বিডি টপ টেন

বিডি টপ টেন

আজকের দিন-তারিখ-সময়
আজ ১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, শীতকাল | ১১ই শাবান, ১৪৪৭ হিজরি
৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার | রাত ৪:০৩
  • হোম
  • ট্যুর এন্ড ট্রাভেলস
  • অফার
  • জোকস
  • স্বাস্থ্য টিপস
  • তারকা সংবাদ
  • ধর্ম
    • ইসলাম
  • জনসচেতনতা
  • নব দিগন্ত
  • জানা অজানা
  • সংগৃহীত

এরা সব ক্রিমিনাল

মার্চ ২০, ২০২০ by BD TOP TEN Leave a Comment (Edit)

যুগে যুগে বহুবার ভাইরাস এসেছে এবং মানব সভ্যতাকে আতঙ্কিত ও স্থবির করে দিয়ে গেছে। তারপরও আমাদের টনক নড়েনি, টনক নড়েনি বিশ্বের পরাক্রমশালী শাসক ও নীতিনির্ধারকদের। ১৯১৮ স্প্যানিশ ফ্লু’তে ২৬৩ দিনে বিশ্বের ৩ কোটি ৩৩ লাখ মানুষ মারা গিয়েছিল। এখন করোনা সারা বিশ্বকে কাঁপাচ্ছে।

ক্ষুদ্র একটি রাসায়নিক উপকরণ, যা ইলেকট্রন মাইক্রোস্কোপ ছাড়া খালি চোখে দেখা যায় না, তার নাম ভাইরাস। এই অদৃশ্য রাসায়নিক উপকরণটিকে মোকাবেলা করার জন্য, শনাক্ত ও প্রতিরোধ করার জন্য এবং পরাস্ত করার জন্য বিশ্বের কোনো দেশ বা শাসক যথাযথ মনযোগ দেয়নি বা অর্থ বিনিয়োগ করেনি।

অথচ বিশ্বের ক্রিমিনাল রাস্ট্রনায়ক ও তাদের অনুসারীরা প্রতি বছর ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার বিনিয়োগ করে ধ্বংসাত্মক মারণাস্র উৎপাদন, বিক্রি ও প্রয়োগ করে পৃথিবীর বিভিন্ন প্রান্তে শিশু-নারীসহ লাখোকোটি নিরীহ মানুষকে হত্যা করছে।

আজ করোনাভাইরাসের ভয়ে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে সবচেয়ে বেশি অস্র আমদানিকারক বিশাল ক্ষমতাবান ও ধনবান প্রিন্স পর্যন্ত ভয়ে কাঁপছে। কেন বাবারা, তোমরা তোমাদের এটম বোমা মেরে নিমিষেই লাখো মানুষ, ধনসম্পদ ধ্বংস করতে পার, তোমাদের ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের মারণাস্ত্র ও এটম বোমা ফাটিয়ে দাও না করোনা ভাইরাসটিকে এক নিমিষে চিরতরে উড়িয়ে। পারছ না। পারবে না। পারছ না শুধু, তোমরা শেয়াল কুকুরের মতো পালাচ্ছ আর লুকিয়ে থাকাটাকে নিরাপদ মনে করছ।

বিশ্বের সব ক্রিমিনালদের বলছি, সাময়িক পালিয়ে ও লুকিয়ে, রুদ্ধঘরে আবদ্ধ থেকে পার পাবে না। করোনা নতুন রুপে, নতুন আঙ্গিকে, নতুন পরাশক্তি নিয়ে আবার আসবে এবং তোমাদের আমাদের তাড়িয়ে বেড়াবে, কাউকে ছাড়বে না। এখনো সময় শেষ হয়ে যায়নি। কোটি কোটি টাকার মারণাস্ত্র না বানিয়ে ও না কিনে সেই টাকা বিনিয়োগ করে ব্যাকটেরিয়া, ভাইরাস প্রতিরোধসহ সব ধরনের রোগ ঠেকাও, পর্যাপ্ত চিকিৎসক তৈরি কর, হাসপাতাল বানাও, স্বাস্থ্যসেবাকে উন্নত কর।

আমাদের মতো দেশগুলো আরো খারাপ। খাওয়ার পয়সা জোটে না, ওষুধপথ্যের জন্য বরাদ্দ নেই, পর্যাপ্ত ভালো চিকিৎসক নেই, সর্বসাধারণের জন্য হাসপাতাল নেই, ভাইরাস শনাক্তকরণের সাজসরঞ্জাম নেই, অথচ প্রতিবছর কোটি কোটি টাকার মারণাস্ত্র কেনা ও আতশবাজি পোড়ানো ও বিলাসিতার জন্য টাকা ঢালছে। একেই কী বলে গরিবের ঘোড়া রোগ।

বড় কষ্টে আছি, চিন্তায় আছি, আমার জন্য, আপনার জন্য, মানুষের জন্য এবং সারা বিশ্বের সব অসহায় নিরীহ মানুষের জন্য। কিন্তু ক্রিমিনালরা কি এসব কথা ভাবে, না বুঝে?

