একবার একটা ইঁদুর ভুল করে হীরের টুকরো গিলে ফেলে। হীরের মালিকের তো রাতের ঘুম হারাম হয়ে যায়। ইঁদুর মারার জন্যে সে এক ইঁদুর শিকারীর কাছে যেয়ে বলে, ইঁদুর মেরে তার পেট থেকে হীরে উদ্ধার করে দিলে ন্যায্য মজুরী দেয়া হবে। শিকারি যখন ইঁদুর মারতে ইঁদুরদের আস্তানায় পৌঁছোয় তখন সে দেখে, অজস্র ইঁদুর। একে অন্যের সংগে গুঁতোগুঁতি করছে, কেউ বসে কেউ শুয়ে আছে আর একটা ইঁদুর […]