বিডি টপ টেন

বিডি টপ টেন

আজকের দিন-তারিখ-সময়
আজ ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, হেমন্তকাল | ২২শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার | ভোর ৫:০৭
  • হোম
  • ট্যুর এন্ড ট্রাভেলস
  • অফার
  • জোকস
  • স্বাস্থ্য টিপস
  • তারকা সংবাদ
  • ধর্ম
    • ইসলাম
  • জনসচেতনতা
  • নব দিগন্ত
  • জানা অজানা
  • সংগৃহীত

❌ লজ্জা নয়, বাঁচতে হলে জানতে হবে। ? এম এম কিট MM Kit

ফেব্রুয়ারি ৮, ২০২১ by BD TOP TEN ২ Comments (Edit)

এম এম কিট হচ্ছে মাসিক নিয়মিতকরণ অথবা গর্ভপাতের জন্য একটি কম্বিনেশন ওষুধ।

এখানে মাসিক নিয়মিত বলতে অস্ত্রোপচার ছাড়া মাসিক নিয়মিত করা।) সেক্ষেত্রে সবচেয়ে কার্যকারী ও নিরাপদ মাসিক নিয়মিতকরন করতে মিফটোন (মিফেপ্রিস্টেন) ও (মিসোপ্রস্টল) এই দুইটি ওষুধ একত্রে ব্যাবহার করা প্রয়োজন। এম এম কিট হচ্ছে এই দুইটা ওষুধ একত্রে একটি প্যাকেটে।

এক প্যাকেটে মোট ৫টি ট্যাবলেট থাকে, দাম ৩০০টাকা। ১টি নীল রংয়ের বাকি ৪টি সাদা, নীল রংয়ের ট্যাবলেট টি খাওয়ার ২৪ ঘন্টা পর সাদা রংয়ের ৪ টি ট্যাবলেট খাওয়ার জন্য নির্দেশিত। খাওয়ার ২৪ ঘন্টার মধ্যই Action শুরু হয়ে থাকে!

? এম এম কিট কিভাবে কাজ করে?

  • Mifepristone (200mg) এটা Progesterone Antagonist.
  • Misoporostol (200cmg) এটা Prostaglanding E1 receptor কে Synthesis করে!
  • Fetal period এ 9th weak সর্বোচ্চ ২ মাস মাসিক বন্ধ থাকার ক্ষেত্রে ব্যবহৃত! অনেক সময় incomplete abortion ক্ষেত্রে গাইনিকোলজিস্টরা প্রেসক্রিপশন করে থাকেন!

? একজন মেয়ে বা মহিলা প্রথম দিন একটি মিফটোন বড়ি মুখে গিলে খাবেন। এটি যদি গর্ভধারনের শুরুর দিকে খাওয়া হয় তবে তা সদ্য বড় হতে থাকা একটি ভ্রুণকে এন্ডোমেট্রিয়ামে থাকতে দেয়না। এটিই মাসিক নিয়মিতকরন অথবা গর্ভপাত ত্বরান্বিত করে।

? মিফটোন ট্যাবলেটটি গ্রহনের ২৪ থেকে ৪৮ ঘন্টা পর মিসোটোল ট্যাবলেট গাল ও মাড়ির মাঝে অথবা জিহ্বার নিচে রাখতে হবে। যা গর্ভশয়কে সংকুচিত করে এবং এর মধ্যকার উপাদান সমুহ বের করে গর্ভপাত ঘটায়। আর এই কাজের জন্য মিসোটোলই আদর্শ মেডিসিন, কেনোনা এটা খুবই কার্যকর, নিরাপদ, সুলভ এবং সহজ প্রাপ্য।

? কখন একজন মেয়ে/ মহিলা এম এম কিট গ্রহন করবেন?

? গর্ভধারনের নয় সপ্তাহের মধ্যে গর্ভপাতের জন্য নির্দেশিত। একজন মহিলার শেষ মাসিকের ১ম দিন থেকে ৬৩ দিনের মধ্যে ব্যাবহার করবেন।

? এম এম কিট কতটা নিরাপদ?

