি আল্লাহ দুনিয়ার শুরুতে চালু করেছেন যা সমগ্র বিশ্ব-ব্রহ্মান্ড পর্যবেক্ষণ করছে?
    “নিশ্চয়ই তিনি সব দেখেন”
  2. আমি আমার এক মৃত বন্ধুর বিয়ের ডিভিডি খুব আবেগ নিয়ে দেখছিলাম। সে নাই, কিন্তু তার অতীত কর্মকাণ্ড দেখতে পাচ্ছি। সেই আবেগ পরক্ষণেই ভয়ে পরিণত হল, যখন ভাবলাম, এমন কোন মহাশক্তিশালী ডিভিডি কি থাকা সম্ভব যা সমগ্র সৃষ্টির কার্যাবলী রেকর্ড করছে। আর সেটা পরে প্লে করা হবে?
    “সেদিন সবকিছু প্রকাশ হয়ে পড়বে,তোমার পালনকর্তার আদেশ অনুযায়ী”
  3. মা যখন বাচ্চা প্রসব করে, তখন সেই বাচ্চার পুষ্টিগুণ অনুযায়ী মায়ের বুকে দুধই কেন আসে? কোকাকোলা,স্প্রাইট, বিয়ার কেন আসেনা? কার পরিকল্পনা? মাথা কাজ করেনা রে ভাই!!
    “মানুষ সৃষ্টিগতভাবেই দুর্বল”
  4. পৃথিবীতে আমাকে জিজ্ঞেস করে পাঠানো হয়নি, আবার আমাকে বিদায়ও নিতে হবে আমার ইচ্ছা ছাড়াই। কেন? কার ইচ্ছামত পৃথিবীতে আসলাম আর বিদায় নিব?
    ” বলুন,আমি আশ্রয় নিচ্ছি মানুষের পালনকর্তার কাছে, মানুষের অধিপতির কাছে, মানুষের প্রকৃত মাবুদের কাছে”
  5. বৃষ্টির পানি টাক মাথায় পড়লে চুল গজায়না, কিন্তু মৃত জমিতে পড়লে ঠিকই হরেকরকম ফসল জন্মে। কি আছে এতে? কার নির্দেশে এমন হয়?
    “আর যিনি আসমান থেকে পরিমিতভাবে পানি বর্ষণ করেন। অতঃপর তা দ্বারা আমি মৃত জনপদকে সঞ্জীবিত করি। এভাবেই তোমাদেরকে বের করা হবে”
  6. উট তার উদরে পানি ধরে রাখতে পারে, যা মরুভূমিতে প্রয়োজনমতো কাজে লাগায়। মানুষ কেন পারেনা? উটকে এমনভাবে প্রোগ্রাম করলো কে? মাথা কাজ করেনা।
    “তারা উটের দিকে কি তাকিয়ে দেখেনা, যে কিভাবে তাকে সৃষ্টি করা হয়েছে”
  7. সমুদ্রের অনেক গভীরে যেখানে সূর্যালোক প্রবেশ করতে পারেনা, সেখানে কিছু মাছ আছে যাদের শরীরে বিদ্যুৎ তথা আলো তৈরী হয়। এত গভীরে পানির চাপেও তারা মারা যায়না, অথচ এই চাপে লোহাও বেকে যায়। কে এদের এভাবে সৃষ্টি করলো?
    “তিনি যা ইচ্ছা তাই সৃষ্টি করেন”
  8. মানুষের এক জিহবা এতো ভিন্ন ভিন্ন স্বাদ কিভাবে বুঝে? কে প্রোগ্রাম করলো? কেম্নে সম্ভব??
  9. খাদ্যহজম প্রক্রিয়া এতো নিখুঁত কিভাবে? যেমন, শর্করা হয় মুখবিবরে, এর জন্য আলাদা এনজাইম, আবার আমিষ হয় পাকস্থলীতে, তার জন্য আলাদা এনজাইম? আবার ফিল্টার হিসেবে কিডনি, অপাচ্য নির্গমনের পথ..পেশাব-পায়খানা লক করে রাখা এবং অপ্রয়জনে আনলক যে করে কে সেই মহা বিজ্ঞানময় সত্ত্বা!! ইশারা কি বুঝেন??
  10. মানুষের শ্রবণ ও দর্শন মেকানিজম যে কি জটিল তা কখনো ভেবেছেন কে এতো নিখুঁতভাবে ডিজাইন করলো??

