বিডি টপ টেন

বিডি টপ টেন

আজকের দিন-তারিখ-সময়
আজ ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, হেমন্তকাল | ২২শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার | ভোর ৫:০৮
  • হোম
  • ট্যুর এন্ড ট্রাভেলস
  • অফার
  • জোকস
  • স্বাস্থ্য টিপস
  • তারকা সংবাদ
  • ধর্ম
    • ইসলাম
  • জনসচেতনতা
  • নব দিগন্ত
  • জানা অজানা
  • সংগৃহীত

বিয়ে-স্বামী-সন্তান নিয়ে কিছু বাস্তবতা

আগস্ট ১৭, ২০১৯ by BD TOP TEN Leave a Comment (Edit)

  • বিয়ের সম্পর্ক যৌবনের সাথে, ক্যারিয়ার গড়ার জন্য পড়ে রয়েছে আজীবন।  অথচ আমাদের দেশে বলা হয় আগে ক্যারিয়ার গড়ো তারপর বিয়ে কর। পরিণতিতে পার্কে পার্কে অবাধ প্রেমলীলা, ধর্ষণের সেঞ্চুরি আর ডাস্টবিন গুলোতে বেওয়ারিশ শিশু লাশের ছড়াছড়ি যা কুকুর, কাক আর শকুন মিলে ভাগাবাটি করে খায়।
  • বিয়ে করে বউকে খাওয়াবি কী? কথাবার্তা শুনে মনে হয় বউ পৃথিবীর শ্রেষ্ঠ খাদক যার ক্ষুধা নিবারণ করা দু:সাধ্য।
  • ওয়াজ মাহফিল শুনলে মনে হয় পর্দা শুধু নারীদের জন্য। অথচ আল কুরআনে সর্বপ্রথম পুরুষের পর্দার কথা বলা হয়েছে।
  • বিয়ে মানেই মেয়ের বাবার উপর খরচের পাহাড় চাপিয়ে দেয়া। অথচ ইসলামে দাওয়াত খাওয়ানোর দায়িত্ব বর পক্ষের, কন্যা পক্ষের নয়।
  • আমাদের দেশে বরপক্ষ যৌতুক নেয়, মোহরানা না দিয়ে বাসর রাত্রে স্ত্রীর নিকট ক্ষমা চায়। অথচ ইসলামি বিধান মতে স্ত্রীরা মোহরানার হক্বদার, যৌতুক তো সম্পুর্ণ হারাম।
  • কতিপয় হুজুরের কথাবার্তা শুনে মনে হয় সেবা পাওয়ার হক্বদার শুধুই স্বামী। অথচ রাসুলুল্লাহ (সা) বলেছেন তোমাদের মধ্যে সেই ব্যক্তিই আল্লাহর কাছে উত্তম যে তার স্ত্রীর নিকট (দ্বীনের ক্ষেত্রে) উত্তম।
  • বিয়ের অনুষ্ঠানে বরের হাতে স্বর্ণের আংটি না পরালে মান সম্মান থাকে না, অথচ পুরুষদের জন্য স্বর্ণ ব্যবহার হারাম।
  • পুরুষদের কাপড় থাকবে টাখনুর উপরে, আর মেয়েদের কাপড় থাকবে টাখনুর নিচে। অথচ বাস্তবতা???????
  • আলেম-ওলামারা শুধু পিতা-মাতার খেদমতের হাদিস বয়ান করে থাকে, অথচ সন্তান লালন-পালনের অনেক হাদিস রয়েছে যে ব্যপারে এক অজানা নিরবতা। দুই একজন হুজুর এ ব্যপারে কথা বললেও সর্বোচ্চ সন্তানকে দ্বীনি শিক্ষাদানের গুরুত্ব পর্যন্তই সীমাবদ্ধ।
  • বিয়ের ব্যপারে হাজারো বাধা বিপত্তি থাকলেও ব্যভিচার একেবারেই সহজলভ্য।
  • কতিপয় লোকের কাণ্ড কারখানা দেখলে মনে হয় যে, কন্যাকে-বোনকে সম্পত্তি ফাঁকি দিতে পারা সবচেয়ে বড় ক্রেডিট। ভাবখানা এমন যে, পুত্র সন্তানদের জন্ম দিয়েছে নিজ ঘরে, আর কন্যাদের কচু বাগানে।
  • রাসুলুল্লাহ (সা) তাক্বওয়া ভিক্তিক পাত্র-পাত্রী নির্বাচন করতে বলেছেন, আর আমরা করছি চেহারা আর সম্পত্তি ভিক্তিক।

Related Images:

