আবোল তাবোল ১. যুদ্বের জন্য দরকার প্রতিরক্ষা সামগ্রী, বিনা অস্ত্রে পরিচালিত যুদ্ধে বিজয়ী হতে পারাটাতো স্রষ্টাতেই ভরষা, সরকারের পাশাপাশি আমাদের সেই বিশ্বাস অটুট। আমাদের সরকার সৃষ্টি কর্তার উপর ভরষা করেই বিশ্ব মানের করোনা ভাইরাস মোবাবিলার কথা বলেছেন, রাষ্ট্রের সার্বিক প্রস্তুতি দেখে এক কথায় তাই বলা যায়। ২. একই সরকারে কেউ বলে ঘরে থাকো, কোযারিন্টাইন করো, কেউ বলে ভোট মারো। হুজুররা বললে কেউ হয় ক্ষ্যাপাটে , […]