বিডি টপ টেন

বিডি টপ টেন

আজকের দিন-তারিখ-সময়
আজ ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, হেমন্তকাল | ২২শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার | দুপুর ২:১২
  • হোম
  • ট্যুর এন্ড ট্রাভেলস
  • অফার
  • জোকস
  • স্বাস্থ্য টিপস
  • তারকা সংবাদ
  • ধর্ম
    • ইসলাম
  • জনসচেতনতা
  • নব দিগন্ত
  • জানা অজানা
  • সংগৃহীত

দেশের সংকটময় সময়ে এদের চিনে রাখুন।

মার্চ ২৩, ২০২০ by BD TOP TEN Leave a Comment (Edit)

#করোনাভাইরাসফ্যাক্ট

বিশ্বের বড় ১০ টা গার্মেন্টসের মধ্যে ৩ টা বাংলাদেশে। এশিয়ার সেরা ১০ জন ধনীর মধ্যে ২ জন বাংলাদেশী। এইদেশে হাজার কোটি টাকা আছে, এমন মানুষ আছে হাজারের উপরে।

দেশের এই বিপদের দিনে এরা কোথায়?

  • স্কয়ার, বেক্সিমকো, প্রান-আরএফএল, ইনসেপ্টা, বসুন্ধরা, ব্র্যাক, গ্রামীণ ব্যাংক, গ্রামিনফোন, রবি, এয়ারটেল, বাংলালিংক, যমুনার মতো বিশাল বিশাল কোম্পানি কোথায়?
  • ওয়ালটন যে দেশের আবেগ নিয়ে প্রোডাক্ট বিক্রি করেছে, তারা কোথায়?
  • বড় বড় ঔষধ কোম্পানিগুলো কোথায়? যারা এম আর নিয়োগ করে ডাক্তারদের পিছনে পড়ে থাকে। তারা কি বিনামূল্যে হেক্সিসল, হ্যান্ডিরাব এসব দিতে পারে না। দেশের জনগণের কাছ থেকে কি শুধু নিয়েই যাবেন বিপদে কিছু সাহায্য সহযোগিতাও যদি না করেন আজীবন যেসব মুনাফা অর্জন করলেন তার বিপরীতে ওদের কাছ থেকে মানুষের কি পাওয়ার কিছুই নেই?
  • এত এত ব্যাংক, এত এত ফাউ ইস্যুতে প্রধানমন্ত্রীর তহবিলে দান করে, এখন তারা চুপ কেন?
  • ফুটানি মারা লোক দেখানো যাকাত-দাতারা এখন কোথায়? যারা শাড়ি, লুঙ্গি বিলাতে যেয়ে মানুষ মারে।

কেউ এখন পর্যন্ত বললো না আমরা ফ্রী মাস্ক দিবো, ডাক্তারদেরকে পোশাক দিবো, কেউ বললো না আমাদের কর্মচারীদের কাজ ছাড়া বেতন দিবো। কিন্তু এরাই সরকারী উৎসব অনুষ্ঠানে, কে কার চেয়ে বেশি টাকা দিবে তা নিয়ে প্রতিযোগিতা করে।