BD TOP TEN

Filed Under: ইসলাম, ধর্ম, মগজ ধোলাই, সংগৃহীত

ওয়েয়টিং রুম

জুলাই ১৬, ২০১৯ by BD TOP TEN Leave a Comment (Edit)

এক লোক ট্রেন থেকে নামলো, আরেক ট্রেনে উঠবে ৯০ মিনিট পর। এর মাঝখানে সে ওয়েটিং রুমে অপেক্ষা করার জন্য বসলো।

ওয়েটিংরুমে ঢুকেই তার চোখে পড়লো রুমের লাইট টি নষ্ট। তাই সে একটি এনার্জি বাল্ব কিনে লাগালো। তার পর খেয়াল করলো রুমে অনেক মাকড়সার জাল। তাই সে এক একটি ঝাড়ু কিনে রুমটি পরিষ্কার করলো।

তারপর খেয়াল করলো রুমের ফ্লোরে ময়লা। তখন সে রুম ঝারু দিলো। তারপর সে খেয়াল করলো রুমের বসার চেয়ারগুলো বেশি একটা আনন্দদায়ক নয়। তাই সে একটি আরামদায়ক চেয়ার কিনলো।

এখন সে রুমটি সাজানোর জন্য কিছু জিনিস কিনে রুমটি সাজালো। এখন সে অনেক ক্লান্ত হয়ে গেল এবং তার আরামদায়ক চেয়ারে বসতে যাচ্ছে এই মুহুর্তে হটাৎ করেই ট্রেনের হর্ন শুনতে পেল এবং সে ট্রেনে উঠার জন্য রুম থেকে চলে গেল এবং ট্রেনে বসে তার গন্তব্য স্থানে চলে গেল।

আমি জানি আপনারা ভাবছেন এই লোকের চেয়ে বোকা লোক আর পৃথিবীতে নেই।।
কিন্তু আপনি কি জানেন এই লোকটি কে ?

এই লোকটি আর কেও নয় আপনি-আমি !!!!!
অবাক হলেও এটাই সত্য। আমরাও দুনিয়াতে এসেছি ৯০ মিনিটের চেয়ে কম সময়ের জন্য।

১ম ট্রেন আমাদের জন্ম, ২য় ট্রেন আমাদের মৃত্যু এবং আমাদের গন্তব্য জান্নাত অথবা জাহান্নাম। আর দুনিয়ার জীবন হচ্ছে ওয়েটিংরুম।।
যেখানে আমরা মাত্র কয়েকটা মিনিট থাকবো।।

অথচ আমরা এই দুনিয়ার জীবনকেই এমনভাবে সাজাচ্ছি
যে আমরা ভুলেই গেছি আমাদের মৃত্যু খুব সন্নিকটে এবং আমাদের এই সাজানো গোছানো দুনিয়ার সবকিছু ছেড়ে মৃত্যু নামক ট্রেনে চড়ে চলে যেতে হবে।

আমরা এই ওয়েয়টিং রুম সাজিয়ে কয় মিনিট ভোগ করতে পারবো…..???

Related Images:

BD TOP TEN

Filed Under: ইসলাম Tagged With: ওয়েয়টিং রুম, জান্নাত, জাহান্নাম, ট্রেন, দুনিয়ার জীবন, মৃত্যু

সিয়াম বা রোজা সম্পর্কিত জরুরী কিছু প্রশ্ন এবং উত্তর

মে ২৯, ২০১৯ by BD TOP TEN Leave a Comment (Edit)

প্রশ্ন : সিয়ামের শাব্দিক অর্থ কি?
উত্তর : সিয়ামের শাব্দিক অর্থ বিরত থাকা। ফার্সী ভাষায় এটাকে রোযা বলা হয়।

প্রশ্ন : রামাদ্বান মাসের সিয়ামের হুকুম কি?
উত্তর : রামাদ্বানের রোজা ফরজ।

প্রশ্নঃ কত হিজরীতে সিয়াম বা রোজা ফরয হয়?
উত্তরঃ ২য় হিজরীতে।

প্রশ্নঃ সিয়াম ফরয হওয়ার কথা কুরআন শরীফের কোন সূরার কত নং আয়াতে উল্লেখ হয়েছে?
উত্তরঃ সূরা বাক্বারা ১৮৩ নং আয়াত।

প্রশ্নঃ সিয়াম ইসলামের কত নম্বর স্তম্ভ?
উত্তরঃ চতুর্থ।

প্রশ্নঃ কোন আমলের বিনিময়ে মানুষকে রাইয়্যান নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করানো হবে?
উত্তরঃ সিয়াম।

