বিডি টপ টেন

বিডি টপ টেন

আজকের দিন-তারিখ-সময়
আজ ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, হেমন্তকাল | ২২শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার | ভোর ৫:২৫
  • হোম
  • ট্যুর এন্ড ট্রাভেলস
  • অফার
  • জোকস
  • স্বাস্থ্য টিপস
  • তারকা সংবাদ
  • ধর্ম
    • ইসলাম
  • জনসচেতনতা
  • নব দিগন্ত
  • জানা অজানা
  • সংগৃহীত

জেনে নেই কিছু ইসলামিক সাধারন প্রশ্ন ও উত্তর

এপ্রিল ২৫, ২০২১ by BD TOP TEN Leave a Comment (Edit)

  • প্রঃ পবিত্র কুরআনে মোট সূরা কতটি?
    উঃ ১১৪ টি।
  • প্রঃ পবিত্র কুরআনেরর প্রথম সূরার নাম কি?
    উঃ ফাতিহা।
  • প্রঃ পবিত্র কুরআনে সবচেয়ে বড় সূরা কোনটি?
    উঃ সূরা বাকারা।
  • প্রঃ পবিত্র কুরআনে সবচেয়ে ছোট সূরা কোনটি?
    উঃ সূরা কাওছার।
  • প্রঃ পবিত্র কুরআনের মধ্যে সবচেয়ে বড় আয়াত কোনটি এবং কোন সূরায়?
    উঃ সূরা বাকারার ২৮২ নং আয়াত।
  • প্রঃ পবিত্র কুরআনেরর মধ্যে সবচেয়ে ফযিলত পূর্ণ আয়াত কোনটি?
    উঃ আয়াতুল কুরশী।
  • প্রঃ ফরয নামাযের পর কোন আয়াতটি পাঠ করলে,মৃত্যু ছাড়া জান্নাতে যেতে কোন বাঁধা থাকে না?
    উঃ আয়াতুল কুরশী।
  • প্রঃ পবিত্র কুরআনের কোন সূরাটি পাঠ করলে,কবরের আযাব থেকে রক্ষা পাওয়া যায়?
    উঃ সূরা মূলক।
  • প্রঃ পবিত্র কুরআনের কোন সূরাটি কুরআনের এক তৃতীয়াংশেরর সমান?
    উঃ সূরা ইখলাস।
  • প্রঃ পবিত্র কুরআনের কোন সূরার প্রতি ভালবাসা থাকলে,মানুষকে জান্নাতে নিয়ে যাবে?
    উঃ সূরা ইখলাস।
  • প্রঃ পবিত্র কুরআনের কোন সূরাটি কুরআনের চতুর্থাংশের সমপরিমাণ?
    উঃ সূরা কাফিরূন।
  • প্রঃ পবিত্র কুরআনের কোন সূরাটি জুমআর দিন বিশেষ ভাবে পাঠ করা মুস্তাহাব?
    উঃ সূরা কাহাফ।
  • প্রঃ পবিত্র কুরআনের কোন সূরার প্রথমাংশ তিলাওয়াত কারীকে দাজ্জালের ফেতনা থেকে রক্ষা করবে?
    উঃ সূরা কাহাফের প্রথম দশটি আয়াত।
  • প্রঃ পবিত্র কুরআনের কোন দু’টি সূরা জুমআর দিন ফজরের নামাযে তিলাওয়াত করা সুন্নত?
    উঃ সূরা সাজদা ও দাহর।
  • প্রঃ পবিত্র কুরআনের কোন দু’টি সূরা জুমআর নামাযে তিলাওয়াত করা সুন্নত?
    উঃ সূরা আ’লা ও গাশিয়া।
  • প্রঃ পবিত্র কুরআনে কত বছরে নাযিল হয়?
    উঃ তেইশ বছরে।
  • প্রঃ “মুহাম্মদ ” সাঃ এর নামটি পবিত্র কুরআনে কত স্থানে উল্লেখ হয়েছে?
    উঃ চার স্থানে।
  • প্রঃ পবিত্র কুরআনের সর্বপ্রথম কোন আয়াত নাযিল হয়?
    উঃ সূরা আলাকের প্রথম পাঁচটি আয়াত।
  • প্রঃ পবিত্র কুরআনের কোন আয়াতটি সর্বশেষ নাযিল হয়?
    উঃ আল্লাহ তা’আলা বলেন: ‎‏ ﻭﺍﺗﻘﻮﺍ ﻳﻮﻣﺎً
    ﺗﺮﺟﻌﻮﻥ ﻓﻴﻪ ﺇ ﻟﻲ ﺍﻟﻠﻪ ﺛﻢ
    ﺗﻮﻓﻲ ﻛﻞ ﻧﻔﺲ ﻣﺎﻛﺴﺒﺖ
    ﻭﻫﻢ ﻻ ﻳﻄﻠﻤﻮﻥ
    .