  • প্রিন্স মূসা বিন শমসের?
    যাকে বাংলাদেশের জনশক্তি রপ্তানি বাণিজ্যের অগ্রদূত বলা হয়।
    প্রায় ৯৫০ মিলিয়ন ডলারের মালিক।
  • সালমান এফ রহমানঃ
    বেক্সিমকো গ্রুপের প্রতিষ্ঠাতা মালিক।
    তিনি প্রায় ৬০০ মিলিয়ন ডলারের মালিক।
  • আহমেদ আকবর সোবহানঃ
    তিনি হচ্ছেন বসুন্ধরা গ্রুপের প্রতিষ্ঠাতা মালিক।
    তিনি প্রায় ৬০০ মিলিয়ন ডলারের মালিক।
  • এম এ হাশেমঃ
    তিনি পারটেক্স গ্রুপ ও ইউসিবিএল ব্যাংকের চেয়ারম্যান।
    তিনি প্রায় ৫০০ মিলিয়ন ডলারের মালিক।
  • আজম জে চৌধুরীঃ
    তিনি ইস্ট-কোস্ট গ্রুপের মালিক, প্রাইম ব্যাংকের চেয়ারম্যান এবং মবিল যমুনা লুব্রিক্যান্টের সোল এজেন্ট।
    তিনি প্রায় ৪১০ মিলিয়ন ডলারের মালিক।
  • গিয়াস উদ্দিন আল মামুনঃ
    রিয়েল স্টেট, হোটেল ও মিডিয়া ব্যবসায়ী।
  • রাগিব আলীঃ
    তিনি চা উৎপাদন ব্যাবসায় সফল একজন ব্যাবসায়ী। তিনি সাউথ ইস্ট ব্যাংকের চেয়ারম্যান।
    তিনি প্রায় ৩০০ মিলিয়ন ডলারের মালিক।
  • শামসুদ্দিন খানঃ
    তিনি একে খান এন্ড কোম্পানি লিঃ-এর চেয়ারম্যান এবং ডিরেক্টর।
    তিনিও প্রায় ৩০০ মিলিয়ন ডলারের মালিক।
  • ঈকবাল আহমেদঃ
    তিনি সিলেটের একজন ব্যাবসায়ী। সামুদ্রিক খাবার ব্যবসায় তিনি সফল। তিনি সীমার্ক গ্রুপ লিবকো ব্রাদার লিঃ-এর চেয়ারম্যান এবং ডিরেক্টর।
    তিনি প্রায় ২৫০-২৯০ মিলিয়ন ডলারের মালিক।
  • সাইফুল ইসলাম কামালঃ
    তিনি নাভানা লিঃ ও নাভানা সিএনজি লিঃ-এর চেয়ারম্যান এবং ডিরেক্টর।
    তিনিও প্রায় ২৯০ মিলিয়ন ডলারের মালিক।

দেশের এই ক্রান্তিকালে আপনারা কি করছেন? দেশে ডাক্তারদের পিপিই এর সংকট, মাস্কের সংকট, কীটের সংকট। দেশের এই বিপদের দিনে আলীবাবাকে কেন আগাইতে হয়?

এগিয়ে আসুন মানবতার সেবায়, আপনাদের মানুষ আজীবন মনে রাখবে।

Related Images:

BD TOP TEN

Filed Under: করোনাভাইরাস, জনসচেতনতা, জানা অজানা, ব্যবসা, মগজ ধোলাই, সংগৃহীত Tagged With: করোনাভাইরাস

মাস্ক কখন এবং কিভাবে ব্যবহার করবেন?

মার্চ ২২, ২০২০ by BD TOP TEN Leave a Comment (Edit)

করোনাভাইরাস (কোভিড-১৯)
মাস্ক এর ব্যবহার: কখন এবং কিভাবে?

কখন ব্যবহার করবেন?

১. আপনি যদি একজন সুস্থ মানুষ হয়ে থাকেন, তাহলে আপনার মাস্কের প্রয়োজন তখনই হবে যদি আপনি একজন সম্ভাব্য করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তির দেখভাল করার দায়িত্বে নিয়োজিত থাকেন।

২. যদি আপনার হাঁচি, কাশি, কফ অথবা এই ধরনের কোন উপসর্গ অথবা রোগ হয়ে থাকে তাহলে মাস্ক ব্যবহার করতে হবে।

৩. মাস্ক এর ব্যবহার কার্যকর করতে হলে আপনার হাত সাবান দিয়ে ঘন ঘন ধুতে হবে অথবা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে জীবাণুমুক্ত করতে হবে।

৪. আপনি যদি মাস্ক পড়েন, তাহলে এটাকে কিভাবে ব্যবহার করতে হয় এবং কোন উপায়ে ফেলে দিতে হয় তা অবশ্যই শিখতে হবে।

কিভাবে পড়বেন, ব্যবহার করবেন, খুলবেন এবং ফেলে দিবেন?