প্রশ্নঃ রোযদারকে একটি বিশেষ দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করানো হবে। দরজাটির নাম কি?
উত্তরঃ রাইয়্যান।

প্রশ্নঃ বছরের কোন মাসে শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে রাখা হয়?
উত্তরঃ রামাদ্বান মাসে।

প্রশ্নঃ বছরের কোন মাসে জান্নাতের দরজা খোলা রাখা হয় এবং জাহান্নামের দরজা বন্ধ রাখা হয়?
উত্তরঃ রামাদ্বান মাসে।

প্রশ্নঃ ফরয সিয়ামের জন্য কখন নিয়ত করতে হয়?
উত্তরঃ ফজরের পূর্বে।

প্রশ্নঃ সিয়াম পালকারীর কখন সাহুর (সেহরি) খাওয়া মুস্তাহাব?
উত্তরঃ শেষ রাতে।

প্রশ্নঃ কোন বস্তু দিয়ে ইফতার করা সুন্নাত।
উত্তরঃ টাটকা খেজুর না পেলে যে কোন খেজুর, তা না পেলে পানি দ্বারা।

প্রশ্নঃ রোযাদারের মেসওয়াক করার হুকুম কী?
উত্তরঃ সুন্নাত।

প্রশ্নঃ সফর যদি আরাম দায়ক হয়- কষ্ট না হয়, তবে রোযা ভঙ্গের হুকুম কি?
উত্তরঃ রোযা ভঙ্গ করা জায়েয। তবে রাখা উত্তম।

প্রশ্নঃ নারীদের কোন্ অবস্থায় রোযা ভঙ্গ করা ওয়াজিব?
উত্তরঃ ঋতু বা নেফাস হলে?

প্রশ্নঃ বছরের কোন কোন দিন রোযা রাখা হারাম?
উত্তরঃ দুঈদের দিন এবং আইয়্যামে তাশরীক (জিলহজ্জ মাসের ১১, ১২, ১৩ তারিখ)

প্রশ্নঃ কোন কাজ করলে রোযা ভঙ্গ হয় এবং কাফ্ফারা স্বরূপ দুমাস রোযা রাখতে হয় অথবা ৬০ মিসকীনকে খাদ্য প্রদান করতে হয়?
উত্তরঃ রামাদ্বান রোযা রেখে স্ত্রী সহবাস করলে।

প্রশ্নঃ কোন অবস্থায় রামাদ্বানের দিনে পানাহার করলেও রোযা ভঙ্গ হবে না?
উত্তরঃ ভুলক্রমে পানাহার করলে।

প্রশ্নঃ মাহে রামাদ্বানের পর সর্বোত্তম নফল সিয়াম কোনটি?
উত্তরঃ আশুরার রোযা।

প্রশ্নঃ আশুরার রোযা রাখার ফযীলত কি?
উত্তরঃ এর মাধ্যমে বিগত এক বছরের গুনাহ মাফ হয়।

প্রশ্নঃ আশুরার রোযা কমপক্ষে কয়টি রাখা সুন্নাত?
উত্তরঃ ২টি, মুহাররমের ৯, ১০ অথবা ১০, ১১ তারিখ।

প্রশ্নঃ কোন নবী সারা বছর একদিন রোযা রাখতেন একদিন ছাড়তেন?
উত্তরঃ দাউদ (আঃ)।

প্রশ্নঃ কোন রোযা রাখলে সারা বছর রোযা রাখার ছওয়াব পাওয়া যায়?
উত্তরঃ শাওয়াল মাসের ৬টি রোযা।

প্রশ্নঃ কোন্ রোযার বিনিময়ে বিগত এবং আগত দুবছরের গুনাহ মাফ হয়?
উত্তরঃ আরাফাত দিবসের রোযা।

প্রশ্নঃ আইয়্যামে বিযের রোযা কাকে বলে?
উত্তরঃ প্রতি চন্দ্র মাসের ১৩,১৪, ১৫ তারিখের রোযাকে।

প্রশ্নঃ সপ্তাহের কোন কোন দিন রোযা রাখা সুন্নাত?
উত্তরঃ সোমবার ও বৃহস্পতিবার।

প্রশ্নঃ যে লোক নামায পড়ে না তার রোযার বিধান কী?
উত্তরঃ বাতিল, কেননা নামায ছাড়া রোযা জায়েয নয়।

প্রশ্নঃ লায়লাতুল কাদর কখন হয়?
উত্তরঃ রামাদ্বানের শেষ দশকের যে কোন বেজোড় রাতে।

প্রশ্নঃ লায়লাতুল কাদরের ফযীলত কি?
উত্তরঃ এক রাতের ইবাদত এক হাজার মাস ইবাদতের চাইতে উত্তম।