এভাবে আরো অনেক বিষয় আছে চিন্তা করার, যা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় মহান আল্লাহর মহা শক্তি – কুন ফায়াকুন!!

“আমিই তোমাদের সৃষ্টি করেছি, মৃত্যু দিচ্ছি এবং কেয়ামতে পুনরুত্থিত করবো, তারপরও তোমরা অবিশ্বাস করছ?

Related Images:

BD TOP TEN

Filed Under: ইসলাম, জনসচেতনতা, জানা অজানা, জেনে নিন, ধর্ম, মগজ ধোলাই, সংগৃহীত

যাকাত সম্পর্কিত ৫০ টি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর

মে ১৯, ২০২০ by Enamul Hoque Leave a Comment (Edit)

প্রশ্নোত্তরে যাকাত: ৫০টি

1 যাকাত কাদের উপর ফরজ? যাকাত কাদেরকে দিবো?
2 কোন্ কোন্ সম্পদের যাকাত দিতে হবে?
5 বছররের মাঝে যেসব টাকা আয় হয়েছে সেগুলোর হিসাব কিভাবে করবো?
6 পাওনা টাকার যাকাত কে দিবে?
7 পাওনা টাকা যাকাত হিসেবে কেটে দেওয়া যাবে কি না?
8 ব্যবহ্রত স্বর্ণের যাকাত দেওয়া যাবে কি না?
9 ভাই-বোনকে যাকাত দেওয়া যাবে কি না?
10 স্ত্রীর গহনার যাকাত কে দিবে?

11 বাসার মেয়েদের স্বর্ণ একত্র করলে নেসাব পূর্ণ হয়। একত্র না করলে হয় না। করণীয় কি?
12 ঋণগ্রস্থ ব্যক্তির যাকাতের বিধান কি?
13 মসজিদ-মাদরাসায় যাকাতের টাকা দেওয়া যাবে কি না?
14 শাড়ি-লুঙ্গি দিয়ে যাকাত আদায় করা যাবে কি না?
15 যাকাতের টাকায় নলকূপ খনন বা জনকল্যানমূলক কাজ করা যাবে কি না?
16 শিশুদের সম্পদের যাকাত দিতে হবে কি না?
17 যাকাত কি রমজান মাসে দিতে হয়?
18 যাকাত কি অগ্রিম দেওয়া যায়?
19 যাকাতের টাকা ধীরে ধীরে দেওয়া যাবে কি না?
20 কয়েক বছরের যাকাত দেওয়া হয়নি এখন কি করবো?

21 কাউকে না বলে যাকাত দেওয়া যাবে কি না?
22 স্বর্ণ ও রৌপ্যের মধ্যে কোনটিকে নিসাব ধরতে হবে?
23 ব্যবহ্রত স্বর্ণের গহনার যাকাত দিতে হবে কি না?
24 ডায়মন্ডের যাকাত দিতে হবে কি না?
25 স্ত্রীর যাকাত স্বামী আদায় করলে হবে কি না?
26 কোনো মেয়ে মানুষের শুধু স্বর্ণ আছে নগদ টাকা নেই তিনি কিভাবে যাকাত দিবেন?
27 কিছু স্বর্ণ আর কিছু টাকা আছে। কোনোটারই নেসাব পূর্ণ হয়নি যাকাত কিভাবে দেবো?
28 স্বর্ণ বা রুপার জাকাত কি বর্তমান বাজার মূল্যে নাকি কেনা মূল্যে হিসাব করতে হবে?
29 স্হায়ী সম্পত্তি যেমন বাড়ি, গাড়ির যাকাত দিতে হবে কিনা?
30 প্রভিডেন্ট ফান্ডের টাকার যাকাত দিতে হবে কি না?

