বিডি টপ টেন

বিডি টপ টেন

আজকের দিন-তারিখ-সময়
আজ ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, হেমন্তকাল | ২২শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার | রাত ২:৩৭
  • হোম
  • ট্যুর এন্ড ট্রাভেলস
  • অফার
  • জোকস
  • স্বাস্থ্য টিপস
  • তারকা সংবাদ
  • ধর্ম
    • ইসলাম
  • জনসচেতনতা
  • নব দিগন্ত
  • জানা অজানা
  • সংগৃহীত

পবিত্র কুরআনে বর্ণিত ত্বীন (ডুমুর – Fig/Teen/Anjeer) ফলের উপকারিতা

জুন ২১, ২০২৩ by Rifat Chowdhury Leave a Comment (Edit)

  • ত্বীন ফলের উপকারিতা ও গুণাগুণ জেনে নিন | ডুমুর ফল | ত্বীন ফলের রহস্য |Tin fol | Fig Fruit |
  • জেনে নিন ত্বীন ফলের উপকারিতা কি কি?
  • টেস্টোস্টেরন বৃদ্ধির প্রাকৃতিক উপায় কি?
  • যৌন ক্ষমতা বাড়াতে নিয়মিত কি খাবেন?

সুন্দর ও সুস্থ জীবনে ফলের বিকল্প নেই। ত্বীন একটি সুস্বাদু ,স্বাস্থ্যকর ও সুমিষ্ট মজাদার ফল । জেনে নিন তিন ফলের উপকারিতাঃ

১. কোলেস্টেরল মাত্রা কমাতে সাহায্য করে।
২. মেদ ও ওজন হ্রাসে সহায়তা করে।
৩. হৃদরোগের ঝুঁকি কমায় এবং হৃদপেশি শক্তিশালী করে।
৪. শ্বাসযন্ত্র স্বাভাবিক করতে সাহায্য করে।যা শ্বাস-প্রশ্বাসের রোগীদের জন্য উপকারী।
৫. এটি ক্যালসিয়াম সমৃদ্ধ হওয়ায় হাড় শক্তিশালী করে।
৬. আমাদের শরীরে প্রসারিত ক্যান্সার কোষকে প্রতিরোধ করে।
৭. ডায়াবেটিস এর রোগীদের জন্য উপকারী ।
৮. টেস্টোস্টেরন বৃদ্ধি করে।
৯. নিয়মিত ত্বিন ফল খেলে যৌন ক্ষমতা বাড়ে।

*********** বিশেষ অফার *************
৫০০ গ্রাম = ৫৫০ টাকা মাত্র
১ কেজি = ১০৫০ টাকা মাত্র
বিস্তারিত জানতে কল করুন : 01821212484

ভিজিট করুন BD TOP TEN

Related Images:

Rifat Chowdhury

Filed Under: অফার, ইসলাম, জনসচেতনতা, জানা অজানা, জেনে নিন, ধর্ম, স্বাস্থ্য Tagged With: anjeer, bangladesh, fig, Fig in pot, Fig/Teen/Anjeer, teen, teen fruit in bangladesh, Tin fruit, tin fruit cultivation, tin fruit tree in bangladesh, ডুমুর ফল, ডুমুর ফলের উপকারিতা, তিন ফল, তিন ফল চাষ পদ্ধতি, তীন ফল চাষ, ত্বীন চাষ বাংলাদেশে, ত্বীন ফল, ত্বীন ফল চাষ পদ্ধতি, ত্বীন ফল বাণিজ্যিক চাষ, ত্বীন ফলের উপকারিতা, ত্বীন ফলের চারা, ত্বীন ফলের চাষ, ত্বীন ফলের দাম, পবিত্র কুরআনে বর্ণিত, পাইকারী দামে, বাংলাদেশে ডুমুর চাষ, বাংলাদেশে ত্বীন ফল চাষ, সর্বনাশা ত্বীন চাষ

অভিভাবক হিসাবে আপনার আচরণ টক্সিক কি?

