বিডি টপ টেন

বিডি টপ টেন

আজকের দিন-তারিখ-সময়
আজ ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, হেমন্তকাল | ২২শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার | সকাল ৯:১৩
  • হোম
  • ট্যুর এন্ড ট্রাভেলস
  • অফার
  • জোকস
  • স্বাস্থ্য টিপস
  • তারকা সংবাদ
  • ধর্ম
    • ইসলাম
  • জনসচেতনতা
  • নব দিগন্ত
  • জানা অজানা
  • সংগৃহীত

“হয়তো” বলে বলে আর কয়দিন চলবে জীবন?

অক্টোবর ২৯, ২০১৯ by BD TOP TEN Leave a Comment (Edit)

হয়তো বললেই কি চলবে?
“হয়তো” বলে বলে আর কয়দিন চলবে জীবন?

আমরা কষ্টের একটি বিশাল দীর্ঘশ্বাস নিয়ে ভাবি- কালকে “হয়তো সব ঠিক হবে ” এ আশা নিয়ে।

‘হয়তো’ …..
হয়তো একদিন সব ঠিক হবে,
হয়তো একদিন আমাকে মানুষগুলো বুঝবে,
হয়তো একদিন আমি সবার দেয়া পেইন ভুলে মুভ অন করতে পারবো,

হয়তো একদিন আমার ভালবাসার মানুষ আমাকে সম্মান ও গুরুত্ব দিবে।

হয়তো depression থেকে একাই বের হতে পারবো।

– কত যে “হয়তো”- দিয়ে নিজেকে ভুলভাবে বুঝ দিয়ে যাচছি।

বার বার হোঁচট খেয়ে ফিরে আসি আমরা সেই অন্ধকারে।

‘হয়তো’ এর মত অনিশ্চত শব্দকে সঙ্গি করে জীবন চলে না।

– ওকে ফাইন প্রথমত, একটু খেয়াল করুন আপনার কিছু দিনের এক্টিভিটিসগুলো আপনি খুব সহজভাবে বুঝতে পারবেন।

  1. আপনি কি বেশ অস্থিরতাবোধ করেন, মনে হয় যেন মাথার ভেতর প্রেশার অনুভব করছেন, বুকের ভেতরে চাপা নিঃশ্বাস আটকে আছে?
  2. সারাক্ষন ক্লান্ত লাগে, ঘুম থেকেও উঠলেও ফ্রেশ লাগেনা। মনে হচ্ছে ঘুম এখনো পূর্ণ হয়নি। কোথাও বাধা পাচ্ছে?
  3. আপনার কাছে কি মাঝে মাঝে নিজেকেই অসহ্যকর লাগে?
  4. “আমি কিছু পারি না”, “পুরো জীবনটা এভাবেই নষ্ট করে গেলাম” – এ ধরণের অপরাধবোধ এবং “কিছু পারি না” অনুভূতি লেগে থাকে ? আত্মহত্যা কিংবা self-harm-এর চিন্তা কাজ করে?
  5. মেজাজ খিটখিটে লাগে সারাক্ষণ?কথা বেশি শুনলে মনে হয় যেন মাথায় গিয়ে ধাক্কা খাচ্ছে। সব কথা আপনাকে আঘাত করার নিয়তে বলছে বলে মনে হয়। রিএক্ট করে ফেলেন ক্ষোভ ধরে রাখতে না পেরে।
  6. কোন কিছুতে জড়িয়ে বা আঁকড়ে ধরে বাঁচার চেস্টা করা। নিজস্ব স্বত্তা হারিয়ে ফেলা। মনে হয় আপাততঃ আমার কাছে এটি থাকলে আমি বাঁচতে পারবো। ব্যস্ত থেকে মন ভুলাতে পারবো!

যদি এমন হয়ে থাকে, তাহলে বুঝে নিবেন যে আপনি নিঃসন্দেহে “ডিপ্রেশন” নামক ধ্বংসাত্বক রোগে ভুগছেন।

যদি তাই হয়, তবে অতিসত্বর তার জন্য কাউন্সেলিং জরুরী।

কি লাভ একবার ভাবুন তো?
========================
নিজেকে মেরে ফেলার চেয়ে সুন্দরভাবে ডিপ্রেশন মুক্ত বাঁচার স্টেপ নিন।

?তাই চাইতে হলে আগে একশান নিতে হবে।

আপনার নিজের লাইফকে চেঞ্জ করতে ও হারানো সম্মান ফিরিয়ে আনতে আপনাকে তৈরি করুন কাউন্সিলিং নিন।