প্রশ্নঃ তারাবীর নামায আদায় করার হুকুম কি?
উত্তরঃ সুন্নাতে মুআক্কাদাহ

প্রশ্নঃ নবী সাল্লাল্লা আলাইহি ওয়া সাল্লাম কতদিন তারাবীর নামায আদায় করেছিলেন?
উত্তরঃ তিন দিন।

প্রশ্নঃ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিন দিন তারাবীর নামায আদায় করার পর, আর কেন জামাতে আদায় করেন নি?
উত্তরঃ ফরয হয়ে যাওয়ার ভয়ে।

প্রশ্নঃ কখন থেকে পুনরায় তারাবীর নামায জামাতের সাথে পড়া চালু হয়?
উত্তরঃ হযরত ওমর রাদ্বিয়াল্লাহু আনহু এর খেলাফত কালে।

প্রশ্নঃ তারাবীর নামায কয় রাকাত আদায় করা সুন্নাত?
উত্তরঃ বিতরসহ ২৩ রাকাত।

প্রশ্নঃ তারাবীর নামায বিশ রাকাত এর কম আদায় করার হুকুম কি?
উত্তরঃ জায়েয, তবে বিশ রাকাতই উত্তম।

প্রশ্নঃ কাদের উপর রামাদ্বানের সিয়াম পালন করা ফরজ?
উত্তরঃ (১) প্রাপ্ত বয়স্ক, (২) সুস্থ বিবেক বুদ্ধিসম্পন্ন, (৩) মুকীম ও সমর্থবান এমন সব গুণ সম্পন্ন প্রত্যেক মুসিলম নর-নারীর উপর রামাদ্বানের সিয়াম পালন করা ফরজ।

প্রশ্নঃ কী অবস্থায় কাদের উপর রামাদ্বানের সিয়াম ফরজ নয়?
উত্তরঃ দশ প্রকার মানুষের উপর রামাদ্বানের সিয়াম পালন করা ফরজ নয়, তারা হলেন,,, [১] অমুসলিম [২] অপ্রাপ্ত বয়স্ক/ অর্থাৎ নাবালেগ [৩] পাগল [৪] এমন বৃদ্ধলোক যে ভালমন্দ পার্থক্য করতে পারে না [৫] এমন বৃদ্ধ ব্যক্তি যে রোযা রাখতে সমর্থ নয়। বা এমন রোগী যার রোগমুক্তির সম্ভাবনা নেই। এমন ব্যক্তিদের উপর ফিদইয়া দেয়া ওয়াজিব। [৬] মুসাফির [৭] রোগাক্রান্ত ব্যক্তি [৮] ঋতুবতী মহিলা [৯] গর্ভবতী ও দুগ্ধদানকারী নারী [১০] দুর্ঘটনায় পতিত বা বিপদগ্রস্ত লোককে রক্ষাকারী ব্যক্তি।

 

Related Images:

BD TOP TEN

Filed Under: ইসলাম

নিশ্চয়ই তিনি সর্বোত্তম অতিথিপরায়ণ

মে ১৫, ২০১৯ by BD TOP TEN Leave a Comment (Edit)

ঘানার একটা গরীব গ্রাম। এক গরীব লোকের বাসায় । একদিন আকাশ থেকে কী যেন নেমে এল। যন্ত্রটা হাতে নিয়ে লোকটা তো অবাক !

কিছুক্ষণ পর দেখে এক সাংবাদিক এসে হাজির। সে তার ড্রোনটা ফেরত চাইছে। প্রৌঢ় লোকটা জিজ্ঞেস করল এর চেয়ে বড় সাইজের এমন কিছু কী আছে যা তাকে হজ্জে নিয়ে যেতে পারবে?

তুর্কী সাংবাদিক সেই ছবিটা টুইট করেছিলেন। তুরস্ক সরকার পরে আল-হাসান আব্দুল্লাহ নামের ওই লোকটার হজ্জের ব্যবস্থা করে।
আল্লাহ যাকে মেহমানদারী করতে চান তাকে এভাবেই ডেকে নিয়ে যান।

আপনি নিয়াত করুন। 

সামর্থ্য কম? 
প্রতিদিন দশটা করে টাকা জমান। এই টাকাটা আপনাকে হজে নিয়ে যাবে – এমনটা নয়। এটা হচ্ছে আপনার নিয়াত কতটা সিরিয়াস তার বহিঃপ্রকাশ। আপনার নিয়াতটা যদি বিশুদ্ধ হয় আল্লাহ আপনাকে তার ঘরে নিয়ে যাবেন। 