    ইবনু আবী হাতেম সাঈদ বিন জুবাইর (রাঃ) থেকে বণর্না করেন যে,এই আয়াত নাযিল হওয়ার পর নবী কারীম (সাঃ) নয় দিন জীবিত ছিলেন।[আল ইতক্বান ফি উলূমিল কুরআন!]
  • প্রঃ পবিত্র কুরআনের সর্বপ্রথম কোন সূরাটি পূর্নারূপে নাযিল হয়?
    উঃ সূরা ফাতিহা।
  • প্রঃ পবিত্র কুরআন প্রথম যুগে কি ভাবে সংরক্ষিত ছিল?
    উঃ সাহাবায়ে কিরামের স্নৃতিতে,লিখিত অবস্থায় চামড়ায়,হাড়ে,পাতায় ও পাথরে!
  • প্রঃ সর্বপ্রথম কে পবিত্র কুরআন একত্রিত করেন?
    উঃ আবু বকর রাঃ।
  • প্রঃ কোন সাহাবীকে কুরাআন একত্রিত করার দায়িত্ব দেয়া হয়ে ছিল?
    উঃ যায়েদ বিন ছাবেত রাঃ কে।
  • প্রঃ কার পরামর্শে এই কুরাআন একত্রিত করনের কাজ শুরু হয়?
    উঃ ওমর বিন খাত্তাব রাঃ।
  • প্রঃ রাসূল সাঃ এর ওহী লেখক কে কে ছিলেন?
    উঃ হযরত আলী বিন আবী তালেব,মু’আবিয়া বিন আবী সুফিয়ান,যায়েদ বিন ছাবেত ও উবাই বিন কা’ব প্রমুখ রাঃ।
  • প্রঃ কোন যুগে কার নির্দেশে কুরাআনের অক্ষরে নকতা দেয়া হয়?
    উঃ উমাইয়া খালীফা আব্দুল মালিকের যুগে হাজ্জাজ বিন ইউসূফের নির্দেশে একাজ হয়।
  • প্রঃ কুরআনের নকতা দেয়ার কাজটি কে করেন?
    উঃ নসর বিন আছেম বিন ই’য়ামান রহঃ।
  • প্রঃ কুরআনে কে হরকত (যবর,যের,পেশ) ইত্যাদি সংযোজন করেন?
    উঃ খলীল বিন আহমদ আল ফারাহীদি রহঃ।
  • প্রঃ পবিত্র কুরআনে কতবার “দুনিয়া” শব্দটি এসেছে?
    উঃ ১১৫ বার।
  • প্রঃ পবিত্র কুরআনে কতবার “আখরাত” শব্দটি এসেছে?
    উঃ ১১৫ বার।
  • প্রঃ পবিত্র কুরআনে কতটি অক্ষর রয়েছে?
    উঃ ৩২৩৬৭১টি।
  • প্রঃ পবিত্র কুরআনে কতটি শব্দ আছে?
    উঃ ৭৭৪৩৯ টি।
  • প্রঃ পবিত্র কুরআনে কতটি আয়াত আছে?
    উঃ ৬৬৬৬ টি।
  • প্রঃ কোন সূরার শেষ দু’টি আয়াত কোন মানুষের রাতে পাঠ করলে তার জন্য যথেষ্ট হবে?
    উঃ সূরা বাকারার শেষের আয়াত দু’টি। (২৮৫ ও ২৮৬ নংআয়াত)
  • প্রঃ পবিত্র কুরআনে কতটি সিজদা আছে?
    উঃ ১৪ টি সিজদা।
  • প্রঃ পবিত্র কুরআনের কোন সূরায় দু’টি সিজদা রয়েছে?
    উঃ সূরা হজ্জ্ব।
  • প্রঃ পবিত্র কুরআনে কতবার “রহমান” শব্দটি উল্লেখ হয়েছে?
    উঃ ৫৭ বার।
  • প্রঃ পবিত্র কুরআনে কতবার “জান্নাত” শব্দটি এসেছে?
    উঃ ১৩৯ বার। (এক বচন,দ্বিবচন,বহুবচন শব্দে!)
  • প্রঃ পবিত্র কুরআনে কতবার “জাহান্নাম” শব্দটি এসেছে?
    উঃ ৭৭ বার।
  • প্রঃ পবিত্র কুরআনে কতবার “আগুন” শব্দটি এসেছে?
    উঃ ১২৬ বার।
  • প্রঃ পবিত্র কুরআনে কতবার: ‎‏ ﺍﻟﺤﻤﺪ ﻟﻠﻠﻪ ﺭﺏ
    ﺍﻟﻌﻠﻤﻴﻦ বাক্যটি এসেছে?
    উঃ ৬ বার।
  • প্রঃ পবিত্র কুরআনে কোন আয়াতে আরবী ২৯ টি অক্ষরই রয়েছে?
    উঃ সূরা ফাতাহ্। (২৯ নং আয়াত!)
  • প্রঃ পবিত্র কুরআনে কোন সূরায় ﻙ”‏‎” অক্ষরটি নেই?
    উঃ সূরা কুরাঈশ,ফলাক ও আছর।
  • প্রঃ পবিত্র কুরআনের কোন সূরায় দু’বার ” ﺑﺴﻢ
    ﺍﻟﻠﻪ ﺍﻟﺮﺣﻤﻦ ﺍﻟﺮﺣﻴﻢ ” রয়েছে?
    উঃ সূরা নামল। (২৭ নং আয়াত!)