১. মাস্ক ধরার আগে দুই হাত হাত সাবান পানি অথবা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে জীবাণুমুক্ত করে নিন।

২. আপনার নাক ও মুখ সম্পূর্ণভাবে মাস্ক দিয়ে ঢেকে নিন। মুখ‌ ও মাস্ক এর মাঝে কোন ফাঁকা জায়গা থাকা যাবে না।

৩. মাস্ক ব্যবহারের সময় এটিতে হাত লাগাবেন না। যদি হাত লাগে তাহলে তাহলে দুই হাত সাবান পানি অথবা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে জীবাণুমুক্ত করে নিন।

৪. মাস্ক স্যাঁতস্যাঁতে হয়ে গেলে পরিবর্তন করে নিন। ওয়ান টাইম মাস্ক দ্বিতীয়বার ব্যবহার করবেন না।

৫. মাস্ক খোলার সময়: পেছন থেকে মাস্ক খুলুন (মাস্ক এর সামনের অংশে হাত লাগাবেন না); ‌এবং সাথে সাথে একটি আবদ্ধ আবর্জনার বাক্সে ফেলে দিন। সাবান পানি অথবা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত জীবাণুমুক্ত করে নিন।

সূত্র: বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

Related Images:

BD TOP TEN

Filed Under: করোনাভাইরাস, জনসচেতনতা, জানা অজানা, জেনে নিন, মগজ ধোলাই, স্বাস্থ্য টিপস, স্বাস্থ্য সেবা Tagged With: করোনা, করোনাভাইরাস

নবাবজাদা বনাম হারামজাদা

মার্চ ২১, ২০২০ by BD TOP TEN Leave a Comment (Edit)

“….ইতালির ঘটনার জের টেনে আমাদের পররাষ্ট্রমন্ত্রী প্রবাসীদের সম্পর্কে ঢালাওভাবে একটি মন্তব্য করেন। তিনি বলেন, বিদেশ থেকে ফিরে প্রবাসীরা ‘নবাবজাদা’ হয়ে যান। তাঁর মন্তব্যে অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। তাঁদের মূল বক্তব্য হচ্ছে প্রবাসীরা ‘নবাবজাদা’ই, তাঁরা নবাবজাদার মতো ব্যবহার পাওয়ার যোগ্য। আমি নিজে লিখেছি নবাবজাদা হওয়া হারামজাদা হওয়ার চেয়ে অনেক ভালো। প্রবাসীরা বিদেশে কষ্ট করে টাকা পাঠিয়ে দেশটাকে টিকিয়ে রেখেছেন। আর হারামজাদারা দেশ থেকে টাকা পাচার করে দেশের বারোটা বাজাচ্ছে। আমার দুঃখ হচ্ছে, হারামজাদারা এ দেশে পায় ভিআইপি মর্যাদা আর প্রবাসীরা পান তুচ্ছতাচ্ছিল্য, অপমান, অবমাননা।

কিছু প্রবাসী প্রশ্ন তুলেছেন আরও বিভিন্ন মৌলিক বিষয়ে। তাঁরা রাতের ভোট, লাখো কোটি টাকা পাচার, গুম-খুন, সাবেক প্রধান বিচারপতির পরিণতি, বিচার বিভাগ, আর্থিক খাত, শিক্ষাব্যবস্থাসহ বহু উদাহরণ টেনে দেশের সিস্টেম নিয়ে প্রশ্ন তুলেছেন। প্রশ্ন তুলছেন বিদেশে বাংলাদেশের রাজনীতিবিদদের সন্তানদের পোরশে, বিএমডব্লিউ গাড়ি চালানো নিয়ে, অকাতরে তাঁদের টাকা ছড়াতে দেখে। জানতে চেয়েছেন এসব কোন সিস্টেমের লক্ষণ?

প্রবাসীরা নিজেদের স্বজন আর দেশকে ভালোবেসে কষ্টের টাকা পাঠান দেশে। তাঁদের সেই রেমিট্যান্সেই আসলে টিকে আছে এ দেশ। তাঁদের প্রশ্ন, সেই প্রবাসীদের যখন পাসপোর্ট নিতে গেলে টাকা দিতে হয়, এয়ারপোর্টে হয়রানি করা হয়, ব্যাগ ধরে টানাটানি করা হয়—এটা কেমন সিস্টেম?