31 সরকারকে ট্যাক্স দিলে কি যাকাত দিতে হবে? থেকে মুক্তি পাওয়া যাবে?
32 গবাদিপশু এবং ফসলের যাকাতের বিবরণ কি?
33 যাকাতের টাকা দিয়ে ত্রান দেয়া যাবে কিনা?
34 অভাবী লোককে টাকা না দিয়ে কোনো কিছু কিনে দেওয়া যাবে কি?
35 ডিপিএসের যাকাত কি দিতে হবে?
36 ব্যবসার যাকাত কি ভাবে হিসাব করবো?
37 মৎস চাষের যাকাত সম্পর্কে জানতে চাই। পুকুরে চাষের মাছ আছে, কিন্তু কি পরিমাণ আছে জানা নাই, এমতাবস্থায় মাছের যাকাত কিভাবে হিসাব করবো?
38 শ্যালক যদি গরীব হয় দুলাভাইয়ের কাছ থেকে যাকাতের টাকা নিতে পারবে?
39 অমুসলিমকে যাকাত দেওয়া যাবে কি না?
40 যাকাতের টাকা কি বিভিন্ন সেবামূলক সংগঠনে দান করা যাবে?

41 ফিক্স ডিপোজিট এবং বন্ড সার্টিফিকেটের যাকাত দিতে হবে কিনা?
42 বছরের মাঝামাঝি নেসাব থেকে কমে গেলে যাকাত দিতে হবে কিনা?
43 ইংরেজি বর্ষ হিসেবে যাকাত দিতে হবে নাকি আরবি বর্ষ হিসেবে?
44 ব্যবহারের গাড়ি বা মূলবান আসবাব পত্রের যাকাত দিতে হবে কিনা?
45 হজ্ব বা বিয়ের উদ্দেশ্যে জমানো টাকার যাকাত ‍দিতে হবে কিনা?
46 যাকাত হিসেবের সময় মহরের টাকা বাদ দেয়া যাবে কিনা?
47 মহর হস্তগত না হলে স্ত্রীকে যাকাত দিতে হবে কিনা?
48 স্বামী স্ত্রী একে অন্যকে যাকাত দিতে পারবে কিনা?
49 যাকাতের টাকা পৃথক করে রাখলেই কি আদায় হয়ে যাবে?
50 কাজের লোকজনকে যাকাত দেওয়া যবে কিনা?

Related Images:

Enamul Hoque
www.bn.bdtopten.com/author/ehoque/

Filed Under: ইসলাম, জনসচেতনতা, জানা অজানা, জেনে নিন, ধর্ম, মগজ ধোলাই Tagged With: প্রশ্নোত্তরে যাকাত, যাকাত

মধু খাওয়ার সঠিক পদ্ধতি কী?

মে ৮, ২০২০ by BD TOP TEN Leave a Comment (Edit)

  • গরম পানি বা গরম দুধে মধু মিশিয়ে খাওয়া ঠিক না।
  • দুধের সাথে মধু খেতে চান? দুধ ঠান্ডা করে নিন।
  • সকালে খালি পেটে মধু খান।
  • পুরাতন মধু বেশি কার্যকরী।
  • লেবুর রসের সঙ্গে কাঁচা মধু মিশ্রিত করে খেলে অ্যাসিডিটি কমে।
  • হজমের সমস্যা দূর করতে, খাওয়ার আগে এক চামচ মধু খেয়ে নিন।
  • মধু ও দারচিনির মিশ্রণ নিয়মিত খেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে।
  • লেবুর রস ও মধু মিশিয়ে খেলে লিভার পরিস্কার থাকে ও ওজন কমাতে সাহায্য করে।
  • যৌন দুর্বলতা কাটাতে, ছোলার সঙ্গে মধু সেবনে ভালো ফল পাওয়া যায়।
  • দুই চা চামচের সমপরিমাণ মধু ও বাসকপাতার রস মিশিয়ে খেলে সর্দি ও কাশি সারে।
  • এক চা চামচ মধু ও সমপরিমাণ তুলসী পাতার রস মিশিয়ে খেলে অল্প সময়ের মধ্যেই কাশি দূর হয়।
  • মধুর সঙ্গে গুড়ের রস মিশিয়ে খেলে বমি বন্ধ হয়।
  • এক চা চামচ আদার রস এবং সমপরিমাণ মধু একসঙ্গে মিশিয়ে সকাল-সন্ধা খেলে সর্দি সেরে যায় ও খিদে বৃদ্ধিপায়।

 

Related Images:

BD TOP TEN

Filed Under: অফার, জনসচেতনতা, জানা অজানা, জেনে নিন, স্বাস্থ্য টিপস, স্বাস্থ্য সেবা

কারো সাথে ফিজিক্যাল রিলেশন ছিল, জীবনসঙ্গী এমন হলে কি করবেন?

