বিডি টপ টেন

বিডি টপ টেন

আজকের দিন-তারিখ-সময়
আজ ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, হেমন্তকাল | ২২শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার | সকাল ৮:৩৩
  • হোম
  • ট্যুর এন্ড ট্রাভেলস
  • অফার
  • জোকস
  • স্বাস্থ্য টিপস
  • তারকা সংবাদ
  • ধর্ম
    • ইসলাম
  • জনসচেতনতা
  • নব দিগন্ত
  • জানা অজানা
  • সংগৃহীত

টক্সিক ক্যারেক্টার টক্সিক রিলেশন

জুন ১১, ২০২২ by Rifat Chowdhury Leave a Comment (Edit)

“আমাদের ফ্যামিলিতে আম্মাকে দেখেছি আব্বাকে সারাজীবন আমাদের সামনে ছোট করে কথা বলেছে, মন থেকে সম্মান করেনি। আমিও বিয়ের পরে আমার হাজবেন্ডের সাথে বাড়াবাড়ি করেছি। ভাবতাম আমি এইরকম করতেছি আর আমার হাজবেন্ড টলারেট করতেছে, মানে আমি অনেক স্পেশাল।”

মেয়েরা ভালোবাসা পাওয়ার জন্য এরকম রাগ, অভিমান ও গ্যাঞ্জাম করে। তবে তা অনেক সময় হিতে বিপরীত হয়ে যায়।

রাগ শরীরের একটি অনুভূতির নাম মাত্র। রাগ হয়তো সবার সাথে সবকিছুতেই করা যায়। কিন্তু অভিমান… সবার সঙ্গে করা যায় না। অভিমানে ভালোবাসা থাকে, আর রাগে থাকে ঘৃণা ও প্রতিশোধের প্রবনতা। অভিমানে শাসন থাকে, আর রাগে জিঘাংষা থাকে। অভিমানে নিরবতা ও কষ্টানুভূতি থাকে আর রাগে গর্জন ও ভয়াবহতা থাকে। অভিমানের সমাপ্তি হয় ভালোবাসার সুখানুভতি দিয়ে, আর রাগের সমাপ্তি ঘটে ধন, জন ও সম্মানের ক্ষতি দিয়ে।

সুখী দাম্পত্য জীবনের জন্য স্বামী-স্ত্রীর মিল-মহব্বতের বিকল্প নেই। টক্সিক স্ত্রীকে সংশোধনে স্বামীর প্রতি কুরআনের নির্দেশ:

  1. উপদেশ দেয়া
  2. শয্যা ত্যাগ করা
  3. মৃদু প্রহার করা (শরীরে কোনো ধরনের জখম বা আঘাতের চিহ্ন পরবে না। মুখ এবং লজ্জাস্থানে কোনোভাবেই প্রহার করা যাবে না।)
  4. উভয় পক্ষের সালিশ বসানো

আল্লাহ তাআলা কুরআনের দিকনির্দেশনা মোতাবেক স্ত্রীর সঙ্গে স্বামীদের উত্তম আচরণ করার তাওফিক দান করুন। আমিন।

টক্সিক স্বামীর সাথে ঘর সংসার করার ক্ষেত্রে স্ত্রীকে নিদারুন মানসিক কষ্ট-যাতনা ও অসহনীয় পরিস্থিতির মুখোমুখি হতে হয়। এরা ঘৃণিত আল্লাহর কাছে, মানুষের কাছেও।

কুরআন-সুন্নাহয় এ জাতীয় লোকদের সম্পর্কে যা বলা হয়েছে:

✪ আল্লাহ তাআলা বলেন: “নিশ্চয় আল্লাহ কোন দাম্ভিক অহংকারীকে পছন্দ করেন না।” সূরা লোকমান: ১৮)

✪ হাদিসে এসেছে: 

