এই ৯ মিনিট আপনার সন্তানের জন্য ভীষণ প্রয়োজন ।
এগুলো খুব পজিটিভ দিক একটা শিশুর জন্য।।
সুন্দর পরামর্শ।।।
- ৩ মিনিট ঘুম থেকে ওঠার সময়-সকালে সন্তানের পাশে বসুন মাথায় হাত বুলিয়ে, আলতো চুমু দিয়ে আস্তে করে ডেকে তুলুন। তার সম্পর্কে কোন সুন্দর কথা বলুন।
- ৩ মিনিট স্কুল থেকে ফিরে-বাচ্চা স্কুল থেকে ফিরলে হাসি মুখে তাকে স্বাগত জানান। আদর মাথা স্পর্শে জড়িয়ে নিন তাকে শুনুন তার গল্পগুলো।
- ৩ মিনিট রাতে ঘুমানোর আগে-একটু খুনসুটি করুন জড়িয়ে ধরে আদর করে দিন। গল্প শোনান। সারাদিনের কোন ভালো কাজের প্রশংসা করুন।
Related Images:

মন্তব্য করুন