মার্চ ২৪, ২০২০ by BD TOP TEN Leave a Comment (Edit)

জীবনে সুখী হওয়াটা অনেকটা মানসিকতার উপর নির্ভর করে। বিবাহিত জীবনটা পুরোটাই চলে বিশ্বাসের উপর। আর এই সম্পর্কে স্বচ্ছতা থাকা জরুরি। তবে অতীতে কারও সঙ্গে (শারীরিক) সম্পর্কের কথা জানানোটা কতটুকু যুক্তিসঙ্গত?

যদিও সিদ্ধান্তটা পুরোপুরি ব্যক্তিগত এবং এর ভালো বা খারাপ দুই দিকই আছে।

বিবাহিত জীবনের প্রথম কয়েক মাস কিংবা কয়েক বছর হয়তো আনন্দ ফুর্তিতে কেটে যায়। এক সাথে চলার পথে মতের অমিল, বাধা-বিপত্তি, তর্ক-বিতর্ক হতেই পারে। মিথ্যা বলা বা সত্য গোপন করার ফল কখনো ভালো হয় না। এগুলো পারস্পরিক বিশ্বাসে ঘুন ধরায়। তাই সেই সম্ভাবনাকে দূর করে দেয়াই ভালো। তবে অপরপক্ষের অতীতকে মেনে নেয়ার মানসিকতা আছে কিনা বুঝতে হবে।

কেউ যদি নিজে থেকে অতীত সম্পর্কের কথা বলে, অতীত গোপন না করে, তাহলে তাকে সত্যবাদী আখ্যায়িত করা যায়। তবে সে অতীত সম্পর্কের অপ্রীতিকর পরিণাম থেকে বেরিয়ে আসতে পেরেছে কিনা সেটা ভেবে দেখবার বিষয়। অতীত সম্পর্কের ভূত তাড়া করে বেড়ালে, বর্তমান সম্পর্ক কখনো সুখের হয় না।

আর কেউ যদি চেপে গিয়ে থাকে ও আপনি অন্য কোনভাবে জানতে পারেন, তবে ভেবেচিন্তে এগোনো ভাল। হয়তো সে আপনাকে বিশ্বাস করে বলতে পারেনি অথবা বলা প্রয়োজন বলে মনে করেনি।

যদি আপনাকে সে অতীতের শারীরিক সম্পর্কের কথা বিশ্বাস করে বলতে না পারে, তাহলে হয়ত সে আপনার চরিত্রের বিচারিক দিকটার কথা জানে। হয়ত সে আশঙ্কা করছে আপনি এ নিয়ে তার চরিত্রের কাটাছেঁড়া করবেন। হয়ত সে আপনাকে হারাতে চায় না। আর আপনার জীবনসঙ্গী বা জীবনসঙ্গীনি যদি আপনাকে বিশ্বাস করতে না পারেন তবে সেটা আপনার-ই ব্যক্তিত্ত্বগত সমস্যা।

আর যদি সে আপনাকে সবকিছু খোলাখুলিভাবে জানানোর প্রয়োজনবোধ না করে থাকেন, তবে তো সম্পর্কের শুরুটাই মিথ্যা দিয়ে শুরু। সে রকম সম্পর্কে কি সুখ আছে?

দৈহিক সম্পর্ক ভালোবাসার চরম ও অবশ্যম্ভাবী পরিণতি। ভালোবাসাবিহীন শারীরিক সম্পর্ক সবার মানসিকতা ও রুচির সাথে যায় না। কোন পুরুষ বা নারী তার শরীর সমন্ধে কি নির্নয় করবেন সেটা তার একান্ত ব্যক্তিগত ব্যাপার।

স্বামী-স্ত্রী একে ওপরের সহযোদ্ধা, জীবনসঙ্গী-জীবনসঙ্গীনি। স্বামী স্ত্রীর সতীচ্ছেদ করেছেন কিনা সেটার থেকে বিশ্বাস, ভালোবাসা ও মর্যাদার সাথে বাকি জীবনটা দুজনে একসাথে কাটাতে পারবেন কিনা, সেটা বেশি গুরুত্বপূর্ণ। আর স্ত্রীর জীবনে প্রথম পুরুষ হওয়ার থেকে অন্তিম পুরুষ হওয়াটা বেশি জরুরি।

জীবনসঙ্গী যদি আপনার অতীত মেনে নেন তবে বুঝতে হবে, একজন ভালো মানুষকেই জীবনসঙ্গী হিসেবে পেয়েছেন।