Related Images:

BD TOP TEN
Post Views: ৯০৬

Share this:

  • Click to share on X (Opens in new window) X
  • Click to share on Facebook (Opens in new window) Facebook

Filed Under: ইসলাম, ধর্ম

A গ্রেড অথবা B গ্রেড টাইলস চেনার উপায় কি?

A গ্রেড অথবা B গ্রেড টাইলস চেনার উপায়:- ১। সর্ব প্রথম দেখবেন টাইলস গুলো খোলা না প্যাকেট করা । ২। প্যাকেটটা কি খাকি কালার নাকি সাদা কালার।যদি সাদা কালার হয় প্যাকেটের তাহলে বুঝবেন এটা এ গ্রে, যদি খাকি কালার হয় তাহলে বুঝবেন এটা বি গ্রেড আর যদি কোন প্যাকেট না থাকে তাহলে এটা সি গ্রেড। ৩। এছাড়া চারটি টাইলস এক কর্নার করলে এই একসাথে করলে […]

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নামাজের সময়সূচী

    ঢাকা, বাংলাদেশ
    রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
    ওয়াক্তসময়
    ফজর5:25 AM
    সূর্যোদয়6:32 AM
    জোহর11:53 AM
    আসর3:37 PM
    মাগরিব5:13 PM
    ইশা6:20 PM

বিভাগসমূহ

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • এই ৯ মিনিট আপনার সন্তানের জন্য ভীষণ প্রয়োজন
  • আবোল তাবোল রাজনীতি – পার্ট ২
  • সংখ্যা অনুপাতিক নির্বাচন ও এর সুফল
  • আমার আয়না ঘর দর্শন
  • কি দেখে পুরাতন/ব্যবহৃত ল্যাপটপ কিনব?
  • আবোল তাবোল রাজনীতি
  • ফলো টু ফলো – Follow to Follow
  • বি.ডি.এস. পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন।
  • আমি আজও বুঝলাম না আমার ডিভোর্সের আসল কারণ কি?
  • কিছু নির্মম ইতিহাস – Tasrif Khan
  • কেউ সুখে না রাখলে কি সুখি হওয়া যায়?
  • Sarjis Alam ভাইয়ের ২০২১ সালের পোস্ট
  • আমার গুমের গল্প।ভিক্টিম: মাসরুর আনোয়ার চৌধুরী!
  • পাপের নগদ শাস্তি
  • যে ভালোবাসে তাকেই পাশে রাখ।
  • ছাদবাগান থেকেই আসবে প্রয়োজনীয় সবজি
  • A গ্রেড অথবা B গ্রেড টাইলস চেনার উপায় কি?
  • আমাদের ছেলেরা কীভাবে পুরুষ হবে?
  • প্রচন্ড গরমে বিল্ডিং বা পাকা বাড়িতে AC ছাড়াই ঠান্ডা পরিবেশে থাকতে একটি পরামর্শ
  • এসি-ফ্যান একসাথে চালালে ঘর ঠান্ডা হয় এবং বিদ্যুৎ খরচ বাঁচে?

সাম্প্রতিক মন্তব্যসমূহ

  • ❌ লজ্জা নয়, বাঁচতে হলে জানতে হবে। ? এম এম কিট MM Kit প্রকাশনায় সুমাইয়া
  • অনলাইনে প্রভিডেন্ট ফান্ড এবং পেনশন সংক্রান্ত বিভিন্ন তথ্য প্রকাশনায় মোঃ শরিফুল ইসলাম
  • ❌ লজ্জা নয়, বাঁচতে হলে জানতে হবে। ? এম এম কিট MM Kit প্রকাশনায় পান্না দাশ
  • কোভিড-১৯ ভ্যাকসিন বিষয়ক জিজ্ঞাসা প্রকাশনায় HAFEZ
  • কোভিড-১৯ ভ্যাকসিন বিষয়ক জিজ্ঞাসা প্রকাশনায় HAFEZ

অনুসন্ধান করুন

বিভাগসমূহ

স্বাস্থ্য টিপস

ইংরেজিতে অনর্গল কথা বলতে খুবই গুরুত্বপূর্ণ ৬৬ টি Structures।

★RULE:1 কোনো কিছু প্রয়োজন বুঝাতে, আমরা need to use করব। sub+need to+verb1 I need to learn English. আমার ইংরেজি শিখা প্রয়োজন। I need to buy a book. আমার একটি বই কিনা প্রয়োজন। I need to help him. আমার তাকে সাহায্য করা প্রয়োজন। I need to do the work. আমার কাজটি করা প্রয়োজন। ★RULE:2 ☞I am having a hard time+ ing যুক্ত verb(কোন কিছু করতে সমস্যা […]

Copyright © 2025