জারিন সুলতানা
মাইন্ড কেয়ার

Related Images:

BD TOP TEN

Filed Under: জনসচেতনতা, প্রেরণা, মগজ ধোলাই

আযানের জবাব যেভাবে দিতে হবে

অক্টোবর ১৯, ২০১৯ by BD TOP TEN Leave a Comment (Edit)

পৃথিবীর সবচেয়ে সুমধুর ধ্বনির নাম আজান—এটি মুসলিম-অমুসলিম-নির্বিশেষে কোটি মানুষের উপলব্ধি। আজানের আওয়াজ শুধু মুসলমানের অন্তরেই নাড়া দেয় না, বরং তা অমুসলিমের অন্তরকেও আকর্ষণ করে। যুগে যুগে যার অজস্র উদাহরণ রয়েছে। হ্যাঁ, হিংসুক ও নিন্দুকের কথা ভিন্ন।

তাই ইসলামে আজানের বিশেষ গুরুত্ব রয়েছে। আজান শুনে আজানের জবাব দেওয়ারও রয়েছে বিশেষ গুরুত্ব।

আজানের জবাব দেওয়ার পদ্ধতি:

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,

মুওয়াযযিন যখন “আল্লাহু আকবার, আল্লা-হু আকবার” বলে,
তখন তোমাদের কোন ব্যক্তি আন্তরিকতার সাথে তার জবাবে বলে,
“আল্লাহু আকবার, আল্লাহু আকবার”।

যখন মুওয়াযযিন বলে
“আশহাদু আল লা- ইলা-হা ইল্লাল্ল-হ”
এর জবাবে সেও বলেঃ “আশহাদু আল লা- ইলা-হা ইল্লাল্ল-হ”।

অতঃপর মুওয়াযযিন বলে।
“আশহাদু আন্না মুহাম্মাদান রসূলুল্ল-হ”
এর জবাবে সে বলেঃ “আশহাদু আন্না মুহাম্মাদান রসূলুল্লহ”।

অতঃপর মুওয়াযযিন বলেঃ “হাইয়্যা আলাস সলাহ”
এর জবাবে সে বলে,
“লা-হাওলা ওয়ালা- কুওওয়াতা ইল্লা বিল্লা-হ”।

অতঃপর মুওয়াযযিন বলে, “হাইয়্যা ‘আলাল লাফাহ”
এর জবাবে সে বলেঃ “লা- হাওলা ওয়ালা কুওওয়াতা ইল্লা- বিল্লাহ”।

অতঃপর মুওয়াৰ্যযিন বলে,
আল্লাহু আকবার, আল্লাহু আকবার” এর জবাবে,
সে বলেঃ “আল্লাহু আকবার, আল্লাহু আকবার”।

অতঃপর মুওয়াযযিন বলে, “লা-ইলা-হা ইল্লাল্লহ,
এর জবাবে সে বলেঃ “লা- ইলা-হা ইল্লাল্লহ।”

আযানের এ জবাব দেয়ার কারণে সে জান্নাতে যাবে।

[সহীহ মুসলিম হাদীস নং ৭৩৬- তাওঃ–পাবঃ]

Related Images:

BD TOP TEN

Filed Under: ইসলাম, জনসচেতনতা, জানা অজানা, জেনে নিন, ধর্ম Tagged With: আযানের জবাব

কাজের মেয়ে সমাচার

অক্টোবর ১৯, ২০১৯ by BD TOP TEN Leave a Comment (Edit)

বাসায় কিছুদিন আগে ১২-১৩ বছেরর একটা কাজের মেয়ে এনেছিলাম। মেয়েটি কাজ-কর্মে ভালই ছিলো, চটপটে ও চতুর ছিলো। মেয়েটির জ্ঞান-বুদ্ধি ভাল দেখে মেয়েটিকে লেখাপড়া করার ব্যাপারে উদ্বুদ্ধ করি এবং আমার ছেলে যে কিন্ডারগার্টেনে পড়ে সে স্কুলের প্রধান শিক্ষকের সাথে কথা বলে পঞ্চম শ্রেনীর বই সংগ্রহ করে পড়াশোনা শুরু করিয়ে দিই।পাশাপাশি বাসায় কম্পিউটারের হাতে-খড়ি ও সেলাই প্রশিক্ষণ দিতে থাকি।

