রাজা আবহাওয়া বিভাগের প্রধানকে ডেকে জিজ্ঞাস করলাে, “আমি মৎস শিকারে যেতে চাই , আজকের আবহাওয়া কেমন থাকবে ?” সে বললো, “আজকে সুন্দর উজ্জল চমৎকার আবহাওয়া থাকবে জাহাপানা, আপনি যেতে পারেন।” রাজা বের হলেন। রাজা যখন সাগর পাড়ে গেলেন, সাগর পাড়ে এক জেলে ছাগল চড়াচ্ছিল। সে বল্লো, “মহারাজ, আজকে কেন আপনি সাগরে যাচ্ছেন? একটু পরেইতাে বৃষ্টি হবে!” রাজা বল্লেন, “বেটা জেলের বাচ্চা তুই কি জানিস? আমি […]






