বিডি টপ টেন

বিডি টপ টেন

আজকের দিন-তারিখ-সময়
আজ ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, হেমন্তকাল | ২২শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার | রাত ২:৩২
  • হোম
  • ট্যুর এন্ড ট্রাভেলস
  • অফার
  • জোকস
  • স্বাস্থ্য টিপস
  • তারকা সংবাদ
  • ধর্ম
    • ইসলাম
  • জনসচেতনতা
  • নব দিগন্ত
  • জানা অজানা
  • সংগৃহীত

আমি আজও বুঝলাম না আমার ডিভোর্সের আসল কারণ কি?

সেপ্টেম্বর ৫, ২০২৪ by Rifat Chowdhury Leave a Comment (Edit)

রাত তখন প্রায় দশটা বাজে। আকাশে মেঘ ডাকছে, সাথে বৃষ্টি হচ্ছে প্রচুর। আমি খাটের উপরে শুইয়ে আছি তখন বউ আমার জন্য এক গ্লাস দুধ আর দুইটা হাঁসের ডিম এনে আমাকে খেতে বলল। আমিও খেয়ে নিলাম। বউ এবার আমার হাত পা টিপতে শুরু করলো। ভাবলাম বউ আমার অনেক কষ্ট করে তাই তাকে বললাম,

— তুমি তো সারাদিন বাসায় কতো কাজ করো এখন তোমার একটু রেস্ট করা দরকার। ঘুমিয়ে পড়ো। আমার ও খুব ঘুম পাচ্ছে।

এই কথা বলে আমিও ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকাল থেকে বউ আর আমার সাথে কথা বলেনা। বুঝলাম না তার কি হইলো? রাতে তো ঝগড়া হওয়ার মতো কিছুই করলাম না।
দুইদিন বউ আমার সাথে কথা বলে নাই। পরে আবার কথা বলা শুরু করছে। আমি কাজে যাচ্ছিলাম তখন বউ আমার কাছে এসে বলল,

— আজকে রাতে বাসায় আসার সময় মনে করে চকলেট আর স্ট্রবেরি নিয়ে আসবেন ফার্মেসি থেকে।

বউয়ের কথা শুনে আমি তো অবাক হয়ে গেলাম। বউ এই কথা বলে রান্না ঘরে চলে গেলো। আমি মনে মনে ভাবছি বউটা কাজ করতে করতে কেমন যেনো হয়ে গেলো। কোথায় কি পাওয়া যায় সেটাও জানেনা।

যাকগে, অফিসের কাজ শেষ করে বউয়ের জন্য এক কেজি স্ট্রবেরি আর আর দুইটা কিটকেট চকলেট নিলাম। ভাবলাম বউ যেহেতু কিছু খাইতে চাইলো নিয়ে যাই। তাহলে বউ কিছুটা খুশি হবে তাই এগুলো নিয়ে বাসায় গেলাম। গিয়ে বউকে এগুলো দিতেই সে বেগবুগ ঘুছিয়ে নিতে শুরু করল।

— ও বউ কি হইছে? তুমি যেটা বললে সেটাই তো এনেছি। এখনে রাগ করার কি আছে?
— আমি আর তোর ভাত খাবোনা।

এই কথা বলে বউ চলে গেলো। আমি বুঝতে পারছিনা আমি কি করলাম ভাই? নাকি স্ট্রবেরি আর চকলেট কম আনাতে রাগ করছে?

বউকে একটা মেসেজ দিলাম,
বউ সরি আমার ভুল হইছে। আমি বুঝতে পারিনি। প্লিজ বাড়িতে আসো এবার তোমার জন্য স্ট্রবেরি ৫ কেজি এনে দেবো আর চকলেট ও বেশি করে আনবো।

বউ আমার এই মেসেজ দেখে আমাকে ব্লক মেরে দিয়ে পরের দিন আমার বাসায় ডিভোর্স লেটার পাঠিয়ে দিয়েছে।
আমি আজও বুঝলাম না আমার ডিভোর্সের আসল কারণ কি?