? মাসিক নিয়মিতককরন এবং গর্ভপাতের জন্য এম এম কিট একটা নিরাপদ পন্থা। যথযতভাবে আধুনিক রীতির ওষুধ সেবনে মাসিক নিয়মিতকরনে ঝুকি কম। (মিফটোন এবং মিসোটোল) এর কোনোটাই মায়েদের স্বাস্থ্য অথবা ভবিষ্যৎ গর্ভধারনে দীর্ঘ মেয়াদি প্রভাব ফেলেনা।

? এক বার MM-Kit সেবন করার পর, তিনমাস পর আবার সেবন করা যাবে কি?

? MM-Kit সেবনে সতর্কতা পালন করতে হবে। কেননা অনেক সময় নারী সন্তান ধারণ ক্ষমতা হারিয়ে ফেলে। তাই ২য় বার সেবনের পূর্বে অবশ্যই গাইনি ডাক্তারের পরমর্শ নিতে হবে। বিশেষ করে এ্যাবরশন বা বাচ্চা নষ্ট করার আগে গাইনি ডাক্তারের পরমর্শ অপরিহার্য।

? MM-Kit খাওয়ানোর কত দিন পরে মাসিক হয়?

? It varies female to female & can be late sometimes. Mostly occur within 1-2 month

? এম এম কিটের প্রথম বডি খেয়েছি এখন বাচ্চা নষ্ট করতে চাচ্ছিনা। পরের বডিগুল এখনও খাইনি। কোন খতি হবে কি?

? Less possibility

? স্যার প্রসাব টেস্ট করানোর পর যদি পজিটিভ আসে তাহলে কি এম এম কিট খাওয়া যাবে?

? if pregnancy <63days

? এমএম কিট গ্রহণের পর কখন থেকে নিয়মিত পিল খাওয়া যাবে?

? Bleeding Start hole

? পেট ব্যথা হলে?

? Naproxen + PPI 

 

⛔
উল্টাপাল্টা সেবনে life threatening কন্ডিশনে চলে যেতে পারে।
সরাসরি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাওয়া উচিত।

 

 

Related Images:

BD TOP TEN

Filed Under: জনসচেতনতা, স্বাস্থ্য টিপস, স্বাস্থ্য সেবা Tagged With: MM Kit, mm kit aborsion, এম এম কিট, এম এম কিট MM Kit, এ্যাবরশন, গর্ভপাত, মাসিক নিয়মিতকরণ

একটু লজ্জায় সারাজীবনের ইবাদত বরবাদ।

জুলাই ৪, ২০২০ by BD TOP TEN Leave a Comment (Edit)

হ্যাঁ এমনটাই হতে পারে, যদি ফরজ গোসল করেন নিয়ম না জেনে। কারণ ফরজ গোসল সঠিক পদ্ধতিতে না করলে সারাজীবনই নাপাক অবস্থায় কাটাবেন।

গোসলের ফরজ ও ফরজ গোসল দুইটা ভিন্ন ভিন্ন বিষয়।

গোসল এর ফরজ

গোসলের ফরজ ৩ টিঃ
১. গড়গড়াসহ কুলি করা,যাতে পানি গলার হাড় পর্যন্ত পৌছে।
২. হাতে পানি নিয়ে নাকের নরম হাড় পর্যন্ত পানি পৌছানো।
৩. সমস্ত শরীর উত্তম রুপে ধৌত করা।