তাঁরা সবচেয়ে বেশি প্রশ্ন তুলেছেন করোনা নিয়ে আমাদের প্রস্তুতিতেও। প্রশ্ন তুলেছেন আমাদের সিস্টেম নিয়ে, করোনা মোকাবিলায় সেই সিস্টেমের অপ্রতুল, করুণ ও হাস্যকর অবস্থা নিয়ে। আমরা কি এখন একটু সৎভাবে আত্মবিশ্লেষণ করতে পারি এটি নিয়ে?”

— অধ্যাপক আসিফ নজরুল

Related Images:

BD TOP TEN

Filed Under: জনসচেতনতা, জানা অজানা, জেনে নিন, মগজ ধোলাই, সংগৃহীত Tagged With: করোনাভাইরাস, নবাবজাদা, হারামজাদা

স্যালুট, স্যার ডা. জাফরুল্লাহ চৌধুরী।

মার্চ ২১, ২০২০ by BD TOP TEN Leave a Comment (Edit)

লন্ডনে আয়েশী জীবন ছিলো তাঁর। সপ্তাহে দু’দিন ফ্লাইং ক্লাবে বিমান উড্ডয়ন প্রশিক্ষণ নিতেন। লেটেস্ট মডেলের বিলাশ বহুল গাড়ি ছিলো তাঁর।

যখন মুক্তিযুদ্ধ শুরু হলো, রাস্তার পাশে সেই গাড়ি রেখে উড়ে এলেন ভারতে। প্রিয় গাড়িটির দিকে একবার ফিরেও তাকাননি। বিদেশী বন্ধুদের কাছে সাহায্য চাইলেন অকুণ্ঠচিত্তে। এরপর পশ্চিমবঙ্গে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসার জন্য খুললেন হাসপাতাল। যুদ্ধকালীন সময়ে চিকিৎসা দিলেন অজস্র মানুষকে।

করোনা ভাইরাসের থাবায় গোটাবিশ্ব অসহায়। বাংলাদেশেও দিন দিন বাড়ছে আক্রান্তের সংখ্যা। অসুস্থ্য মানুষজন করোনা টেস্ট করানোর জন্য ঘুরছে দিগ্বিদিক। হটলাইন ফোন ধরছে না, আইইডিসিআর ফিরিয়ে দিচ্ছে। করোনা ভাইরাস পরীক্ষার কিট সংকট চরমে, পরীক্ষা করবে কী দিয়ে?

এমন নাজুক অবস্থার খবরে সারাদেশের মানুষ যখন দুশ্চিন্তায় অস্থির তখন আবারো এগিয়ে এলেন সেই মানুষটি। যিনি একাত্তরের মহান মুক্তিযুদ্ধের সময় এগিয়ে এসেছিলেন। উনি ডা. জাফরুল্লাহ চৌধুরী। তাঁর প্রতিষ্ঠান গণস্বাস্থ্য কেন্দ্র আবিস্কার করলো করোনা শনাক্ত করার কিট। আরো আশার খবর হলো সরকার এই কিট উৎপাদনের অনুমতিও দিয়েছে।

অথচ এই মানুষটাকে নিয়ে আমরা কতোই না তুচ্ছতাচ্ছিল্য করি। তার সাদামাটা পোশাক নিয়ে হাসাহাসি করি। কারো মতের সাথে না মিললেই তাকে আমরা আক্রমণের নিশানা বানাই। এই মানুষটি কিছুদিন আগেও যেভাবে অপদস্ত হয়েছেন, দেশের প্রতি অকৃত্রিম ভালোবাসা না থাকলে কেউ এই মুহূর্তে এভাবে এগিয়ে আসতে পারেন না।

স্যালুট, স্যার।

স্যারের সুস্থতা ও দীর্ঘয়ায়ু কামনা করছি এবং যারা তার নামে মিথ্যা মামলা ও হামলা চালাচ্ছে তাদেরকে আল্লাহ হেদায়েত দিক।

(সংগৃহীত)

Related Images:

BD TOP TEN

Filed Under: জনসচেতনতা, জানা অজানা, জেনে নিন, প্রেরণা, মগজ ধোলাই, সংগৃহীত, স্বাস্থ্য সেবা Tagged With: জাফরুল্লাহ চৌধুরী, ডা. জাফরুল্লাহ চৌধুরী

