বিডি টপ টেন

বিডি টপ টেন

আজকের দিন-তারিখ-সময়
আজ ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, হেমন্তকাল | ২২শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার | রাত ২:৩১
  • হোম
  • ট্যুর এন্ড ট্রাভেলস
  • অফার
  • জোকস
  • স্বাস্থ্য টিপস
  • তারকা সংবাদ
  • ধর্ম
    • ইসলাম
  • জনসচেতনতা
  • নব দিগন্ত
  • জানা অজানা
  • সংগৃহীত

আজই শেষ দিন! ২৩% ছাড়ে বই কেনার শেষ সুযোগ!

এপ্রিল ২৪, ২০১৯ by BD TOP TEN Leave a Comment (Edit)

আজই শেষ দিন! ২৩% ছাড়ে বই কেনার শেষ সুযোগ! 

বিশ্ব বই দিবস উপলক্ষে রকমারি ডট কম থেকে আজ সকল বই কিনুন
২৩% নিশ্চিত ছাড়ে।
*

অফার পেতে ক্লিক করুন
 

বিশ্ব বই দিবসের মূল ধারণাটি আসে স্পেনের লেখক ভিসেন্ত ক্লাভেল আন্দ্রেসের কাছ থেকে। ১৬১৬ সালের ২৩ এপ্রিল মারা যান স্পেনের আরেক বিখ্যাত লেখক মিগেল দে থের্ভান্তেস। আন্দ্রেস ছিলেন তার ভাবশিষ্য। নিজের প্রিয় লেখককে স্মরণীয় করে রাখতেই ১৯২৩ সালের ২৩ এপ্রিল থেকে আন্দ্রেস স্পেনে পালন করা শুরু করেন বিশ্ব বই দিবস। এরপর দাবি ওঠে প্রতিবছরই দিবসটি পালন করার। অবশ্য সে দাবি তখন নজরে আসেনি কারোই। বহুদিন অপেক্ষা করতে হয় দিনটি বাস্তবে স্বীকৃতি পাওয়ার জন্য।
 

দি রয়েল পাবলিশার্সের বইয়ে ৬০% পর্যন্ত ছাড়
নন্দিতা প্রকাশের বইয়ে ৬০% পর্যন্ত ছাড়
কুঁড়েঘর প্রকাশনীর সকল বইয়ে নিশ্চিত ৩০% ছাড়

অবশেষে ১৯৯৫ সালে ইউনেস্কো দিনটিকে বিশ্ব বই দিবস হিসেবে স্বীকৃতি দেয় এবং পালন করতে শুরু করে। এরপর থেকে বিশ্বের বিভিন্ন দেশে প্রতিবছর ২৩ এপ্রিল বিশ্ব বই দিবস হিসেবে পালিত হয়ে আসছে।

* শর্ত প্রযোজ্য

শেষ দিনে ২৩% ছাড়ে সকল বই পেতে ক্লিক করুন!

Rokomari.com
2/2 E, Eden Complex, Arambag, Motijheel, Dhaka, NC

Related Images:

BD TOP TEN

Filed Under: অফার

গৃহিণী

এপ্রিল ২৩, ২০১৯ by BD TOP TEN Leave a Comment (Edit)

টিভি টা হঠাৎ খারাপ হয়ে গেল। মাসের শেষ। পয়সা খরচ করতে ভয় পাচ্ছে সুমন। শিখা খুব টেনেটুনে চালায়। বিশেষ করে শেষ সপ্তাহটা। অথচ একদিনও সকালে মাছ- ভাত না খাইয়ে অফিসে পাঠায় না। ছেলে,মেয়ের রোজ একবেলা মাছ,একবেলা ডিম, আর একটা ফল বরাদ্দ। সুমন বোঝেনা, শিখা এত করে কি করে।

এরপর ছেলে, মেয়ের টিউশন ফি, মেয়ের গানের টিচার, ছেলের আঁকার টিচারের মাইনে। সুমন মাসের প্রথমেই বরাদ্দ টাকা দিয়ে দায়িত্ব শেষ করে। এরপর আর কোন ব্যাপারেই মাথা ঘামায়না। আর ঘামাতে ভয়ও পায়। কারণ হাত পা বাঁধা। আর চাইলে দেবে কোথা থেকে?