ফরজ গোসল

যে সব কারণে গোসল ফরজ হয়ঃ

  • স্বপ্নদোষ বা উত্তেজনাবশত বীর্যপাত হলে।
  • সহবাসে (সহবাসে বীর্যপাত হোক আর নাই হোক)।
  • মেয়েদের হায়েয-নিফাস শেষ হলে।
  • ইসলাম গ্রহন করলে (নব-মুসলিম হলে)।
ফরজ গোসলের সঠিক নিয়মঃ
  • গোসলের নিয়ত করা, ‘বিসমিল্লাহ’ বলে গোসল শুরু করা। দুই হাত কবজি পর্যন্ত ধোওয়া (বুখারী ২৪৮)।
  • পানি ঢেলে বাম হাত দিয়ে লজ্জাস্থান পরিষ্কার করা (বুখারী ২৫৭)।
  • বাম হাতটি ভালভাবে ঘষে ধুয়ে নেওয়া (বুখারী ২৬৬)।
  • নামাজের ওজুর মতো ভালভাবে পূর্ণরূপে ওজু করা। এক্ষেত্রে শুধু পা দুটো বাকি রাখলেও চলবে, যা গোসলের শেষে ধুয়ে ফেলতে হবে। (বুখারী ২৫৭, ২৫৯, ২৬৫)।
  • মাথায় পানি ঢেলে চুলের গোড়া ভালভাবে আঙ্গুল দিয়ে ভিজানো। (বুখারী ২৫৮)।
  • পুরো শরীরে পানি ঢালা; প্রথমে ডানে ৩বার, পরে বামে ৩বার, শেষে মাথার উপর ৩ বার। (বুখারী ১৬৮)।
    (যেন শরীরের কোন অংশ বা কোন লোমও শুকনো না থাকে।পুরুষের দাড়ি ও মাথার চুল এবং মহিলাদের চুল ভালোভাবে ভিজতে হবে। নাভি, বগল ও অন্যান্য কুঁচকানো জায়গায় অবশ্যই পানি ঢালতে হবে)।
  • গোসলের জায়গা থেকে একটু সরে গিয়ে দুই পা ধোওয়া।(বুখারী ২৫৭)।
এটাই হচ্ছে গোসলের পরিপূর্ণ পদ্ধতি। উল্লেখ্য, এইভাবে গোসল করলে এর পরে নামায পড়তে চাইলে আলাদা করে ওযু করতে হবে না, যদি না গোসল করার সময় ওযু ভংগের কোনো কারণ ঘটে থাকে।
 
গোসলের পরে কাপড় চেঞ্জ করলে বা হাঁটুর উপরে কাপড় উঠে গেলে ওযু ভাংবেনা, এটা ওযু ভংগের কারণ না।
 
আল্লাহ আমাদের সঠিকভাবে ফরয গোসল করার ও এ জ্ঞান সকলের কাছে পৌঁছে দেয়ার তওফিক দান করুন।
আমিন।

 

Related Images:

BD TOP TEN

Filed Under: ইসলাম, জনসচেতনতা, জানা অজানা, ধর্ম, প্রেরণা, মগজ ধোলাই, স্বাস্থ্য টিপস Tagged With: উত্তেজনাবশত বীর্যপাত, গোসল, গোসলের ফরজ, ফরজ গোসল, বীর্যপাত, সহবাস, সহবাসে বীর্যপাত, স্বপ্নদোষ, হায়েয-নিফাস

মধু খাওয়ার সঠিক পদ্ধতি কী?

মে ৮, ২০২০ by BD TOP TEN Leave a Comment (Edit)

  • গরম পানি বা গরম দুধে মধু মিশিয়ে খাওয়া ঠিক না।
  • দুধের সাথে মধু খেতে চান? দুধ ঠান্ডা করে নিন।
  • সকালে খালি পেটে মধু খান।
  • পুরাতন মধু বেশি কার্যকরী।
  • লেবুর রসের সঙ্গে কাঁচা মধু মিশ্রিত করে খেলে অ্যাসিডিটি কমে।
  • হজমের সমস্যা দূর করতে, খাওয়ার আগে এক চামচ মধু খেয়ে নিন।
  • মধু ও দারচিনির মিশ্রণ নিয়মিত খেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে।
  • লেবুর রস ও মধু মিশিয়ে খেলে লিভার পরিস্কার থাকে ও ওজন কমাতে সাহায্য করে।
  • যৌন দুর্বলতা কাটাতে, ছোলার সঙ্গে মধু সেবনে ভালো ফল পাওয়া যায়।
  • দুই চা চামচের সমপরিমাণ মধু ও বাসকপাতার রস মিশিয়ে খেলে সর্দি ও কাশি সারে।
  • এক চা চামচ মধু ও সমপরিমাণ তুলসী পাতার রস মিশিয়ে খেলে অল্প সময়ের মধ্যেই কাশি দূর হয়।
  • মধুর সঙ্গে গুড়ের রস মিশিয়ে খেলে বমি বন্ধ হয়।
  • এক চা চামচ আদার রস এবং সমপরিমাণ মধু একসঙ্গে মিশিয়ে সকাল-সন্ধা খেলে সর্দি সেরে যায় ও খিদে বৃদ্ধিপায়।