আমি আল্লাহর কাছে গিয়ে সব বলে দেবো…

মার্চ ১৯, ২০২০ by BD TOP TEN Leave a Comment (Edit)

পুরো পৃথিবী আজ এক জীবাণুর মুখোমুখি, কিন্তু উম্মাহর কাছে জীবাণু ছড়িয়েছিলো অনেক আগেই, সিরিয়াতে। যখন রাশান বিমানগুলো সিরিয়ার জনপদে একের পর এক জীবাণু-বোমা নিক্ষেপ করেছিল। মনে আছে সেই সিরিয়ান শিশুকন্যার কথা? যে মৃত্যুশয্যায় অভিমান করে বলেছিল-

আমি আল্লাহর কাছে গিয়ে সব বলে দেবো, নালিশ করবো তোমাদের নামে!

আজ মুসলিম উম্মাহ সহ গোটা পৃথিবী সেই শিশুর দায়ের করা মামলার সামনে দাঁড়িয়ে। আমরা কতদিন পারবো এই মামলা লড়ে যেতে? একজন মজলুম শিশুর মামলা, প্রতাপশালী আল্লাহর দরবারে।

কোয়ারেন্টিন থেকে পালাচ্ছে হতবিহবল মানুষগুলো। ফিলিস্তিনের সেই কোয়ারেন্টিনের কথা মনে পড়ে কী? যেখানে উম্মাহর ভাইয়েরা অতিষ্ঠ জীবন অতিবাহিত করে যাচ্ছে প্রজন্মের পর প্রজন্ম। অত্যাচারীরা গযব থেকে বাঁচতে আজ নিজেই নিজের বানানো কোয়ারেন্টিনে বন্দি। মাজলুমের বসতিতেও তারা আজ অবাঞ্ছিত।

আরাকানেও মাসজিদ ছিলো, ছিলো মাদ্রাসা। কিন্তু সেখানে জামাত হতে পারতো না, দ্বীনের দারস হতে পারতোনা। বর্মী সৈন্যদের বাঁধার মুখে রোহিঙ্গা মুসলিমরা অসহায় হয়ে তাকিয়ে থাকতো শুন্য মাসজিদের দিকে। আহাজারি করতো শূয়রের খোঁয়াড়ে পরিণত হওয়া মাদ্রাসাগুলোর দিকে তাকিয়ে। আজ মুসলিম বিশ্বের মাসজিদগুলো শুন্য। আযান নেই। উমরা নেই। আরাকানের স্বাদ আস্বাদন করে কেমন বোধ করছো হে উম্মাহ!

লক ডাউন করা কাশ্মীর এখন উন্মুক্ত। বরং হিন্দু সন্ত্রাসীদের রাজভবন আজ লকড ডাউন। নিজ পরিবারের কাছেই তারা এখন অচ্ছুৎ। চেতনার ‘জয় শ্রীরাম’ চুপসে গেছে বাস্তবতার ‘করোনা’র কাছে। প্রোপাগান্ডার বায়বীয় ‘গোমূত্র’ থেরাপী স্বয়ং হিন্দুরাই এখন চেখে দেখতে নারাজ। ‘করোনা’ যখন ফণা তুলছিলো তখনো তুমরা দিল্লীতে মেতে ছিলে রক্তের নেশায়। এখন কোথায় সেই দুঃসাহস!?

যে দাঙ্গা পুলিশ লাগিয়ে ইউরোপ শরণার্থীদের তাড়াচ্ছিলো কয়েক সপ্তাহ আগে, তারাই এখন তাড়াচ্ছে ইউরোপিয়ানদের। নিজ বাড়িতে গৃহবন্দি করে রাখতে। মুসলিম নিধনে অবদান রাখা তাদের ডোনেশন গুলো ফিরে এসেছে ‘করোনা’র ছদ্মবেশে। আপনজনের লাশ কতো ভারী হে ইউরোপ?!