জানুয়ারি ২০, ২০২৩ by Shahana Akhter Leave a Comment (Edit)

বাবা-মায়েরা সন্তানদের নানা ভাবে শাসন করে থাকেন। ছোটবেলা থেকে বাব-মায়েদের কথা শুনতে, সম্মান করতে শেখানো হয়। কখনও কখনও বাবা মায়ের অতিরিক্ত শাসন, সমালোচনা নষ্ট করে দিতে পারে সন্তানের ব্যক্তিত্ব, ভবিষ্যৎ জীবন।

জেনে নিন, অভিভাবক হিসাবে আপনার আচরণ টক্সিক কি না।

  • আপনার সন্তান কি আপনাকে কিছু শেয়ার করতে ভয় পায়? কোনও কিছু শেয়ার করলে বা জানতে পেরে গেলে আপনার প্রতিক্রিয়ার ভয়ে টেনসন করতে থাকে? সেই ভয় কি এখনও সন্তানের মধ্যে রয়ে গিয়েছে?
  • আপনি কি অর্থ দিয়ে নিয়ন্ত্রণ করতে চান সব কিছু? বার বার শোনান, ওদের জন্য কত অর্থ ব্যয় করেছেন, কী কী ত্যাগ করেছেন?
  • অনেক বাবা-মা রয়েছেন যাঁরা মানতে চান না সন্তান বড় হয়েছে। তাঁরা দেখাতে চান সন্তানকে কতটা স্নেহ করেন, সব সময় বাচ্চা ভাবেন সন্তানদের। এই আচরণ সন্তানদের ব্যক্তিত্বের বিকাশ হতে দেয় না।
  • আপনি কি সব সময় সন্তানের দোষ ধরেন, খুঁজে বেড়ান? আগের করা ভুল বার বার মনে করিয়ে দিয়ে সমালোচনা করেন?
  • বিশেষ প্রয়োজনে সন্তান কি মনখুলে আপনাকে সব কিছু বলতে পারে? নাকি আরও বেশি সমালোচিত হওয়ার ভয়ে মনের কথা বলতে ভয় পায়?
  • আপনি কি আপনার অসহিষ্ণু আচরণ, রাগ, শাসনের পিছনে সব সময় কারণ, যুক্তি, অজুহাত খোঁজেন?
  • আপনি কি নিজেকে সবসময় পারফেক্ট মনে করেন? ভাবেন আপনিই সেরা অভিবাবক? সব সময় আপনার সিদ্ধান্তই সঠিক?

বিঃদ্রঃ সব প্রশ্নের সঠিক জবাবের জন্য আপনার অবশ্যই ঘনিষ্টজনের সহযোগিতা লাগবে।

Related Images:

Shahana Akhter
www.bn.bdtopten.com/author/shahanaa/

Filed Under: অফার, জনসচেতনতা, জানা অজানা, জেনে নিন, নব দিগন্ত, প্রেরণা, মগজ ধোলাই, সংসার জীবন

ছোটবেলা থেকে সন্তানের সাথে ভালো আচরণ করছেন তো!

ডিসেম্বর ২, ২০২২ by Shahana Akhter Leave a Comment (Edit)

শিশুর সাথে সব সময় ধমকের স্বরে কথা বলছেন না তো! সন্তানের সাথে শাউট করে কথা বলার পরিনতি :-

  • ওরা আরো বেশি আপনার কথা শুনতে চাইবে না।
  • যে কোনো জিনিসের জন্য ওদের সাথে শাউট বা ধমকের সুরে কথা বলতে হবে।
  • নরম স্বরে কথা বললে ওরা আর শুনতে চাইবে না এবং জবাবও দিতে চাইবে না।
  • কোন আদেশ পালন করার আগে, ওরা শাউট বা চিৎকার শোনার জন্য অপেক্ষা করবে।

ছোটবেলা থেকে সন্তানের সাথে ভালো আচরণ করুন।

Related Images:

Shahana Akhter
www.bn.bdtopten.com/author/shahanaa/

Filed Under: অফার, জনসচেতনতা, জানা অজানা, জেনে নিন, নব দিগন্ত, প্রেরণা, মগজ ধোলাই, শিশু সুরক্ষা, সংসার জীবন, সুখি পরিবার