 

Related Images:

BD TOP TEN

Filed Under: অফার, জনসচেতনতা, জানা অজানা, জেনে নিন, স্বাস্থ্য টিপস, স্বাস্থ্য সেবা

করোনাভাইরাস: সর্বশেষ আপডেট (এপ্রিল ২৪, ২০২০)

এপ্রিল ২৪, ২০২০ by BD TOP TEN Leave a Comment (Edit)

করোনাভাইরাস: সর্বশেষ আপডেট

  • বিশ্বজুড়ে করোনায় আক্রান্তের সংখ্যা ২৬ লাখ ৯৭ হাজার ৩৯৪; মৃত্যু ১ লাখ ৮৮ হাজার ৮৬৩। তথ্যসূত্র: worldometers
  • করোনা ভাইরাসের প্রভাবে শুধু ইউরোপেই কর্মহীন হয়েছেন রেকর্ডসংখ্যক ২ কোটি ৬০ লক্ষ মানুষ: আল-জাজিরা
  • ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ হচ্ছে। করোনাভাইরাসের প্রাদুর্ভাবে স্বাস্থ্যসেবায় গতি বাড়াতে আরও দুই হাজার চিকিৎসক ও ছয় হাজার নার্স নিয়োগ দেবে সরকার। তথ্যসূত্র: বিডি নিউজ
  • করোনায় আক্রান্ত হলে গ্রেড ভেদে ৫-১০ লাখ টাকা, মারা গেলে পাবেন ৫০ লাখ পর্যন্ত। অর্থ মন্ত্রণালয় আজ বৃহস্পতিবার এ ব্যাপারে একটি পরিপত্র জারি করেছে। এতে বলা হয়েছে, শুধু করোনাইরাসে আক্রান্ত রোগীদের সেবা দেওয়ার ক্ষেত্রে সরাসরি কর্মরত ডাক্তার, নার্স, স্বাস্থ্যসেবা কর্মী এবং ভাইরাসের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে লকডাউন ও সরকার ঘোষিত নির্দেশনা বাস্তবায়নে নিয়োজিত মাঠ প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী এবং প্রত্যক্ষভাবে নিয়োজিত প্রজাতন্ত্রের অন্য কর্মচারীরা এ সুবিধা পাবেন। এর বাইরের কেউ পাবেন না। তথ্যসূত্র: প্রথম আলো
  • মসজিদে এশা ও তারাবিতে ১২ জনের বেশি নয়। ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো: আব্দুল্লাহ সাংবাদিকদের জানিয়েছেন, মসজিদে তারাবির নামাজে দু’জন কোরানে হাফেজসহ ১২ জনের বেশি অংশ নিতে পারবেন না। তথ্যসূত্র: সমকাল
  • (১) করোনাভাইরাস মোকাবিলায় একসঙ্গে কাজ করছে বাংলাদেশ-ভারত
    (২) বিমান বাহিনীর হেলিকপ্টারে করে ঢাকায় স্থানান্তর করোনা আক্রান্ত খুমেক চিকিৎসককে। তথ্যসূত্র: বাংলাদেশ প্রতিদিন
  • শিগগির স্বাভাবিক জীবনে ফেরার চিন্তা অবাস্তব। করোনা পরিস্থিতি কাটিয়ে শিগগিরই স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসার চিন্তাকে ‘অবাস্তব’ বলে মনে করছেন যুক্তরাজ্য সরকারের প্রধান চিকিৎসা উপদেষ্টা ক্রিস হুইটি। তার আশঙ্কা, অন্ততপক্ষে এ বছরের শেষ পর্যন্ত মানুষকে সামাজিক দূরত্বের মধ্যে থাকতে হতে পারে। তথ্যসূত্র: ডেইলি মেইল, যুগান্ত
  • বাজার সয়লাব নকল এন-৯৫ মাস্ক ও নকল হ্যান্ড সেনিটাইজারে: ইত্তেফাক
  • ভারতে থুতু ফেলা নিষিদ্ধ আইনের কঠোর প্রয়োগ। করোনা সংক্রমণ রুখতে প্রকাশ্যে থুতু ফেলা নিষিদ্ধ করেছে ভারত সরকার। আর বিধি মানতে বাধ্য করা হচ্ছে দুর্যোগ মোকাবিলা আইনের ৫১ বি ধারা অনুযায়ী। তথ্যসূত্র: বিবিসি বাংলা
  • আদা ও লবঙ্গ মিশ্রিত গরম পানি, কালোজিরা ও মধু, ভিটামিন ‌’সি’ সমৃদ্ধ ফলমূল গ্রহণ করুন। এসব করোনা প্রতিরোধে সহায়ক হতে পারে। তথ্যসূত্র: অলটারনেটিভ মেডিকেল কেয়ার, স্বাস্থ্য অধিদপ্তর।