বাসায় অন্য বুয়া থাকায় মেয়েটির মূলত: কাজ ছিলো- আমার বাচ্চাদের সাথে সঙ্গ দেয়া, ওদের সাথে খেলা করা, আর টুকিটাকি ফুট-ফরমায়েশ পালন করা। আমি ও আমার স্ত্রী দুজনেই চাচ্ছিলাম, আমাদের বাসায় থেকে মেয়েটির একটি সুন্দর ভবিষ্যত গঠন করে দেয়া। মেয়েটি যদি ঠিকমতো পড়াশোনা করতে পারে তাহলে সম্ভব হলে ভবিষ্যতে একটা চাকুরিও যদি জুটিয়ে দেয়া যায় সেভাবে তাকে গড়ে দেয়া-আমরা এটাই চাচ্ছিলাম।

কিন্তু কথায় বলে সুখে থাকলে ভুতে কিলায়। কিছুদিনের মধ্যে আবিষ্কার করলাম, মেয়েটি আমাদের মোবাইল ব্যবহার করে প্রায় ৪-৫ জন লোকের সাথে সম্পর্ক তৈরি করে ফেলেছে। মোবাইল কল রেকর্ডে তাদের কনভার্সেশনে এডাল্ট কথা-বার্তা শুনে হতবাক হয়ে গেলাম। যাদের সাথে সম্পর্ক তৈরি করছে, তাদের সাথে আমি নিজে কথা বলে আরো হতবাক হলাম যে, ৩ বাচ্চার বাপের সাথেও গভীর সম্পর্ক তৈরি করে ফেলেছে। অবস্থা বেগতিক দেখে অত:পর মেয়েটির পরিবারের লোকজনকে খবর দিয়ে অবশেষে মেয়েটিকে তার পরিবারের কাছে ফেরত দিয়ে দিই।

খোঁজ নিয়ে জানতে পেরেছি, ওর বাবা বিয়ে করেছে ৩ টা!
ওর ভাই আরেকজনের বউ বাচ্চাসহ ভাগিয়ে নিয়ে এসে বিয়ে করেছে!!
জেনেটিক্যালি মেয়েটি এ স্বভাব পেয়েছে!!

Related Images:

BD TOP TEN

Filed Under: জনসচেতনতা, সংগৃহীত

গুড মর্নিং এসোসিয়েশন একটি সচেতন সামাজিক সংগঠন।

অক্টোবর ১৮, ২০১৯ by BD TOP TEN Leave a Comment (Edit)

গুড মর্নিং এসোসিয়েশন একটি সচেতন সামাজিক সংগঠন। সবাইকে নিয়ে সুস্থ থাকার প্রচেষ্টা করে যাচ্ছে। বাগানে যারা হাটে তারা, যারা হাটে না তাদেরকেও ডেকে এনে সুস্থ থাকার এই প্রচেষ্টায় অন্তর্ভুক্ত করেছে। একজন প্রশিক্ষিত প্রশিক্ষকের মাধ্যমে শারীরিক ও মানসিকভাবে আত্মিকভাবে সুস্থ থাকার জন্য ইয়োগাচর্চা অব্যাহত রেখেছেন। আমি আশা করি সবাই ভাল আছেন।

সুস্থ থাকার জন্য সচেতনতা দরকার। পরিবেশ সচেতনতা দরকার, খাবার সম্পর্কে সচেতনতা দরকার, লাইফ স্টাইল সম্পর্কে সচেতনতা দরকার।

সবচেয়ে বেশি দরকার অক্সিজেন:
শারীরিক ব্যায়াম দরকার, বয়স অনুযায়ী উপযোগী ব্যায়াম দরকার, শারীরিক ব্যায়াম, মানসিক ব্যায়াম দরকার, ভালো চিন্তা করুন, আত্মিক ব্যায়াম করুন, মানুষ শুধু দেহ সর্বস্ব জীব নয়, তাই আত্মার খোরাক দিতে হবে, সেটা হলো স্রষ্টার ইবাদত। সুস্থ থাকতে হলে স্রষ্টার ইবাদত করতে হবে।
সভ্যতার রোগ: ভুল খাদ্যাভ্যাসের কারণে আমরা যে সকল রোগ অর্জন করেছি, যেমন: ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, বাত-ব্যথা, গ্যাস্ট্রিক আলসার, লিভার রোগ, কিডনি রোগ, হৃদ রোগ, স্ট্রোক ,প্যারালাইসিস ইত্যাদি। ভুল খাদ্যাভ্যাস, ভুল জীবন চর্চার মাধ্যমে মানুষ অধিকাংশ রোগ অর্জন করে।