কোনটা অধিকার আর কোনটা সুবিধা বুঝা দরকার।

জুলাই ১৬, ২০২২ by Rifat Chowdhury Leave a Comment (Edit)

  • বহুদিন আগে আমার বাবা তার খালি জমিতে একটা গরিব পরিবারকে থাকতে দিয়েছিলেন। বেশ কয়েক বছর পর বাবা বাড়ি করার জন্য জমিটা ছাড়তে বললে তারা ছাড়তে রাজি হলো না। পরে অনেক কসরত করে, টাকা পয়সা দিয়ে তাদেরকে সরানো হয়েছিল।শুনে যা বুঝলাম, তাহলো একটা জমিতে অনেকদিন থাকলে নাকি তাতে তার অধিকার জন্মে যায়। আমিতো অবাক। দয়া করে থাকতে দিয়েছে। কোথায় কৃতজ্ঞ হবে, তানা উল্টো দখল করে বসে আছে। ভাবলাম জমির ব্যাপারতো তাই লোভ সামলাতে পারেনি।
  • আমি যেখানে থাকি সেখানে এক রিক্সাওয়ালা আছে আমার দেশি। বাজারে সে থাকলে আমি তার রিক্সাতেই আসি। বাজার থেকে আমার বাসা পর্যন্ত ভাড়া ৪০ টাকা ফিক্সড। তবে আমি নিয়মিত ৫০ টাকা দিতাম।একদিন আমার কাছে খুচরা ৪৫ টাকা ছিলো। ঐ টাকাই দিলাম। টাকাটা দেয়ার সাথে সাথে একরকম চিৎকার করে উঠলো, “ আর ৫ টাকা ? ” আমি কিছুক্ষন চুপ থেকে বললাম, ” ভাড়াতো ৪০ টাকা, বাকি ৫ টাকা ফেরত দেন। “লোকটা হেসে বলল না সবসময়তো ৫০ টাকা দেন তাই কইলাম। ভাবলাম থাক গরিব মানুষতো, তাই এমন করলো।
  • আমার এক প্রতিবেশী।রোজ বাচ্চাকে স্কুলে দিতে যায়। তার গোয়ালাটা সে ফেরার আগে দুধ নিয়ে আসে। আমি বাড়িতে না থাকায় সেই দুধ নেয়ার দায়িত্বটা আমার কাজের লোকের উপর পড়ে।প্রতিবেশি হিসেবে এটুকু উপকারতো করতেই হয়। একদিন আমার কাজের লোকটি কোথাও একটা কাজে বেড়াতে গেছে, দুধটা আর নেয়া হয়নি।

    আমি বাসায় ফেরার পর উনি এসে বলল,
    ” আপনার কাজের লোক কোথায়? ”
    — একটু বেড়াতে গেছে।
    –আমাকে আগে বলল না। এখন দেখেনতো আমার ছোট ছেলেটা কি খাবে ?
    আগে বললে আমি অন্য কাউকে দায়িত্ব দিতাম।
    –ভাবি ও হয়তো ভুলে গেছে।
    –না যাই বলেন কোনো দায়িত্ব নিলে ঠিক ভাবে পালন করতে হয়।
    –ভাবি ও হয়তো আপনার এই দায়িত্বের জন্য উপযুক্ত পারিশ্রমিক পায়না তাই অবহেলা করেছে। আপনি বরং দায়িত্বটা অন্য কাউকে দিয়েন।

    সে কিছুক্ষন আমার দিকে তাকিয়ে থেকে গটগট করে চলে গেলো।
    ভাবলাম, অল্প শিক্ষিত মহিলাতো তাই এমন আরকি।

  • আমার এক কলিগ। গর্ভবতী হয়ে অফিসে কাজ করেন, আমি তার কষ্ট দেখে তার একটা কাজের দায়িত্ব নিজে থেকেই নিলাম।সে মাতৃত্বকালীন ছুটিতে গেলো। সে ফিরেও এলো। তাকে কাজটা ফিরিয়ে দিতে চাইলে সে গরিমসি শুরু করলো। ভাবটা এমন যে কাজটা আমারই ছিলো। এবার ভাবনাটা বদলালাম।

আসলে মানুষ একটা সুবিধা বেশিদিন ভোগ করলে সেটাকে তার অধিকার ভেবে নেয়।
ভুলে যায় –“It’s facility, not right.”