Muniruddin Ahmed
Professor and Head
Department of Pharmacy
Daffodil International University
Former Pro-VC, East West University
Former Dean, Faculty of Pharmacy at University of Dhaka

Related Images:

BD TOP TEN

Filed Under: জনসচেতনতা, জেনে নিন, নব দিগন্ত, প্রেরণা, মগজ ধোলাই, সংগৃহীত, স্বাস্থ্য টিপস, স্বাস্থ্য সেবা Tagged With: করোনা ভাইরাস, করোনাভাইরাস, ক্রিমিনাল, ভাইরাস

১৫ ডিগ্রির উপরে তাপমাত্রা আছে এমন ক্ষেত্রে করোনা খুব একটা প্রভাব ফেলতে পারেনি।

মার্চ ১৫, ২০২০ by BD TOP TEN Leave a Comment (Edit)

  • চীনের উহানের তামপাত্রা ছিল ১৫ ডিগ্রির নিচে ও কাছাকাছি।
  • ইরানে ১০ ডিগ্রির কাছাকাছি।
  • দক্ষিণ কোরিয়ায়ও ১০ ডিগ্রির অনেক নিচে।
  • ইতালিতে ১৫ ডিগ্রির নিচে।

অর্থাৎ মোটামুটি ১৫ ডিগ্রির উপরে তাপমাত্রা আছে এমন ক্ষেত্রে করোনা খুব একটা প্রভাব ফেলতে পারেনি।

কত তাপমাত্রা নিরাপদ?

এ পর্যন্ত প্রায় সব গবেষণা ও বিশেষজ্ঞরা মোটামুটি একমত যে, তাপমাত্র ২১-২৫ ডিগ্রি সেলসিয়াসে করোনা ভাইরাস টিকতে পারে না। যেমন;

  • হংকং বিশ্ববিদ্যালয়ের গবেষক ড. প্রফেসর জন নিকোলস বলেছেন, সূর্যের আলো, তাপমাত্রা এবং আর্দ্রতায় করোনা টিকতে পারে না। সূর্যের আলো ভাইরাস অর্ধেক ক্ষমতা শেষ করে দেয়। বাকি অর্ধেক ২ থেকে ২০ মিনিট টিকে থাকে।
  • জার্মান সেন্টার ফর এক্সপেরিমেন্টাল এন্ড ক্লিনিক্যাল ইনফেকশন রিসার্স সেন্টারের গবেষক থমাস পিচম্যান বলেছেন, সূর্যের তাপে ভাইরাসটি টিকতে পারে না।
  • জার্মানির জার্নাল অব হসপিটাল ইনফেকশনের প্রকাশিত রিসার্সে বলা হয়েছে, ভাইরাসটি ২১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ৫ দিন বাঁচতে পারে। সর্বোচ্চ ২৫ ডি.সে. এ কয়েক দিনের বেশি বাঁচে না।

বাংলাদেশ কেন মুক্ত?

আসুন দেখে নেই চলতি মাসের তাপমাত্র; ১ মার্চ থেকে আজ ১৫ মার্চ পর্যন্ত বাংলাদেশের তাপমাত্রা যথাক্রমে ৩২, ৩১, ৩০, ৩০, ৩০, ৩১, ২৮, ২৯, ৩০, ৩১, ৩২, ২৮, ৩০, ৩০, ৩২ ডিগ্রি সেলসিয়াস। আক্রান্ত দেশগুলোর তুলনায় শুরু থেকেই বাংলাদেশের তাপমাত্রা অনেক বেশি। বিশেষজ্ঞরা করোনা ধ্বংসে তাপমাত্রার যে সীমা বলছেন তার থেকে বাংলাদেশের তাপমাত্রা অনেক উপরে। সুতরাং বাংলাদেশে করোনা ছড়ানোর সুযোগ আপাতত নেই।

সুতরাং আতঙ্কিত হওয়ার দরকার নেই। স্বাভাবিক জীবনযাপন করুন। যদি এখানে করোনার রোগী বাইরে থেকে ভাইরাস নিয়ে আসেও আর তাপমাত্রা এমনই থাকে তাহলে ভাইরাস প্রাকৃতিকভাবে নির্মূল হয়ে যাবে। তবে নিজেকে সম্পূর্ণ নিরাপদ রাখতে পরিস্কার-পরিচ্ছন্ন থাকতে হবে। পরিবার-পরিজন সবাই সুস্থ্য থাকুন। সচেতন হোন, ভালো থাকুন।

তবে অস্বস্তি রয়েই যায় !!!
সৌদী আরব, কাতার, সিঙ্গাপুরের মত গরম দেশেও Coronavirus ছড়িয়ে পরেছে।