অতিরিক্ত রিচ ফুড, অতিরিক্ত চর্বিযুক্ত প্রাণীজ আমিষ, দীর্ঘদিন ধরে ভক্ষণ করলে সে অনেক রোগ অর্জন করতে পারে। তাহলে সুস্থ থাকার জন্য এ সকল রিচ ফুড বর্জন করতে হবে।
সভ্য মানুষদের অসভ্য আচরণের কারণে আমরা অনেক রোগে আক্রান্ত হচ্ছি। খাদ্যে ভেজাল এক ভয়াবহ মহামারী আমরা মোকাবেলা করছি। মাছে ফরমালিন, ফলে কার্বাইড, মুড়িতে ইউরিয়া, সকল খাবারের সংরক্ষণের নামে কেমিক্যাল এর ব্যবহার।
অধিক মুনাফা লাভের জন্য মানুষের অসুস্থ প্রতিযোগিতা চলছে। সমাজে আমরা সবাই একে অপরের উপর নির্ভরশীল। দুধওয়ালা মাছ কিনে, মাছ বিক্রেতা চাল কিনে, চাল বিক্রেতা ঔষধ কিনে , ঔষধ বিক্রেতা ফল কিনে। এটা একটা চক্র সুতরাং অনৈতিক চর্চা দ্বারা আমরা সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছি।

দরকার সামাজিক সচেতনতা
দরকার সামাজিক আন্দোলন

সুস্থ থাকার জন্য প্রকৃতির কাছে আসুন
প্রাকৃতিক অভ্যাস চর্চা করুন

  • ফজরের নামাজ বা ইবাদতের মাধ্যমে দিন শুরু করুন
  • পর্যাপ্ত অক্সিজেন গ্রহণের জন্য বাগানে হাঁটুন
  • উপযুক্ত শারীরিক ও মানসিক ব্যায়াম করুন
  • ঠিক খাদ্য খান, বেশি সবজি খান, মৌসুমি ফল খান
  • প্রাণীজ আমিষ বর্জন করুন
  • দৈনিক দুই থেকে আড়াই লিটার বিশুদ্ধ পানি পান করুন
  • জাঙ্ক ফুড বর্জন করুন
  • চিনি বর্জন করুন
  • তৈলাক্ত খাবার বর্জন করুন
  • সকালে হাঁটার পরে ফিরে এসে এক গ্লাস কুসুম গরম পানিতে অর্ধেকটা লেবুর রস মিশিয়ে পান করুন।
  • সকালে এক মুঠো অঙ্কুরোদগম সহ ছোলা বুট খাবেন।
  • ভুসিযুক্ত লাল আটা বা ব্রাউন রাইস এর খাবার খাবেন
  • তিন থেকে চার কিলোমিটার হাঁটুন অর্থাৎ 30 মিনিট হাঁটুন

আসুন আমরা প্রাকৃতিক ফলমূল খাবার খাই, অতিরিক্ত কেমিক্যাল ঔষধ ব্যবহার থেকে ফিরে আসি, সবাই মিলে সুস্থ থাকি।

Dr-Shahidul Islam Khan

Related Images:

BD TOP TEN

Filed Under: জনসচেতনতা, জেনে নিন, রূপসৌন্দর্য, স্বাস্থ্য টিপস

সব পোস্ট পাবলিক করতে নেই!

অক্টোবর ১৮, ২০১৯ by BD TOP TEN Leave a Comment (Edit)

রাত প্রায় তিনটে, আওয়াজ শুনে মহিলার হঠাৎ ঘুম ভেঙ্গে গেল। তাকিয়ে দেখে চার ডাকাত মুখে কাপড় বেঁধে, পিস্তল হাতে ঘরের মধ্যে দাঁড়িয়ে আছে। মহিলার স্বামী খাটের সঙ্গে বাঁধা, বাচ্চাদের পাশের ঘরে বন্ধ করা।
ডাকাতরা আলমারি আর সব তন্ন তন্ন করে খুঁজে অনেক টাকা আর গয়না পেয়ে গেছে।

হঠাৎ এক ডাকাত মুখের কাপড় সরিয়ে মহিলার দিকে তাকিয়ে বলে …
“তোর আমেরিকায় থাকা ভাই দেড় লাখ টাকা দামের আইফোন পাঠিয়েছিল, সেটা কোথায়? আর বিবাহ বার্ষিকীতে তোর বর যে হীরের নেকলেস দিয়েছিল সেটা?

মহিলা প্রচণ্ড ঘাবড়ে গিয়ে জিজ্ঞেস করল “কিন্তু, তুমি এসব কিভাবে জানলে?”

ডাকাতটা বলে উঠল …
“রোজ দেখছি তোকে , আমরা জানবনা ? আমরা সব জানি … আমরা তো তোর ফেসবুক ফলোয়ার …!”