 

Related Images:

BD TOP TEN

Filed Under: করোনাভাইরাস Tagged With: করোনাভাইরাস, সর্বশেষ আপডেট

করোনাভাইরাস: সর্বশেষ আপডেট (এপ্রিল ২৩, ২০২০)

এপ্রিল ২৩, ২০২০ by BD TOP TEN Leave a Comment (Edit)

  •  বিশ্বজুড়ে করোনায় আক্রান্তের সংখ্যা ২৬ লাখ ১৪ হাজার ২৮৯; মৃত্যু ১ লাখ ৮২ হাজার ৪৫৩। তথ্যসূত্র: worldometers
  • সাধারণ ছুটি ৫ মে পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত। করোনাভাইরাস পরিস্থিতির উন্নতি না হওয়ায় সরকারি-বেসরকারি অফিসে সাধারণ ছুটির মেয়াদ আগামী ৫ মে পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। তথ্যসূত্র: ইত্তেফাক
  • আদা ও লবঙ্গ মিশ্রিত গরম পানি, কালোজিরা ও মধু, ভিটামিন ‌’সি’ সমৃদ্ধ ফলমূল গ্রহণ করুন। এসব করোনা প্রতিরোধে সহায়ক হতে পারে। তথ্যসূত্র: অলটারনেটিভ মেডিকেল কেয়ার, স্বাস্থ্য অধিদপ্তর।
  • করোনাভাইরাসে এখন পর্যন্ত সারাদেশে ২১৭ জন পুলিশ সদস্য আক্রান্ত হয়েছেন: সমকাল
  • করোনা পরীক্ষায় র‌্যাপিড টেস্ট কিট স্থগিত করল ভারত। করোনাভাইরাস পরীক্ষায় চীনের দেয়া র‍্যাপিড টেস্ট কিটের মান নিয়ে প্রশ্ন উঠায় এর ব্যবহার স্থগিত করছে ভারত: যুগান্তর
  • রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা ৫ হাজার ২৩৬ জন। দেশটিতে এখন পর্যন্ত ৫৭ হাজার ৯৯৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে: যুগান্তর
  • সৌদি আরবে রোজা শুরু শুক্রবার। করোনার মহামারি ঠেকাতে মক্কা ও মদিনার প্রধান দুই মসজিদে রোজার সময় জামাতে নামাজ আদায় বন্ধের সিদ্ধান্ত থেকে সরে এসেছে সৌদি আরব কর্তৃপক্ষ। রমজানে সংক্ষিপ্ত পরিসরে তারাবির নামাজ আদায়ের অনুমতি দিয়েছেন দেশটির বাদশাহ সালমান বিন আবদুল আজিজ। মসজিদ দুটিতে ১০ রাকাত করে তারাবির নামাজ আদায় করা হবে। তবে সাধারণ মুসল্লিরা মসজিদে ঢুকতে পারবেন না। শুধু ইমাম ও মুয়াজ্জিনসহ কর্মরতদের নিয়ে তারাবির নামাজ হবে। তথ্যসূত্র: বাংলাদেশ প্রতিদিন
  • গত এক সপ্তাহে দেশে ফিরেছেন ১১৮৫ প্রবাসী, কোয়ারেন্টিন না মানলে বিপদ: প্রথম আলো
  • আজ বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান, করোনা ভাইরাস দীর্ঘ সময় মানবকুলে থাকবে বলে স্পষ্টভাবে সতর্ক করেছেন। এ বিষয়ে আল-জাজিরা সংবাদ শিরোনাম করেছে ‘WHO chief warns coronavirus to ‘be with us for long time’