Related Images:

Rifat Chowdhury

Filed Under: জেনে নিন, জোকস, মগজ ধোলাই, রম্য রস, সুখি পরিবার

মেয়েরা সবসময়ই নাগালের বাইরে স্বপ্ন দেখে। আর পুরুষরা স্বপ্ন দেখে হাতের কাছের।

এপ্রিল ১১, ২০২০ by BD TOP TEN Leave a Comment (Edit)

@COVID-19
হোম কোয়ারেন্টিনে স্বামী স্ত্রী ঘরে খোশগল্পে মশগুল। হঠাৎ…

স্ত্রী বললোঃ- চলো সময় কাটাতে আমরা একটা গেইম খেলি। তুমি একটা কাগজে পাঁচজন মেয়ের নাম লিখবে যাদের তুমি পছন্দ করো। আর আমিও পাঁচজন ছেলের নাম লিখবো যাদের আমি পছন্দ করি। দেখা যাক কার বন্ধু সেরা !!

দুজন কাগজ কলম নিয়ে লেখা শুরু করে দিলো। কিছুক্ষণ পর উভয়ের কাগজ খোলা হলো।

স্ত্রী লিখেছেঃ-

১. সালমান খান
২. শাকিব খান
৩. আমির খান
৪. শহীদ আফ্রিদি
৫. মেসির নাম।।

স্বামী লিখেছেঃ-

১. হিমা (স্কুল জীবনের বন্ধু)
২. শবনম ভাবি (পাশের ফ্লাটের বৌয়ের বান্ধবী)
৩. রীমা (মেয়ের হাউস টিউটর)
৪. সীমা (মামাতো শালী)
৫. ঝুমা (ফেইসবুকের ঘনিষ্ঠ বন্ধু) ।।

এই খেলার পরিণতি বড় বেদনাদায়ক !!

স্বামী ৫ দিন ধরে নিজে রেঁধে খাচ্ছে।
আর তিন ফিট দুরত্ব বজায় রাখার কোয়ারান্টাইন আইনে ড্রইং রুমের সোফায় একা ঘুমাচ্ছে !!

শিক্ষা :
মেয়েরা সবসময়ই নাগালের বাইরে স্বপ্ন দেখে। আর পুরুষরা স্বপ্ন দেখে হাতের কাছের।
Not always right!

Related Images:

BD TOP TEN

Filed Under: জেনে নিন, জোকস, মগজ ধোলাই, রম্য রস, সুখি পরিবার Tagged With: স্বপ্ন

যেমন বুনো ওল, তেমন বাঘা তেতুল।

ফেব্রুয়ারি ২৯, ২০২০ by BD TOP TEN Leave a Comment (Edit)

চাকরিটা বস-এর শ্যালকের জন্য আগে থেকেই নির্ধারণ করা আছে। তবুও নামকাওয়াস্তে লোক-দেখানো ইন্টারভিউ চলছিল। সেসব প্রশ্নই জিজ্ঞেস করা হচ্ছিল, যার কোনো উত্তর হয় না! ফলে একের পর এক প্রার্থী ঢুকছিল আর বেরুচ্ছিল। এক সময় এলো বল্টুর পালা।

প্রশ্নকর্তা : আপনি মাঝ নদীতে একটি নৌকায় একা বসে আছেন এবং আপনার সঙ্গে মাত্র দু’টো সিগারেট ছাড়া আর কিছুই নেই। আপনি কিভাবে অন্ততপক্ষে একটি সিগারেট জ্বালাবেন?

বল্টু একটু চিন্তা করে বলল, স্যার, এর তিন-চারটে সমাধান আছে!
প্রশ্নকর্তা একটু আশ্চর্য হলেন। যে প্রশ্নের কোনো উত্তর হয় না, সেখানে এতোগুলো উত্তর?!?

প্রশ্নকর্তা : আচ্ছা ঠিক আছে, বলেন…।

বল্টু : একটি সিগারেট জলে ফেলে দেবো, তাহলে নৌকা একটু হাল্কা মানে লাইটার (Lighter) হয়ে যাবে এবং সেই lighter দিয়ে সিগারেট জ্বালাতে পারব!

দ্বিতীয় সমাধান – একটা সিগারেট উপরে ছুঁড়ে দেবো এবং নিচে নেমে এলে ক্যাচ ধরব মানে Catches win the matches; তারপর সেই ‘ম্যাচিস’ (matches) দিয়ে সিগারেট জ্বালিয়ে নেবো!

তৃতীয় সমাধান- নদী থেকে এক আজলা পানি নিয়ে ড্রপ বাই ড্রপ ফেলতে থাকব… শব্দ আসবে- টিপ, টিপ, টিপ!
প্রশ্নকর্তা : তাতে কী হবে?
বল্টু : ওই গানটা শোনেননি – টিপ-টিপ বরষে পানি, পানি নে আগ লাগায়ি.. সেই আগ (আগুন) দিয়ে সিগারেট জ্বালিয়ে নিতে পারব!