মা’কে কিছু খরচা পাঠাতে হয় প্রতিমাসে। বোন মা’কে নিয়ে গেছে নিজের কাছে। ওর মেয়েকে দেখাশুনো করার জন্য। ওরা মাঝে মধ্যেই পার্টিতে যায়, দেরী করে ফেরে, মেয়েকে কাজের লোকের হাতে রাখতে ভরসা পায় না। তাই মা ভরসা।
ছেলে হয়ে,সুমন তার দায়িত্ব পালন না করে পারে কি করে? বোনও কোনদিন বারণ করেনি।
একবারও বলেনি…দাদা, মা এর জন্য তো আমরা আছি। তুমি কেন পয়সা পাঠাচ্ছ?

বোনের বিয়ে ঠিক হ’বার সময়, যে ধার করেছিল অফিস থেকে,আজ অবধি পুরোটা শোধ হয়নি। নিজের ছেলে -মেয়ে বড় হচ্ছে। সব ভেবে কূল কিনারা পায়না সুমন।

নিজেদের শখ আহ্লাদ বলে কিছুই নেই। গ-তে বাঁধা জীবন। একটু এদিক -ওদিক হলেই চিন্তা হয়। শিখা মুখ ফুটে কিছু বলে নি কোনদিন।
বিয়ের পর থেকে সব মেনে, মানিয়ে চলেছে। তখন বাবাও বেঁচে ছিল। বোনের ও দাপট খুব। বেশ বড়লোকের বাড়ী থেকে ওকে পছন্দ করল যখন, সুমন বাবাকে বলেছিল, ওদের এত দাবী দাওয়া , আমরা কোথা থেকে দেব? সামান্য প্রাইভেট চাকরি, দুটো ছেলে- মেয়ে।

বোন তখন ওকে স্বার্থপর বলেছিল। মা, বাবার ও মুখ ভার। যেন বেশী আয় না করাটা কোন গর্হিত অপরাধ।

শিখা বলেছিল,বড় ভাই তুমি, যেখান থেকে পারবে যোগাড় করবে। ঐ অপবাদ আমি মেনে নেব না।

চারদিক থেকে ধার দেনা করে বিয়ে দিল বোনের। শিখা নিজের গয়না দিয়ে দিল সব। কিছুতেই ওর কথা শুনল না। সুমনের সামান্য অবমাননা কোনদিন সহ্য করতে পারে না ও। বাপের বাড়ী যায় না। অন্য ভাই বোনদের সঙ্গে পাল্লা দিতে পারেনা , তাদের নাক উঁচু ভাব সহ্য করতে পারেনা বলে।

আজ পর্যন্ত একটা গয়না গড়িয়ে দিতে পারেনি ও শিখাকে।

বাবা মারা গেল হঠাৎ খুব শ্বাসকষ্টে। মা দোষারোপ করে যায় সবসময়, বাবার ঠিকমত যত্ন হয়নি। অথচ, সাধ্যমত বাবা , মা’কে যত্নে রেখেছে ও।
দুটো ঘর, একটায় বাবা-মা, একটায় ওরা থাকত। এখন মা বোনের কাছে থাকায়, ঐ ঘরটায় ছেলে, মেয়ে দুটো পড়াশুনো করে।

কোন শখ নেই সুমনের , শুধু রাতে টিভির নিউজ চ্যানেলগুলোর খবর শোনা ছাড়া। আজ তাও হচ্ছে না। হঠাৎ কি হল কে জানে। 
দিন সাতেক আগে এ’রকম হয়েছিল, পাড়ার এক মেকানিক বলল, এটা তো গেছে দাদা, একটা নতুন কিনুন । আজকাল সস্তায় এল সি ডি ও পাওয়া যাচ্ছে। সে তো আর জানেনা, সুমনের অবস্থা। মুখের কথা নাকি নতুন টিভি কেনা!

সেদিন তাও চলছিল, আজ আর নয়।

চুপচাপ বসে ছিল। ছেলে মেয়ে পড়ছে। শিখা রান্নাঘরে।

রাতে, শিখা বলল, একটা নতুন টি ভি কিনে ফেল এবার।

পাগল হলে নাকি? টাকা কে দেবে?

আমি দেব।

তুমি? কোথায় পাবে?

সে জানতে হবেনা। আমি বলেছি দেব যখন দেব। তুমি কালই চল নতুন টিভি কিনতে।
ইনস্টলমেন্টেই কিনব না হয়।

সুমনের মাথায় কিছুই ঢুকছিল না। এতগুলো টাকা কোথায় পেল শিখা? কে দিল ওকে? তবে কি সুমন ছাড়াও ওর জীবনে কেউ আছে?