Related Images:

BD TOP TEN

Filed Under: জনসচেতনতা, জানা অজানা, জেনে নিন, মগজ ধোলাই, সুখি পরিবার

  • « Previous Page
  • 1
  • …
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • …
  • 34
  • Next Page »

নামাজের সময়সূচী

    ঢাকা, বাংলাদেশ
    রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
    ওয়াক্তসময়
    ফজর5:25 AM
    সূর্যোদয়6:32 AM
    জোহর11:53 AM
    আসর3:38 PM
    মাগরিব5:14 PM
    ইশা6:21 PM

বিভাগসমূহ

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • এই ৯ মিনিট আপনার সন্তানের জন্য ভীষণ প্রয়োজন
  • আবোল তাবোল রাজনীতি – পার্ট ২
  • সংখ্যা অনুপাতিক নির্বাচন ও এর সুফল
  • আমার আয়না ঘর দর্শন
  • কি দেখে পুরাতন/ব্যবহৃত ল্যাপটপ কিনব?
  • আবোল তাবোল রাজনীতি
  • ফলো টু ফলো – Follow to Follow
  • বি.ডি.এস. পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন।
  • আমি আজও বুঝলাম না আমার ডিভোর্সের আসল কারণ কি?
  • কিছু নির্মম ইতিহাস – Tasrif Khan
  • কেউ সুখে না রাখলে কি সুখি হওয়া যায়?
  • Sarjis Alam ভাইয়ের ২০২১ সালের পোস্ট
  • আমার গুমের গল্প।ভিক্টিম: মাসরুর আনোয়ার চৌধুরী!
  • পাপের নগদ শাস্তি
  • যে ভালোবাসে তাকেই পাশে রাখ।
  • ছাদবাগান থেকেই আসবে প্রয়োজনীয় সবজি
  • A গ্রেড অথবা B গ্রেড টাইলস চেনার উপায় কি?
  • আমাদের ছেলেরা কীভাবে পুরুষ হবে?
  • প্রচন্ড গরমে বিল্ডিং বা পাকা বাড়িতে AC ছাড়াই ঠান্ডা পরিবেশে থাকতে একটি পরামর্শ
  • এসি-ফ্যান একসাথে চালালে ঘর ঠান্ডা হয় এবং বিদ্যুৎ খরচ বাঁচে?

সাম্প্রতিক মন্তব্যসমূহ

  • ❌ লজ্জা নয়, বাঁচতে হলে জানতে হবে। ? এম এম কিট MM Kit প্রকাশনায় সুমাইয়া
  • অনলাইনে প্রভিডেন্ট ফান্ড এবং পেনশন সংক্রান্ত বিভিন্ন তথ্য প্রকাশনায় মোঃ শরিফুল ইসলাম
  • ❌ লজ্জা নয়, বাঁচতে হলে জানতে হবে। ? এম এম কিট MM Kit প্রকাশনায় পান্না দাশ
  • কোভিড-১৯ ভ্যাকসিন বিষয়ক জিজ্ঞাসা প্রকাশনায় HAFEZ
  • কোভিড-১৯ ভ্যাকসিন বিষয়ক জিজ্ঞাসা প্রকাশনায় HAFEZ

অনুসন্ধান করুন

বিভাগসমূহ

স্বাস্থ্য টিপস

প্রবাসীর কষ্ট কেউও বুঝবেনা একমাত্র প্রবাসী ছাড়া~!

যৌতুক নিয়ে বিয়ের হার কমেছে প্রবাসীদের কারণে। হাতে হাতে দামী মোবাইল প্রবাসীদের কারণে। সাইকেলের বদলে মোটরবাইক, কার টাকায় প্রবাসীদের টাকায়। ২২k gold প্রবাসীদের কারণে। অরিজিনাল কসমেটিক্স প্রবাসীদের কারণে। নিডু দুধ সহ অরিজিনাল খাদ্য সামগ্রী প্রবাসীদের কারণে। বছরের পর বছর দামী শাড়ি, গয়না ব্যবহার করছেন প্রবাসীদের কারণে। মাসের পর মাস নতুন নতুন টাকার বান্ডিল প্রবাসীদের কারণে। গ্রামে যেখানে ৯০% কাঁচা ঘর ছিলো সে জায়গায় এখন ৫০% […]

Copyright © 2025