বিশ্বের সবচেয়ে দীর্ঘ ১০ টি সেতুর তালিকায় ১ নাম্বারে রয়েছে চীনের ডানইয়াং-কুনশান গ্র্যান্ড ব্রিজ। এটির দৈর্ঘ ১৬৪ কিলমিটার। দ্বিতীয়টি তাইওয়ানে। এর দৈর্ঘ ১৫৭ কিলোমিটার। তৃতীয়, চতুর্থ, পঞ্চম ও ষষ্ট দীর্ঘতম সেতুগুলোর অবস্থান চীনে। এগুলোর দৈর্ঘ যথাক্রমে– ১১৬, ১১৩, ৭৯ ও ৫৫ কিলোমিটার। সপ্তমটি থাইলেন্ডে। এর দৈর্ঘতা ৫৪ কিলোমিটার। তালিকার আট নাম্বারে থাকা সেতুটিও চীনের তৈরি, যার দৈর্ঘ ৪৮ কিলোমিটার। নবম দীর্ঘ সেতুটি যুক্তরাষ্ট্রের। ৩৮ কিলোমিটার। […]