  • “কঠোর ও রুক্ষ স্বভাবের মানুষ জান্নাতে প্রবেশ করবে না ।” (আবু দাউদ, মিশকাত হা/৫০৮০)।
  • “আমি তোমাদেরকে কি জাহান্নামীদের কথা বলব না? তারা হল, যারা অনর্থক কথা নিয়ে বিবাদ করে, আর যারা বদমেজাজি অহংকারী।” (মুসলিম, মিশকাত হা/৫১০৬)।
  • “ইমানদার মানুষ সরল ও ভদ্র হয়। পক্ষান্তরে পাপী মানুষ ধূর্ত ও হীন চরিত্রের হয়।” (তিরমিযী হা/১৯৬৪; মিশকাত হা/৫০৮৫)।
  • “যাকে কোমলতা ও নম্রতা হতে বঞ্চিত করা হয়, তাকে যাবতীয় কল্যাণ হতে বঞ্চিত করা হয়।” (মুসলিম, মিশকাত হা/৫০৬৯)।
  • “কোমলতা নিজের জন্য বাধ্যতামূলক করে নাও এবং কঠোরতা ও নির্লজ্জতা হতে নিজেকে বাঁচাও। কারণ যাতে নম্রতা ও কোমলতা থাকে তার সৌন্দর্য বৃদ্ধি হয়। আর যাতে কোমলতা থাকে না, তা দোষণীয় হয়ে পড়ে।” (মুসলিম, মিশকাত হা/৫০৬৮)।

আল্লাহ তাআলা আমাদের দাম্পত্য জীবনের সমস্যাগুলো দূর করে শান্তি ও সুখের সুবাতাস বইয়ে দিন এবং বিশ্বাস, ভালবাসা, দয়া ও মমতায় ভরপুর করে দিন। আমীন।

Related Images:

Rifat Chowdhury

Filed Under: জনসচেতনতা, জানা অজানা, জেনে নিন, নব দিগন্ত, প্রেরণা, মগজ ধোলাই, সংসার জীবন, সুখি পরিবার Tagged With: অহংকারী, কঠোর ও রুক্ষ, কোমলতা ও নম্রতা, জান্নাত, জাহান্নামী, টক্সিক ক্যারেক্টার, টক্সিক স্ত্রী, টক্সিক স্বামী, দয়া ও মমতা, দাম্পত্য জীবনের সমস্যা, বদমেজাজি, বিশ্বাস, ভালবাসা, সুখী দাম্পত্য জীবন

বিদ্যুৎ, গ্যাস, পানির বিল ভুল নাম্বারে রিচার্জ করলে করণীয়।

জুন ১০, ২০২২ by Rifat Chowdhury Leave a Comment (Edit)

বিদ্যুৎ, গ্যাস, পানির বিল ভুল নাম্বারে রিচার্জ করে ফেললে যা করতে হবে।

১. যেই ভুল একাউন্ট নাম্বারে রিচার্জ করে ফেলেছেন সেই নাম্বার সহ সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করুন।

২. সেই একাউন্ট হোল্ডার এর মোবাইল নাম্বার সংগ্রহ করুন।

৩. উনাকে কল করে বিস্তারিত জানান।

৪. উনি সদয় হলে আপনাকে টাকা ফেরত দিবেন।

৫. অন্যথায় সঠিক নাম্বারে পূনরায় রিচার্জ করুন।

Related Images:

Rifat Chowdhury

Filed Under: Govt. Info, জনসচেতনতা, জানা অজানা, জেনে নিন, টেকনোলজি, প্রযুক্তি, মগজ ধোলাই Tagged With: গ্যাস, পানির বিল, পানির বিল রিচার্জ, বিদ্যুৎ, বিদ্যুৎ বিল

যেভাবে ইনকামিং এন্ড আউটগোয়িং কল বন্ধ ও চালু করবেন।

জুন ৫, ২০২২ by Rifat Chowdhury Leave a Comment (Edit)

এই কোডগুলি বাংলাদেশি সিমের জন্য প্রযোজ্য এবং দেশের ভিতরে থাকা অবস্থায় কোড গুলি কাজ করবে।

ইনকামিং কল বন্ধ করতে ডায়াল করুন
*35*0000#

ইনকামিং কল চালু করতে ডায়াল করুন
#35*0000#

আউটগোয়িং কল বন্ধ করতে ডায়াল করুন
*33*0000#

আউটগোয়িং কল চালু করতে ডায়াল করুন
#33*0000#

 