কিছু পরামর্শ

  • কাপড় আইরন করে পরবেন
  • বার বার পানি খাবেন
  • কারো সর্দি কাশি হলে তার কাছ থেকে অন্তত ১ মিটার দুরে থাকবেন
  • বিছানার চাদর আগের চেয়ে বেশী ধুবেন
  • যতদুর সম্ভব রোদ্রে শুকাতে দিবেন
  • মাঝে মাঝে হাত ধোওয়া
  • হাতে গ্লোবস পরে থাকা
  • মুখে হাত না দেওয়া
  • শুধুমাত্র ধোওয়া কাপড় পরার পাশাপাশি ঘর, অফিস এবং মসজিদগুলো থেকে কার্পেট সরিয়ে ফেলতে হবে।
  • প্রচুর ভিটামিন সি খাবেন

 

Related Images:

BD TOP TEN

Filed Under: জনসচেতনতা, জানা অজানা, জেনে নিন, প্রেরণা, মগজ ধোলাই, স্বাস্থ্য টিপস, স্বাস্থ্য সেবা Tagged With: Coronavirus, করোনা, তাপমাত্রা, ভাইরাস

নামাজের সময়সূচী

    ঢাকা, বাংলাদেশ
    শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬
    ওয়াক্তসময়
    ফজর5:36 AM
    সূর্যোদয়6:40 AM
    জোহর12:12 PM
    আসর4:08 PM
    মাগরিব5:44 PM
    ইশা6:48 PM

বিভাগসমূহ

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • এই ৯ মিনিট আপনার সন্তানের জন্য ভীষণ প্রয়োজন
  • আবোল তাবোল রাজনীতি – পার্ট ২
  • সংখ্যা অনুপাতিক নির্বাচন ও এর সুফল
  • আমার আয়না ঘর দর্শন
  • কি দেখে পুরাতন/ব্যবহৃত ল্যাপটপ কিনব?
  • আবোল তাবোল রাজনীতি
  • ফলো টু ফলো – Follow to Follow
  • বি.ডি.এস. পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন।
  • আমি আজও বুঝলাম না আমার ডিভোর্সের আসল কারণ কি?
  • কিছু নির্মম ইতিহাস – Tasrif Khan
  • কেউ সুখে না রাখলে কি সুখি হওয়া যায়?
  • Sarjis Alam ভাইয়ের ২০২১ সালের পোস্ট
  • আমার গুমের গল্প।ভিক্টিম: মাসরুর আনোয়ার চৌধুরী!
  • পাপের নগদ শাস্তি
  • যে ভালোবাসে তাকেই পাশে রাখ।
  • ছাদবাগান থেকেই আসবে প্রয়োজনীয় সবজি
  • A গ্রেড অথবা B গ্রেড টাইলস চেনার উপায় কি?
  • আমাদের ছেলেরা কীভাবে পুরুষ হবে?
  • প্রচন্ড গরমে বিল্ডিং বা পাকা বাড়িতে AC ছাড়াই ঠান্ডা পরিবেশে থাকতে একটি পরামর্শ
  • এসি-ফ্যান একসাথে চালালে ঘর ঠান্ডা হয় এবং বিদ্যুৎ খরচ বাঁচে?

সাম্প্রতিক মন্তব্যসমূহ

  • ❌ লজ্জা নয়, বাঁচতে হলে জানতে হবে। ? এম এম কিট MM Kit প্রকাশনায় সুমাইয়া
  • অনলাইনে প্রভিডেন্ট ফান্ড এবং পেনশন সংক্রান্ত বিভিন্ন তথ্য প্রকাশনায় মোঃ শরিফুল ইসলাম
  • ❌ লজ্জা নয়, বাঁচতে হলে জানতে হবে। ? এম এম কিট MM Kit প্রকাশনায় পান্না দাশ
  • কোভিড-১৯ ভ্যাকসিন বিষয়ক জিজ্ঞাসা প্রকাশনায় HAFEZ
  • কোভিড-১৯ ভ্যাকসিন বিষয়ক জিজ্ঞাসা প্রকাশনায় HAFEZ

অনুসন্ধান করুন

বিভাগসমূহ

স্বাস্থ্য টিপস

বি.ডি.এস. পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন।

ফেব্রুয়ারী ৯, ২০২২ বরাবর মাননীয় অধ্যক্ষ পাইও ডেন্টাল কলেজ। ঢাকা। বিষয়: ১ম পেশাগত বি.ডি.এস. পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন। জনাবা, বিনীত নিবেদন এই যে, আমি নাহার হাওলাদার আপনার কলেজের প্রথম বর্ষের একজন নিয়মিত ছাত্রী, ব্যাচ-২৬, রোল-১৯৫২। প্রসাশনিক জটিলতার কারণে আমার ১ম পেশাগত বি.ডি.এস. পরীক্ষার ফর্ম পূরণ না হওয়ায় আমি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারছিনা যা আমার নিরবিচ্ছিন্ন শিক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়ার ক্ষেত্রে একটি বড় বাধা। অতএব জনাবার […]

Copyright © 2026