অথচ, জিজ্ঞেস করতেও বাধছিল। ওর পার্সোনালিটির কাছে বরাবরই হার মেনে যায় সুমন।

পরদিন, ইনস্টলমেন্টে একটা টি ভি কিনেই আনল ওরা।
ছেলে মেয়েদুটোর খুব উৎসাহ। কিন্তু,সুমন একবার ও টিভির সামনে বসল না।

রাতে শিখা বলল…বল, রাগ করবেনা। একটা কথা বলব তোমাকে?

কি কথা?

আমি গত পাঁচ বছর ধরে , তোমরা বেরিয়ে যাওয়ার পর, স্টেশনের কোণের দোকানে জামা কাপড় ইস্ত্রী করে…ছেলে, মেয়ে বাড়ী ফেরার আগেই ফিরে আসি। রোজ হাতে ভালই আসে। বলিনি কখন ও তোমাকে। দোকানের মালিককেও বলতে বারণ করে দিয়েছি। ভট্টাচার্য বাড়ীর বৌ, এই কাজ কি আমাকে মানায়? কিন্তু কি করব বল, কোন যোগ্যতা নেই যে এই বয়সে কোথাও চাকরি পাব। কোন স্কুলেও পড়ানোর মত ডিগ্রী নেই। ভেবে দেখলাম, সম্মানের পথে যদি দুটো পয়সা আয় করি, সংসারের সুরাহা হয়। তবে তুমি যদি রাগ কর, তাই কিছু বলিনি। ঐ টাকায় আমি আর ডি করেছি দুটো। একটা তিনদিন আগেই ম্যাচিওরড হয়েছিল। ঐ টাকাতেই কিনলাম টিভিটা।

লজ্জায় মাটিতে মিশে যাচ্ছিল সুমন। নিজেকে অপরাধী মনে হচ্ছিল খুব। না, শিখার কাজের জন্য নয়। একবারের জন্য শিখার চরিত্র নিয়ে মনে মেঘ জমা হয়েছিল..সেই জন্য।

Related Images:

BD TOP TEN

Filed Under: সংগৃহীত

কপি করবেন না, যদি আপনি সঠিকভাবে পেস্ট করতে না পারেন

এপ্রিল ২৩, ২০১৯ by BD TOP TEN Leave a Comment (Edit)

এক বক্তৃতা সভায়, সমঝদার এক বক্তা বক্তব্য রাখতে গিয়ে বলেছিলেন….

– এত বছর পরে, লোকানোর আর কিছুই নেই। আমি জীবনের সবচেয়ে মধুর দিনগুলো এমন এক নারীর সাথে কাটিয়েছি, যে আমার স্ত্রী নয়!

বলেই বক্তা চুপ !!

উপস্থিত দর্শকরাও হতভম্ব!

দীর্ঘ নীরবতা ভঙ্গ করে বক্তা বলে উঠলেন,
– সেই নারী ছিলেন আমার মা।

এই অভূতপূর্ব ব্যাখ্যা শুনে সারা হল হাততালিতে ফেটে পড়ল। আমার চোখ দিয়েও জল বেরিয়ে এল। আহা! অনুপ্রাণিত হলাম।

বাড়ি ফিরে গ্লাস নিয়ে বসলাম। চার পেগ খাবার পর কথাগুলো মনে পড়ল। ভাবলাম, বউকে চমকে দেবার এর থেকে ভালো সুযোগ আর হবে না! বউ জানুক আমিও সমঝদার হনু ।

রান্নাঘরে গেলাম টলায়মান। আমাকে ঢুকতে দেখে গলদঘর্ম শ্রীমতী একবার তাকালো। কোনোরকম ভণিতা না করে বলে উঠলাম,
– এত বছর পরে, লোকানোর আর কিছুই নেই। আমি জীবনের সবচেয়ে মধুর দিনগুলো এমন এক নারীর সাথে কাটিয়েছি, যে আমার স্ত্রী নয়!

পরের লাইনটা আর মনে পড়ল না ……. তো মনেই পড়ল না। নেশা চড়ে গেছিল। বউ দেখলাম স্থির দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে। ঘাবড়ে গিয়ে বিড়বিড় করলাম, আমার ঠিক মনে পড়ছে না নারীটা কে ছিলো!