কেমন করে? 
সেই হিসাব আপনি করতে যাবেন না। 
আপনি খালি আল্লাহকে ডেকে বলেন, “আল্লাহ, আপনার ঘরটা তাওয়াফ করতে চাই।” 
তিনি ব্যবস্থা করবেন। 

নিশ্চয়ই তিনি সর্বোত্তম অতিথিপরায়ণ।

Related Images:

BD TOP TEN

Filed Under: ইসলাম, ধর্ম Tagged With: হজ্জ

  • « Previous Page
  • 1
  • …
  • 12
  • 13
  • 14

নামাজের সময়সূচী

    ঢাকা, বাংলাদেশ
    রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
    ওয়াক্তসময়
    ফজর5:25 AM
    সূর্যোদয়6:32 AM
    জোহর11:53 AM
    আসর3:37 PM
    মাগরিব5:13 PM
    ইশা6:20 PM

বিভাগসমূহ

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • এই ৯ মিনিট আপনার সন্তানের জন্য ভীষণ প্রয়োজন
  • আবোল তাবোল রাজনীতি – পার্ট ২
  • সংখ্যা অনুপাতিক নির্বাচন ও এর সুফল
  • আমার আয়না ঘর দর্শন
  • কি দেখে পুরাতন/ব্যবহৃত ল্যাপটপ কিনব?
  • আবোল তাবোল রাজনীতি
  • ফলো টু ফলো – Follow to Follow
  • বি.ডি.এস. পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন।
  • আমি আজও বুঝলাম না আমার ডিভোর্সের আসল কারণ কি?
  • কিছু নির্মম ইতিহাস – Tasrif Khan
  • কেউ সুখে না রাখলে কি সুখি হওয়া যায়?
  • Sarjis Alam ভাইয়ের ২০২১ সালের পোস্ট
  • আমার গুমের গল্প।ভিক্টিম: মাসরুর আনোয়ার চৌধুরী!
  • পাপের নগদ শাস্তি
  • যে ভালোবাসে তাকেই পাশে রাখ।
  • ছাদবাগান থেকেই আসবে প্রয়োজনীয় সবজি
  • A গ্রেড অথবা B গ্রেড টাইলস চেনার উপায় কি?
  • আমাদের ছেলেরা কীভাবে পুরুষ হবে?
  • প্রচন্ড গরমে বিল্ডিং বা পাকা বাড়িতে AC ছাড়াই ঠান্ডা পরিবেশে থাকতে একটি পরামর্শ
  • এসি-ফ্যান একসাথে চালালে ঘর ঠান্ডা হয় এবং বিদ্যুৎ খরচ বাঁচে?

সাম্প্রতিক মন্তব্যসমূহ

  • ❌ লজ্জা নয়, বাঁচতে হলে জানতে হবে। ? এম এম কিট MM Kit প্রকাশনায় সুমাইয়া
  • অনলাইনে প্রভিডেন্ট ফান্ড এবং পেনশন সংক্রান্ত বিভিন্ন তথ্য প্রকাশনায় মোঃ শরিফুল ইসলাম
  • ❌ লজ্জা নয়, বাঁচতে হলে জানতে হবে। ? এম এম কিট MM Kit প্রকাশনায় পান্না দাশ
  • কোভিড-১৯ ভ্যাকসিন বিষয়ক জিজ্ঞাসা প্রকাশনায় HAFEZ
  • কোভিড-১৯ ভ্যাকসিন বিষয়ক জিজ্ঞাসা প্রকাশনায় HAFEZ

অনুসন্ধান করুন

বিভাগসমূহ

স্বাস্থ্য টিপস

একটু লজ্জায় সারাজীবনের ইবাদত বরবাদ।

হ্যাঁ এমনটাই হতে পারে, যদি ফরজ গোসল করেন নিয়ম না জেনে। কারণ ফরজ গোসল সঠিক পদ্ধতিতে না করলে সারাজীবনই নাপাক অবস্থায় কাটাবেন। গোসলের ফরজ ও ফরজ গোসল দুইটা ভিন্ন ভিন্ন বিষয়। গোসল এর ফরজ গোসলের ফরজ ৩ টিঃ ১. গড়গড়াসহ কুলি করা,যাতে পানি গলার হাড় পর্যন্ত পৌছে। ২. হাতে পানি নিয়ে নাকের নরম হাড় পর্যন্ত পানি পৌছানো। ৩. সমস্ত শরীর উত্তম রুপে ধৌত করা। ফরজ […]

Copyright © 2025