তাই শুধু সুবিধা দেয়া নয়, নেয়ার ক্ষেত্রেও সাবধান থাকা দরকার।

হিউম্যান বিহেভিয়ার খুব অদ্ভুত। এটা প্রায় সবার ক্ষেত্রেই কাজ করে।

টিউশনি করানোর সময় আন্টি প্রতিদিন নাস্তা দিতেন। হঠাৎ টানা ২-৩ দিন নাস্তা না দেয়ায় আমার খুব খারাপ লেগেছিল, আরে নাস্তাই দিল না। পরে অবশ্য আমার নিজের আচরণে আমি নিজেই অবাক হই। আমার সাথে তো কখনো অভিভাবক এর নাস্তা নিয়ে চুক্তি হয়নি তারা তো আমাকে নাস্তা দিতে বাধ্য নন। বরং নাস্তা দেয়ার জন্য আমার তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা উচিৎ ছিল।

কোনটা অধিকার আর কোনটা অতিরিক্ত পাচ্ছি, সেটা বুঝা জরুরি।।

Related Images:

Rifat Chowdhury

Filed Under: অফার, জনসচেতনতা, জানা অজানা, জেনে নিন, নব দিগন্ত, প্রেরণা, মগজ ধোলাই, সংসার জীবন Tagged With: অধিকার, বুঝা, সুবিধা

হেদায়েত” হুট করে পাওয়া কোনো একদিনের বিষয় নয়…!!!

জুলাই ৯, ২০২২ by Enamul Hoque Leave a Comment (Edit)

হেদায়েত” হুট করে পাওয়া কোনো একদিনের বিষয় নয়…!!!
এর জন্য আয়োজন করতে হয়, বিশাল আয়োজন……….

নফসের বিরুদ্ধে গিয়ে নিয়মিত

  • পাঁচ ওয়াক্ত সালাতের আয়োজন…!!!
  • হারাম বর্জনের আয়োজন……
  • মিথ্যা পরিহারের আয়োজন…!!!
  • শয়তানকে হারানোর আয়োজন……
  • প্রচন্ড ধৈর্য এবং আস্থার প্রয়োজন!!!

বেশ কয়েকদিন কেটে যাবে এভাবেই….

তারপর নফস এবং শয়তান হেরে যাবে!!! হারবে….

  • সালাতে মনোযোগ আসবে!
  • হারামে জড়াতে ভয় কাজ করবে!
  • মিথ্যা ভাবতেই গা শিউরে উঠবে!
  • প্রচন্ড ধৈর্য এসে যাবে……..

কেন বলুন তো???
কারণ আপনি তো প্রথম ধাপে আল্লাহর দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিলেন,,,,,তাই স্বয়ং আল্লাহ আপনার দিকে দ্রুত গতিতে এগিয়ে এসেছেন!!!

তাই শুধু ” হেদায়েত” এর অপেক্ষা করে নিষ্ক্রিয় হয়ে থাকলে হবে না,,,,,
চেষ্টা করতে হবে!!! প্রচুর পরিশ্রম করতে হবে….