পরের দিন হাসপাতালের বেডে হুঁশ ফিরেছিল। সারা গায়ে ব্যান্ডেজ। বেলন দিয়ে মারের চোটে হাত, পা, চোয়াল ভেঙে গেছিলো। গরম ডাল পড়ে মাথার চুল উঠে গেছিলো। প্রাণে যে বেঁচে গেছি, এই অনেক।

শিক্ষা পেলাম : Don’t copy, if u can’t paste it properly …

Related Images:

BD TOP TEN

Filed Under: সংগৃহীত

  • « Previous Page
  • 1
  • …
  • 38
  • 39
  • 40

নামাজের সময়সূচী

    ঢাকা, বাংলাদেশ
    রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
    ওয়াক্তসময়
    ফজর5:25 AM
    সূর্যোদয়6:32 AM
    জোহর11:53 AM
    আসর3:37 PM
    মাগরিব5:13 PM
    ইশা6:20 PM

বিভাগসমূহ

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • এই ৯ মিনিট আপনার সন্তানের জন্য ভীষণ প্রয়োজন
  • আবোল তাবোল রাজনীতি – পার্ট ২
  • সংখ্যা অনুপাতিক নির্বাচন ও এর সুফল
  • আমার আয়না ঘর দর্শন
  • কি দেখে পুরাতন/ব্যবহৃত ল্যাপটপ কিনব?
  • আবোল তাবোল রাজনীতি
  • ফলো টু ফলো – Follow to Follow
  • বি.ডি.এস. পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন।
  • আমি আজও বুঝলাম না আমার ডিভোর্সের আসল কারণ কি?
  • কিছু নির্মম ইতিহাস – Tasrif Khan
  • কেউ সুখে না রাখলে কি সুখি হওয়া যায়?
  • Sarjis Alam ভাইয়ের ২০২১ সালের পোস্ট
  • আমার গুমের গল্প।ভিক্টিম: মাসরুর আনোয়ার চৌধুরী!
  • পাপের নগদ শাস্তি
  • যে ভালোবাসে তাকেই পাশে রাখ।
  • ছাদবাগান থেকেই আসবে প্রয়োজনীয় সবজি
  • A গ্রেড অথবা B গ্রেড টাইলস চেনার উপায় কি?
  • আমাদের ছেলেরা কীভাবে পুরুষ হবে?
  • প্রচন্ড গরমে বিল্ডিং বা পাকা বাড়িতে AC ছাড়াই ঠান্ডা পরিবেশে থাকতে একটি পরামর্শ
  • এসি-ফ্যান একসাথে চালালে ঘর ঠান্ডা হয় এবং বিদ্যুৎ খরচ বাঁচে?

সাম্প্রতিক মন্তব্যসমূহ

  • ❌ লজ্জা নয়, বাঁচতে হলে জানতে হবে। ? এম এম কিট MM Kit প্রকাশনায় সুমাইয়া
  • অনলাইনে প্রভিডেন্ট ফান্ড এবং পেনশন সংক্রান্ত বিভিন্ন তথ্য প্রকাশনায় মোঃ শরিফুল ইসলাম
  • ❌ লজ্জা নয়, বাঁচতে হলে জানতে হবে। ? এম এম কিট MM Kit প্রকাশনায় পান্না দাশ
  • কোভিড-১৯ ভ্যাকসিন বিষয়ক জিজ্ঞাসা প্রকাশনায় HAFEZ
  • কোভিড-১৯ ভ্যাকসিন বিষয়ক জিজ্ঞাসা প্রকাশনায় HAFEZ

অনুসন্ধান করুন

বিভাগসমূহ

স্বাস্থ্য টিপস

বিবাহ বিচ্ছেদের কিছু কারণ

মতের অমিলঃ নিজস্ব মতবাদ, ভবিষ্যৎ পরিকল্পনা, ইচ্ছা সবকিছুতে পারস্পরিক অসঙ্গতি। অপূর্ণ প্রত্যাশাঃ প্রত্যাশা অনুযায়ী জীবনসঙ্গী না পাওয়া। অনধিকার চর্চাঃ আত্মীয় স্বজনদের অবাঞ্ছিত নাক গলানো স্বভাব – কথায় কথায় পরামর্শ, উপদেশ বা আদেশ। পছন্দ-অপছন্দ, বিরক্তিঃ স্বামী হয়তো বাথরুমের দরজা খুলে রাখেন, যা স্ত্রীর পছন্দ নয়। আবার স্ত্রী হয়তো প্রায়ই বাথরুমের সুইচটা অফ করতে ভুলে যান, সেটা পছন্দ নয় স্বামীর। সন্দেহ, অবিশ্বাস এবং একঘেয়ামিঃ উচ্চস্বরে কথা বলা, […]

Copyright © 2025