বিঃদ্রঃ গল্পের ছলে হলে কথা কিন্তু খুব সত্যি…। পোস্ট টা হাসি র হলেও রিয়েলিটি আছে, ফেসবুকে কখনও ব্যাক্তিগত তথ্য শেয়ার করা উচিত নয়।

তাই বলছিলাম – সব পোস্ট পাবলিক করতে নেই —

Related Images:

BD TOP TEN

Filed Under: জনসচেতনতা, জোকস, সংগৃহীত

  • « Previous Page
  • 1
  • …
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • …
  • 42
  • Next Page »

নামাজের সময়সূচী

    ঢাকা, বাংলাদেশ
    রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
    ওয়াক্তসময়
    ফজর5:25 AM
    সূর্যোদয়6:32 AM
    জোহর11:53 AM
    আসর3:38 PM
    মাগরিব5:14 PM
    ইশা6:21 PM

বিভাগসমূহ

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • এই ৯ মিনিট আপনার সন্তানের জন্য ভীষণ প্রয়োজন
  • আবোল তাবোল রাজনীতি – পার্ট ২
  • সংখ্যা অনুপাতিক নির্বাচন ও এর সুফল
  • আমার আয়না ঘর দর্শন
  • কি দেখে পুরাতন/ব্যবহৃত ল্যাপটপ কিনব?
  • আবোল তাবোল রাজনীতি
  • ফলো টু ফলো – Follow to Follow
  • বি.ডি.এস. পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন।
  • আমি আজও বুঝলাম না আমার ডিভোর্সের আসল কারণ কি?
  • কিছু নির্মম ইতিহাস – Tasrif Khan
  • কেউ সুখে না রাখলে কি সুখি হওয়া যায়?
  • Sarjis Alam ভাইয়ের ২০২১ সালের পোস্ট
  • আমার গুমের গল্প।ভিক্টিম: মাসরুর আনোয়ার চৌধুরী!
  • পাপের নগদ শাস্তি
  • যে ভালোবাসে তাকেই পাশে রাখ।
  • ছাদবাগান থেকেই আসবে প্রয়োজনীয় সবজি
  • A গ্রেড অথবা B গ্রেড টাইলস চেনার উপায় কি?
  • আমাদের ছেলেরা কীভাবে পুরুষ হবে?
  • প্রচন্ড গরমে বিল্ডিং বা পাকা বাড়িতে AC ছাড়াই ঠান্ডা পরিবেশে থাকতে একটি পরামর্শ
  • এসি-ফ্যান একসাথে চালালে ঘর ঠান্ডা হয় এবং বিদ্যুৎ খরচ বাঁচে?

সাম্প্রতিক মন্তব্যসমূহ

  • ❌ লজ্জা নয়, বাঁচতে হলে জানতে হবে। ? এম এম কিট MM Kit প্রকাশনায় সুমাইয়া
  • অনলাইনে প্রভিডেন্ট ফান্ড এবং পেনশন সংক্রান্ত বিভিন্ন তথ্য প্রকাশনায় মোঃ শরিফুল ইসলাম
  • ❌ লজ্জা নয়, বাঁচতে হলে জানতে হবে। ? এম এম কিট MM Kit প্রকাশনায় পান্না দাশ
  • কোভিড-১৯ ভ্যাকসিন বিষয়ক জিজ্ঞাসা প্রকাশনায় HAFEZ
  • কোভিড-১৯ ভ্যাকসিন বিষয়ক জিজ্ঞাসা প্রকাশনায় HAFEZ

অনুসন্ধান করুন

বিভাগসমূহ

স্বাস্থ্য টিপস

নিজেই যখন নিজ সন্তানের Silent Killer.

ADHD (Attention Deficit Hyperactivity Disorder). এটি একটি মেডিক্যাল সমস্যা যা অনেক অভিভাবক খেয়াল করেন না। খুব ছোট বেলা থেকেই এই রোগ হতে পারে আর চিকিৎসা না করালে জটিল হতে পারে। ADHD এর ৩ টি লক্ষণ ক) শিশু অমনোযোগী, কোন কাজেই সে মনোযোগ দিচ্ছে না, প্রায়ই ভুলে যাচ্ছে। খ) হাইপার অর্থাৎ কোন কারণ ছাড়াই ছোটাছুটি, চিল্লাচিল্লি, অসতর্কতা, ভুল ইত্যাদি যা বাচ্চাদের সাধারণ চঞ্চলতা থেকে বেশী। গ) […]

Copyright © 2025