অর্থনীতির চীন! কোনটা বেশি দামী? উইঘুর মুসলিমের অঙ্গ-প্রত্যঙ্গ নাকি করোনার প্রতিষেধক? আজ প্রতিটা এলাকা উইঘুরে পরিণত হয়েছে। মুসলিমের রক্তে রঞ্জিত হাতগুলো কতবার ধুলে করোনামুক্ত হবে? পৃথিবীর প্রতিটা করোনা আক্রান্ত ব্যক্তি আজ তোমাকে অভিসম্পাত করে হে চীন। পৃথিবীবাসী কামনা করে- হায়! চীন বলে যদি কিছুই না থাকতো এই দুনিয়ায়!!

 

Related Images:

BD TOP TEN

Filed Under: ইসলাম, জনসচেতনতা, জানা অজানা, ধর্ম, নব দিগন্ত, প্রেরণা, মগজ ধোলাই, সংগৃহীত Tagged With: উম্মাহ

  • « Previous Page
  • 1
  • …
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • …
  • 34
  • Next Page »

নামাজের সময়সূচী

    ঢাকা, বাংলাদেশ
    রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
    ওয়াক্তসময়
    ফজর5:25 AM
    সূর্যোদয়6:32 AM
    জোহর11:53 AM
    আসর3:38 PM
    মাগরিব5:14 PM
    ইশা6:21 PM

বিভাগসমূহ

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • এই ৯ মিনিট আপনার সন্তানের জন্য ভীষণ প্রয়োজন
  • আবোল তাবোল রাজনীতি – পার্ট ২
  • সংখ্যা অনুপাতিক নির্বাচন ও এর সুফল
  • আমার আয়না ঘর দর্শন
  • কি দেখে পুরাতন/ব্যবহৃত ল্যাপটপ কিনব?
  • আবোল তাবোল রাজনীতি
  • ফলো টু ফলো – Follow to Follow
  • বি.ডি.এস. পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন।
  • আমি আজও বুঝলাম না আমার ডিভোর্সের আসল কারণ কি?
  • কিছু নির্মম ইতিহাস – Tasrif Khan
  • কেউ সুখে না রাখলে কি সুখি হওয়া যায়?
  • Sarjis Alam ভাইয়ের ২০২১ সালের পোস্ট
  • আমার গুমের গল্প।ভিক্টিম: মাসরুর আনোয়ার চৌধুরী!
  • পাপের নগদ শাস্তি
  • যে ভালোবাসে তাকেই পাশে রাখ।
  • ছাদবাগান থেকেই আসবে প্রয়োজনীয় সবজি
  • A গ্রেড অথবা B গ্রেড টাইলস চেনার উপায় কি?
  • আমাদের ছেলেরা কীভাবে পুরুষ হবে?
  • প্রচন্ড গরমে বিল্ডিং বা পাকা বাড়িতে AC ছাড়াই ঠান্ডা পরিবেশে থাকতে একটি পরামর্শ
  • এসি-ফ্যান একসাথে চালালে ঘর ঠান্ডা হয় এবং বিদ্যুৎ খরচ বাঁচে?

সাম্প্রতিক মন্তব্যসমূহ

  • ❌ লজ্জা নয়, বাঁচতে হলে জানতে হবে। ? এম এম কিট MM Kit প্রকাশনায় সুমাইয়া
  • অনলাইনে প্রভিডেন্ট ফান্ড এবং পেনশন সংক্রান্ত বিভিন্ন তথ্য প্রকাশনায় মোঃ শরিফুল ইসলাম
  • ❌ লজ্জা নয়, বাঁচতে হলে জানতে হবে। ? এম এম কিট MM Kit প্রকাশনায় পান্না দাশ
  • কোভিড-১৯ ভ্যাকসিন বিষয়ক জিজ্ঞাসা প্রকাশনায় HAFEZ
  • কোভিড-১৯ ভ্যাকসিন বিষয়ক জিজ্ঞাসা প্রকাশনায় HAFEZ

অনুসন্ধান করুন

বিভাগসমূহ

স্বাস্থ্য টিপস

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ – ১-৭ আগস্ট

বাংলাদেশে ১-৭ আগস্ট, ২০১৯ পালিত হচ্ছে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ। প্রতিপাদ্য- “শিশুকে মাতৃদুগ্ধ পান করাতে মাতা-পিতাকে উৎসাহিত করুন”। Related Images:

Copyright © 2025