 

Related Images:

BD TOP TEN

Filed Under: করোনাভাইরাস Tagged With: করোনাভাইরাস

  • « Previous Page
  • 1
  • 2
  • 3
  • 4
  • …
  • 6
  • Next Page »

নামাজের সময়সূচী

    ঢাকা, বাংলাদেশ
    রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
    ওয়াক্তসময়
    ফজর5:25 AM
    সূর্যোদয়6:32 AM
    জোহর11:53 AM
    আসর3:37 PM
    মাগরিব5:13 PM
    ইশা6:20 PM

বিভাগসমূহ

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • এই ৯ মিনিট আপনার সন্তানের জন্য ভীষণ প্রয়োজন
  • আবোল তাবোল রাজনীতি – পার্ট ২
  • সংখ্যা অনুপাতিক নির্বাচন ও এর সুফল
  • আমার আয়না ঘর দর্শন
  • কি দেখে পুরাতন/ব্যবহৃত ল্যাপটপ কিনব?
  • আবোল তাবোল রাজনীতি
  • ফলো টু ফলো – Follow to Follow
  • বি.ডি.এস. পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন।
  • আমি আজও বুঝলাম না আমার ডিভোর্সের আসল কারণ কি?
  • কিছু নির্মম ইতিহাস – Tasrif Khan
  • কেউ সুখে না রাখলে কি সুখি হওয়া যায়?
  • Sarjis Alam ভাইয়ের ২০২১ সালের পোস্ট
  • আমার গুমের গল্প।ভিক্টিম: মাসরুর আনোয়ার চৌধুরী!
  • পাপের নগদ শাস্তি
  • যে ভালোবাসে তাকেই পাশে রাখ।
  • ছাদবাগান থেকেই আসবে প্রয়োজনীয় সবজি
  • A গ্রেড অথবা B গ্রেড টাইলস চেনার উপায় কি?
  • আমাদের ছেলেরা কীভাবে পুরুষ হবে?
  • প্রচন্ড গরমে বিল্ডিং বা পাকা বাড়িতে AC ছাড়াই ঠান্ডা পরিবেশে থাকতে একটি পরামর্শ
  • এসি-ফ্যান একসাথে চালালে ঘর ঠান্ডা হয় এবং বিদ্যুৎ খরচ বাঁচে?

সাম্প্রতিক মন্তব্যসমূহ

  • ❌ লজ্জা নয়, বাঁচতে হলে জানতে হবে। ? এম এম কিট MM Kit প্রকাশনায় সুমাইয়া
  • অনলাইনে প্রভিডেন্ট ফান্ড এবং পেনশন সংক্রান্ত বিভিন্ন তথ্য প্রকাশনায় মোঃ শরিফুল ইসলাম
  • ❌ লজ্জা নয়, বাঁচতে হলে জানতে হবে। ? এম এম কিট MM Kit প্রকাশনায় পান্না দাশ
  • কোভিড-১৯ ভ্যাকসিন বিষয়ক জিজ্ঞাসা প্রকাশনায় HAFEZ
  • কোভিড-১৯ ভ্যাকসিন বিষয়ক জিজ্ঞাসা প্রকাশনায় HAFEZ

অনুসন্ধান করুন

বিভাগসমূহ

স্বাস্থ্য টিপস

কি দেখে পুরাতন/ব্যবহৃত ল্যাপটপ কিনব?

কি দেখে ল্যাপটপ কিনব, ল্যাপটপ কেনার আগে করণীয়, পুরাতন ল্যাপটপ, ব্যবহৃত ল্যাপটপ কিনব গাইডলাইন কি? কোথায় পাওয়া যায়? কোথা থেকে কিনবো? ১. বডির কন্ডিশন ২. কত সালে উৎপাদন হয়েছে cmd > systeminfo > bios version ৩. কোন সিরিজের ল্যাপটপ কিনবো Business series HP > Elitebook Dell > Latitute Lenovo > Thinkpad ৪. অনলাইন/শপ/আত্মীয়/বন্ধু – অপরিচিত কারো কাছ থেকে কিনলে অবশ্যই কাগজপত্র আছে কিনা দেখে কিনবেন।  […]

Copyright © 2025