এতেও যদি কাজ না হয়, তাহলে চতুর্থ সমাধানটা শুনুন – একটা সিগারেটকে আদর করব, অন্য সিগারেট হিংসায় আপনে আপনেই জ্বলে যাবে!

 

Related Images:

BD TOP TEN

Filed Under: জোকস, মগজ ধোলাই

সব পোস্ট পাবলিক করতে নেই!

অক্টোবর ১৮, ২০১৯ by BD TOP TEN Leave a Comment (Edit)

রাত প্রায় তিনটে, আওয়াজ শুনে মহিলার হঠাৎ ঘুম ভেঙ্গে গেল। তাকিয়ে দেখে চার ডাকাত মুখে কাপড় বেঁধে, পিস্তল হাতে ঘরের মধ্যে দাঁড়িয়ে আছে। মহিলার স্বামী খাটের সঙ্গে বাঁধা, বাচ্চাদের পাশের ঘরে বন্ধ করা।
ডাকাতরা আলমারি আর সব তন্ন তন্ন করে খুঁজে অনেক টাকা আর গয়না পেয়ে গেছে।

হঠাৎ এক ডাকাত মুখের কাপড় সরিয়ে মহিলার দিকে তাকিয়ে বলে …
“তোর আমেরিকায় থাকা ভাই দেড় লাখ টাকা দামের আইফোন পাঠিয়েছিল, সেটা কোথায়? আর বিবাহ বার্ষিকীতে তোর বর যে হীরের নেকলেস দিয়েছিল সেটা?

মহিলা প্রচণ্ড ঘাবড়ে গিয়ে জিজ্ঞেস করল “কিন্তু, তুমি এসব কিভাবে জানলে?”

ডাকাতটা বলে উঠল …
“রোজ দেখছি তোকে , আমরা জানবনা ? আমরা সব জানি … আমরা তো তোর ফেসবুক ফলোয়ার …!”

বিঃদ্রঃ গল্পের ছলে হলে কথা কিন্তু খুব সত্যি…। পোস্ট টা হাসি র হলেও রিয়েলিটি আছে, ফেসবুকে কখনও ব্যাক্তিগত তথ্য শেয়ার করা উচিত নয়।

তাই বলছিলাম – সব পোস্ট পাবলিক করতে নেই —

Related Images:

BD TOP TEN

Filed Under: জনসচেতনতা, জোকস, সংগৃহীত

কথা বলা টিয়ার ক্যারেক্টার সার্টিফিকেট – জোকস

জুলাই ২১, ২০১৯ by BD TOP TEN Leave a Comment (Edit)

এক তরুণী দোকানে গেল একটা কথা বলা টিয়া পাখি কিনতে। ?
দোকানদার একটি পাখির খুব প্রশংসা করল-
দোকানদার : এটা সব বোঝে, নিজে থেকেই অনেক কিছু শিখে নেয় ?

মেয়েটি খুশি হয়ে পাখিটাকে গিয়ে জিজ্ঞেস করল-
মেয়ে : আচ্ছা আমাকে দেখে আমার সম্পর্কে কী মনে হয় তোমার? ?
পাখি : বেশি সুবিধার না, বাজে মেয়ে !?

মেয়েটি রেগেমেগে দোকানদারকে গিয়ে অভিযোগ করল!
দোকানদার পাখিটাকে ধরে এক বালতি পানিতে কয়েকটি চুবানি দিলো,?? এরপর জিজ্ঞেস করল-

দোকানদার : আর খারাপ কথা বলবি??
পাখি : না না, আর বলব না!?

মেয়েটি খুশি হয়ে আবার পাখিটিকে জিজ্ঞেস করেল
মেয়ে : আচ্ছা আমি যদি রাতে ঘরে একজন পুরুষ নিয়ে ঢুকি, তুমি কী মনে করবে? ?
পাখি : তোমার স্বামী।
মেয়ে : যদি দু’জনকে নিয়ে ঢুকি? ?
পাখি : তোমার স্বামী আর দেবর!
মেয়ে : যদি তিনজনকে নিয়ে ঢুকি? ?
পাখি : তোমার স্বামী, দেবর আর ভাই।
মেয়ে : যদি চারজনকে নিয়ে ঢুকি? ?
পাখি : ওই মিয়া বালতি নিয়া আসো! আগেই কইছিলাম, এই মেয়ে সুবিধার না, বাজে স্বভাবের মেয়ে…