Related Images:

Rifat Chowdhury

Filed Under: অফার, জনসচেতনতা, জানা অজানা, জেনে নিন, টেকনোলজি, প্রযুক্তি, মোবাইল আন্ড ইন্টারনেট Tagged With: আউটগোয়িং কল, ইনকামিং কল

একজন সফল স্বামীর তিন যোগ্যতা।

এপ্রিল ৬, ২০২২ by Rifat Chowdhury Leave a Comment (Edit)

১. প্রচুর টাকা।

বিয়ের পর যদি স্ত্রী প্রতিনিয়ত অভাবের মুখে পড়ে তখন সে স্বামীর প্রতি শ্রদ্ধা হারায়।

২. শক্ত মানসিকতা।

নরম মনের ছেলেদের মেয়েরা খুব একটা দাম দেয় না। তাই যতটা সম্ভব নিজেকে শক্ত মানসিকতার পুরুষ হিসাবে স্ত্রীর সামনে প্রতিপন্ন করুন।

৩. শারীরিক সক্ষমতা।

৬০% সফলতা নির্ভর করে বিছানায় ব্যাক্তি নারীকে কতটা সুখ প্রদান করতে পারে তাঁর উপর।

তবে নারী ও পুরুষের মনে আল্লাহর ভয় এবং পরকালে দুনিয়ার সব কিছুর হিসাবের জন্য আল্লাহ্‌র সামনে দাঁড়াতে হবে এই দুটো যে পুরুষ ও নারীর মনে থাকবে তাদের জন্য অন্য কিছুর প্রয়োজন হয় না।

Related Images:

Rifat Chowdhury

Filed Under: অফার, জনসচেতনতা, জানা অজানা, জেনে নিন, নব দিগন্ত, মগজ ধোলাই, সংগৃহীত, সংসার জীবন, সুখি পরিবার Tagged With: প্রচুর টাকা, শক্ত মানসিকতা, শারীরিক সক্ষমতা, স্ত্রী, স্বামী

ছোটলোক চেনার উপায় কী?

মার্চ ১৭, ২০২২ by Rifat Chowdhury Leave a Comment (Edit)

একবার একটা ইঁদুর ভুল করে হীরের টুকরো গিলে ফেলে। হীরের মালিকের তো রাতের ঘুম হারাম হয়ে যায়। ইঁদুর মারার জন্যে সে এক ইঁদুর শিকারীর কাছে যেয়ে বলে, ইঁদুর মেরে তার পেট থেকে হীরে উদ্ধার করে দিলে ন্যায্য মজুরী দেয়া হবে।

শিকারি যখন ইঁদুর মারতে ইঁদুরদের আস্তানায় পৌঁছোয় তখন সে দেখে, অজস্র ইঁদুর। একে অন্যের সংগে গুঁতোগুঁতি করছে, কেউ বসে কেউ শুয়ে আছে আর একটা ইঁদুর সবার থেকে আলাদা এক জায়গায় চিৎপটাং হয়ে শুয়ে আছে।

শিকারি তাক করে ওই ইঁদুরটাকেই ধরে আর তার পেট চিরে হীরে বার করে মালিকের হাতে সেটা তুলে দেয়। মালিক আশ্চর্য হয়ে শিকারির কেরামতি দেখে তাকে জিজ্ঞেস করেন, হাজারো ইঁদুরের মধ্যে কি ভাবে তুমি বুঝলে যে ওই ইঁদুরটাই হীরে গিলেছে…?

শিকারি জবাবে বলে,
-খুব সহজ। মূর্খ যখন হঠাৎ বিত্তবান হয়ে যায়, সে নিজের লোকেদের সংসর্গ ও তাদের সংগে মেলামেশা বন্ধ করে দেয়, নিজেকে তখন সাধারনের চেয়ে আলাদা মনে করে।

সমাজে কিছু মানুষের মধ্যেও এমন আচরন পরিলহ্মিত হয়, এরাই প্রকৃত ছোটলোক।

Related Images:

