এই কাহিনী এখন অনেকেরই জানা। কিন্তু জানা হলেও এই কাহিনী কখনো পুরনো হওয়ার নয়। মা-মাটিকে ভালোবেসে অকাতরে মৃত্যুকে আলিঙ্গন করা বীর আজাদের পুরো নাম মাগফার উদ্দিন চৌধুরী। জন্ম ১১ জুলাই, ১৯৪৬। ধনী পরিবারের সন্তান ছিলেন আজাদ। তবে ধন-দৌলতে কাটেনি তার পুরো জীবন। আজাদ ক্লাস সিক্সে পড়ে, সেন্ট গ্রেগরি স্কুলে। ১৯৬০ এর দশক। আজাদের বাবা আরেকটা বিয়ে করবেন। আজাদের মা বললেন, তুমি বিয়ে করবে না, যদি […]