“যে আল্লাহর দিকে হেঁটে হেঁটে যায়,,,আল্লাহ তার দিকে দৌড়ে দৌড়ে যান””
আর একেই বলে”হেদায়েত”

Related Images:

Enamul Hoque
www.bn.bdtopten.com/author/ehoque/

Filed Under: অফার, ইসলাম, জনসচেতনতা, জানা অজানা, জেনে নিন, ধর্ম, নব দিগন্ত, প্রেরণা, মগজ ধোলাই, সংগৃহীত

  • « Previous Page
  • 1
  • 2
  • 3
  • 4
  • …
  • 8
  • Next Page »

নামাজের সময়সূচী

    ঢাকা, বাংলাদেশ
    রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
    ওয়াক্তসময়
    ফজর5:25 AM
    সূর্যোদয়6:32 AM
    জোহর11:53 AM
    আসর3:37 PM
    মাগরিব5:13 PM
    ইশা6:20 PM

বিভাগসমূহ

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • এই ৯ মিনিট আপনার সন্তানের জন্য ভীষণ প্রয়োজন
  • আবোল তাবোল রাজনীতি – পার্ট ২
  • সংখ্যা অনুপাতিক নির্বাচন ও এর সুফল
  • আমার আয়না ঘর দর্শন
  • কি দেখে পুরাতন/ব্যবহৃত ল্যাপটপ কিনব?
  • আবোল তাবোল রাজনীতি
  • ফলো টু ফলো – Follow to Follow
  • বি.ডি.এস. পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন।
  • আমি আজও বুঝলাম না আমার ডিভোর্সের আসল কারণ কি?
  • কিছু নির্মম ইতিহাস – Tasrif Khan
  • কেউ সুখে না রাখলে কি সুখি হওয়া যায়?
  • Sarjis Alam ভাইয়ের ২০২১ সালের পোস্ট
  • আমার গুমের গল্প।ভিক্টিম: মাসরুর আনোয়ার চৌধুরী!
  • পাপের নগদ শাস্তি
  • যে ভালোবাসে তাকেই পাশে রাখ।
  • ছাদবাগান থেকেই আসবে প্রয়োজনীয় সবজি
  • A গ্রেড অথবা B গ্রেড টাইলস চেনার উপায় কি?
  • আমাদের ছেলেরা কীভাবে পুরুষ হবে?
  • প্রচন্ড গরমে বিল্ডিং বা পাকা বাড়িতে AC ছাড়াই ঠান্ডা পরিবেশে থাকতে একটি পরামর্শ
  • এসি-ফ্যান একসাথে চালালে ঘর ঠান্ডা হয় এবং বিদ্যুৎ খরচ বাঁচে?

সাম্প্রতিক মন্তব্যসমূহ

  • ❌ লজ্জা নয়, বাঁচতে হলে জানতে হবে। ? এম এম কিট MM Kit প্রকাশনায় সুমাইয়া
  • অনলাইনে প্রভিডেন্ট ফান্ড এবং পেনশন সংক্রান্ত বিভিন্ন তথ্য প্রকাশনায় মোঃ শরিফুল ইসলাম
  • ❌ লজ্জা নয়, বাঁচতে হলে জানতে হবে। ? এম এম কিট MM Kit প্রকাশনায় পান্না দাশ
  • কোভিড-১৯ ভ্যাকসিন বিষয়ক জিজ্ঞাসা প্রকাশনায় HAFEZ
  • কোভিড-১৯ ভ্যাকসিন বিষয়ক জিজ্ঞাসা প্রকাশনায় HAFEZ

অনুসন্ধান করুন

বিভাগসমূহ

স্বাস্থ্য টিপস

আবোল তাবোল রাজনীতি – পার্ট ২

৭১’ পাকিস্তানি আগ্রাসন থেকে দেশকে মুক্ত করেছে। ২৪’ ভারতীয় আগ্রাসন থেকে দেশকে মুক্ত করেছে। – আমরা বাংলাদেশী বাংলাদেশে পাকিস্তানপন্থী রাজনীতির অস্তিত্বই নেই। কেউ যদি কাউকে “পাকিস্তানপন্থী” ট্যাগ দেয়, তার মানে সে মুলত ভারতকে খুশি করতে অন্যদের পাকিস্তানপন্থী ট্যাগ দেয়। এবং সে নিজে ভারতপন্থী। রাজনৈতিক নেতারা বক্তব্য দেন, উক্তি করেন যাতে কর্মীরা তা ঢাল হিসেবে ব্যবহার করতে পারে। এদের ভিতর বাহির এক না! বাটপার প্রকৃতির। জিয়ার […]

Copyright © 2025