Rifat Chowdhury

Filed Under: জনসচেতনতা, জানা অজানা, জেনে নিন, মগজ ধোলাই, সংসার জীবন, সুখি পরিবার

  • « Previous Page
  • 1
  • …
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • …
  • 10
  • Next Page »

নামাজের সময়সূচী

    ঢাকা, বাংলাদেশ
    রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
    ওয়াক্তসময়
    ফজর5:25 AM
    সূর্যোদয়6:32 AM
    জোহর11:53 AM
    আসর3:38 PM
    মাগরিব5:14 PM
    ইশা6:21 PM

বিভাগসমূহ

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • এই ৯ মিনিট আপনার সন্তানের জন্য ভীষণ প্রয়োজন
  • আবোল তাবোল রাজনীতি – পার্ট ২
  • সংখ্যা অনুপাতিক নির্বাচন ও এর সুফল
  • আমার আয়না ঘর দর্শন
  • কি দেখে পুরাতন/ব্যবহৃত ল্যাপটপ কিনব?
  • আবোল তাবোল রাজনীতি
  • ফলো টু ফলো – Follow to Follow
  • বি.ডি.এস. পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন।
  • আমি আজও বুঝলাম না আমার ডিভোর্সের আসল কারণ কি?
  • কিছু নির্মম ইতিহাস – Tasrif Khan
  • কেউ সুখে না রাখলে কি সুখি হওয়া যায়?
  • Sarjis Alam ভাইয়ের ২০২১ সালের পোস্ট
  • আমার গুমের গল্প।ভিক্টিম: মাসরুর আনোয়ার চৌধুরী!
  • পাপের নগদ শাস্তি
  • যে ভালোবাসে তাকেই পাশে রাখ।
  • ছাদবাগান থেকেই আসবে প্রয়োজনীয় সবজি
  • A গ্রেড অথবা B গ্রেড টাইলস চেনার উপায় কি?
  • আমাদের ছেলেরা কীভাবে পুরুষ হবে?
  • প্রচন্ড গরমে বিল্ডিং বা পাকা বাড়িতে AC ছাড়াই ঠান্ডা পরিবেশে থাকতে একটি পরামর্শ
  • এসি-ফ্যান একসাথে চালালে ঘর ঠান্ডা হয় এবং বিদ্যুৎ খরচ বাঁচে?

সাম্প্রতিক মন্তব্যসমূহ

  • ❌ লজ্জা নয়, বাঁচতে হলে জানতে হবে। ? এম এম কিট MM Kit প্রকাশনায় সুমাইয়া
  • অনলাইনে প্রভিডেন্ট ফান্ড এবং পেনশন সংক্রান্ত বিভিন্ন তথ্য প্রকাশনায় মোঃ শরিফুল ইসলাম
  • ❌ লজ্জা নয়, বাঁচতে হলে জানতে হবে। ? এম এম কিট MM Kit প্রকাশনায় পান্না দাশ
  • কোভিড-১৯ ভ্যাকসিন বিষয়ক জিজ্ঞাসা প্রকাশনায় HAFEZ
  • কোভিড-১৯ ভ্যাকসিন বিষয়ক জিজ্ঞাসা প্রকাশনায় HAFEZ

অনুসন্ধান করুন

বিভাগসমূহ

স্বাস্থ্য টিপস

পার্টনার বা শেয়ার বিজিনেস এর ক্ষেত্রে কিভাবে এগুবেন?

কাউকে টাকা দিতে গেলে বা ৭-১০ জন মিলে পার্টনার হতে গেলে বা শেয়ার কিনতে গেলে নীচের বিষয়গুলো বিশেষভাবে চেক করে তারপর এগুবেন: ১। একে অন্যকে পার্সোনালি ভিজিট করবেন, বসে মিটিং করবেন, নিজেদের প্লান ও আইডিয়া নিয়ে আলাপ করবেন ২। নিজেদের বাড়ি (এবং অফিস) ভিজিট করবেন ৩। নিজেদের অর্থনৈতিক সক্ষমতা যাচাই করে নিবেন ৪। কতটা কর্মঠ ও কাজের প্রতি সিরিয়াস তা বুঝে নিবেন ৫। পার্টনারশিপ ডিড […]

Copyright © 2025