Moral of the story
জোর করে স্থায়ী ক্যারেক্টার সার্টিফিকেট হয় না।

Related Images:

BD TOP TEN

Filed Under: জোকস Tagged With: কথা বলা টিয়া, ক্যারেক্টার সার্টিফিকেট, টিয়া

  • 1
  • 2
  • Next Page »

নামাজের সময়সূচী

    ঢাকা, বাংলাদেশ
    রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
    ওয়াক্তসময়
    ফজর5:25 AM
    সূর্যোদয়6:32 AM
    জোহর11:53 AM
    আসর3:37 PM
    মাগরিব5:13 PM
    ইশা6:20 PM

বিভাগসমূহ

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • এই ৯ মিনিট আপনার সন্তানের জন্য ভীষণ প্রয়োজন
  • আবোল তাবোল রাজনীতি – পার্ট ২
  • সংখ্যা অনুপাতিক নির্বাচন ও এর সুফল
  • আমার আয়না ঘর দর্শন
  • কি দেখে পুরাতন/ব্যবহৃত ল্যাপটপ কিনব?
  • আবোল তাবোল রাজনীতি
  • ফলো টু ফলো – Follow to Follow
  • বি.ডি.এস. পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন।
  • আমি আজও বুঝলাম না আমার ডিভোর্সের আসল কারণ কি?
  • কিছু নির্মম ইতিহাস – Tasrif Khan
  • কেউ সুখে না রাখলে কি সুখি হওয়া যায়?
  • Sarjis Alam ভাইয়ের ২০২১ সালের পোস্ট
  • আমার গুমের গল্প।ভিক্টিম: মাসরুর আনোয়ার চৌধুরী!
  • পাপের নগদ শাস্তি
  • যে ভালোবাসে তাকেই পাশে রাখ।
  • ছাদবাগান থেকেই আসবে প্রয়োজনীয় সবজি
  • A গ্রেড অথবা B গ্রেড টাইলস চেনার উপায় কি?
  • আমাদের ছেলেরা কীভাবে পুরুষ হবে?
  • প্রচন্ড গরমে বিল্ডিং বা পাকা বাড়িতে AC ছাড়াই ঠান্ডা পরিবেশে থাকতে একটি পরামর্শ
  • এসি-ফ্যান একসাথে চালালে ঘর ঠান্ডা হয় এবং বিদ্যুৎ খরচ বাঁচে?

সাম্প্রতিক মন্তব্যসমূহ

  • ❌ লজ্জা নয়, বাঁচতে হলে জানতে হবে। ? এম এম কিট MM Kit প্রকাশনায় সুমাইয়া
  • অনলাইনে প্রভিডেন্ট ফান্ড এবং পেনশন সংক্রান্ত বিভিন্ন তথ্য প্রকাশনায় মোঃ শরিফুল ইসলাম
  • ❌ লজ্জা নয়, বাঁচতে হলে জানতে হবে। ? এম এম কিট MM Kit প্রকাশনায় পান্না দাশ
  • কোভিড-১৯ ভ্যাকসিন বিষয়ক জিজ্ঞাসা প্রকাশনায় HAFEZ
  • কোভিড-১৯ ভ্যাকসিন বিষয়ক জিজ্ঞাসা প্রকাশনায় HAFEZ

অনুসন্ধান করুন

বিভাগসমূহ

স্বাস্থ্য টিপস

জীবনের সুন্দর একটি হিসাব যা বদলে দিতে পারে পুরো পৃথিবী

যদি A-B-C-D-E-F-G-H-I-J-K-L-M-N-O-P-Q-R-S-T-U-V-W-X-Y-Z অথাৎ A to Z এর মান যদি এমনভাবে ধরি, যেখানে, A=1, B=2, C=3, D=4, E=5, F=6, G=7, H=8, I=9, J=10, K=11, L=12, M=13, N=14, O=15, P=16, Q=17, R=18, S=19, T=20, U=21, V=22, W=23, X=24, Y=25, Z=26 তাহলে….. Hard Work H+A+R+D+W+O+R+K 8+1+18+4+23+15+18+11=98% Knowledge K+N+O+W+L+E+D+G+E 11+14+15+23+12+5+4+7+5=96% Luck L+U+C+K 12+21+3+11=47% অর্থাৎ এদের কোনোটাই 100% স্কোর করতে পারেনা, তাহলে সেটা কি যা 100% স্কোর করতে পারে? Money? […]

Copyright © 2025