বিডি টপ টেন

বিডি টপ টেন

আজকের দিন-তারিখ-সময়
আজ ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, হেমন্তকাল | ২২শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার | ভোর ৫:৩০
  • হোম
  • ট্যুর এন্ড ট্রাভেলস
  • অফার
  • জোকস
  • স্বাস্থ্য টিপস
  • তারকা সংবাদ
  • ধর্ম
    • ইসলাম
  • জনসচেতনতা
  • নব দিগন্ত
  • জানা অজানা
  • সংগৃহীত

বাংলাদেশের হাসপাতালে গ্ৰাজুয়েট ফার্মাসিস্ট নিয়োগ ও হাসপাতাল ফর্মূলারি সিস্টেম চালু করা প্রয়োজন

অক্টোবর ৩, ২০১৯ by BD TOP TEN Leave a Comment (Edit)

বাংলাদেশে ওষুধের অনৈতিক বাজারজাতকরণ পদ্ধতি ও এর অশুভ ফলাফলের বিভিন্ন দিকগুলো নিয়ে পলিসি ডায়লগ হওয়া প্রয়োজন। ফার্মাসিউটিক্যাল কোম্পানির promotional influence এর দ্বারা প্রভাবিত হয়ে রোগীরা প্রেসক্রিপশনের নির্দেশনা অনুযায়ী একাধিক প্রয়োজনীয় ও অপ্রয়োজনীয় বা সম্ভাব্য পার্শ্বপ্রতিক্রিয়া যুক্ত ওষুধ সেবন করে যা medication misuse বা irrational drug use-এর কারণ হিসেবে স্পষ্টত পরিলক্ষিত হয়। এদেশে ওষুধ বাজারজাতকরণ ও নিয়ন্ত্রণের দিকগুলো বিবেচনার সময় রোগীর স্বাস্থ্য ও অর্থনৈতিক বিষয়গুলোকে নিয়ে সর্বাঙ্গীন ভাবা বা আলোচনা হয়না। ওষুধের অনৈতিক বাজারজাতকরণের সকল প্রকারের নেতিবাচক দিকগুলো বা পথগুলো চিহ্ণিতকরণ করে তা বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা উচিত।

সকল হাসপাতাল ও কমিউনিটি স্বাস্থ্য কমপ্লেক্সে ওষুধের সুষ্ঠু নির্বাচন ও ব্যবহার সুনিশ্চিত করার জন্য Pharmacy and Therapeutics Committee গঠন করা বাধ্যতামূলক হওয়া প্রয়োজন। এই কমিটির কাজ হবে ওষুধের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করার জন্য নিজেদের হাসপাতালে একটি Hospital Formulary ও Hospital Formulary System চালু করা। ইহা ওষুধের সুষ্ঠু ব্যবহার সুনিশ্চিত করতে সহায়তা করবে। ইহা সুপ্রতিষ্ঠিত হলে ওষুধের irrational use বন্ধ হবে বা বন্ধ করা যাবে। ফলে এ দেশের বিপুল অংকের টাকার অপচয় রোধ করা যাবে ও রোগীর সঠিক স্বাস্থ্য সেবা প্রদান করা যাবে। রোগী ও সরকারের অর্থ ব্যবহারের অপচয় রোধ হলে অবশ্যই আমরা সবাই উপকৃত হব। এ সম্পর্কে সকলের আগ্রহ সৃষ্টি করার পদক্ষেপ নেয়া প্রয়োজন। সঠিক ও কার্যকর Drug Utilization and Marketing Policy করা গেলে এবং Graduate Pharmacists-দের হাসপাতালে positioning করলে এদেশের স্বাস্থ্যব্যবস্থায় ব্যাপক পজেটিভ ফলাফল পাওয়া যাবে।

ধন্যবাদ।
প্রফেসর শেখ ফিরোজ উদ্দিন আহমেদ, জা.বি

Related Images:

BD TOP TEN

Filed Under: জনসচেতনতা, স্বাস্থ্য সেবা Tagged With: স্বাস্থ্য সেবা

সাধারণ ডায়েরি, জিডি নমুনা কপি

অক্টোবর ১, ২০১৯ by BD TOP TEN Leave a Comment (Edit)

তারিখঃ … … …

বরাবর
ভারপ্রাপ্ত কর্মকর্তা
… … … থানা, ____।

বিষয় : সাধারণ ডায়েরি ভুক্তির জন্য আবেদন।

জনাব,
আমি নিম্ন স্বাক্ষরকারী, এই মর্মে জানাচ্ছি যে গত _ _ _  তারিখ _ _  টা সময় _ _ _ থেকে আমার নিম্নবর্ণিত কাগজ/মালামাল/ডকুমেন্ট হারিয়ে গেছে।

বর্ণনা : _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _

বিষয়টি থানায় অবগতির জন্য সাধারণ ডায়েরিভুক্ত করার অনুরোধ করছি।

বিনীত
নাম: _ _ _ _ _
ঠিকানা: _ _ _ _ _
মোবাইল নম্বর: _ _ _ _ _

Related Images:

BD TOP TEN

Filed Under: জনসচেতনতা, জানা অজানা Tagged With: gd, general dairy, জিডি, জিডি কিভাবে করবেন, ভারপ্রাপ্ত কর্মকর্তা, সাধারণ ডায়েরি

সত্যিকারের ধনী হওয়া খুব গুরুত্বপূর্ণ

সেপ্টেম্বর ১৬, ২০১৯ by BD TOP TEN Leave a Comment (Edit)

একবার এক লোক বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি বিল গেটসকে জিজ্ঞাসা করেছিলেন,
“পৃথিবীতে তোমার চেয়ে ধনী আর কেউ আছে কি?”

বিল গেটস জবাব দিয়েছিল,
“হ্যাঁ, এমন একজন আছেন যিনি আমার চেয়েও ধনী”

তারপর তিনি একটি গল্প বললেন।

এই সময়টি ছিল যখন আমি ধনাঢ্য বা বিখ্যাত ছিলাম না। একবার নিউইয়র্ক বিমান বন্দরে একজন সংবাদপত্র বিক্রেতার সাথে আমার সাক্ষাত হলো। আমি একটি সংবাদপত্র কিনতে চেয়েছিলাম কিন্তু দেখেছি আমার কাছে যথেষ্ট টাকা নেই। তাই আমি কেনার সিদ্ধান্ত ছেড়ে পেপারটি বিক্রেতার কাছে ফিরিয়ে দিয়েছিলাম। আমি তাকে আমার অবস্থার কথা বলেছি। বিক্রেতা বললেন, ‘আমি আপনাকে বিনামূল্যে দিচ্ছি। আমি পত্রিকাটি নিয়েছিলাম।

দুই থেকে তিন মাস পরে, আমি একই বিমান বন্দরে আবার অবতরণ করেছি এবং কাকতালীয়ভাবে আবারও সেই পত্রিকা বিক্রেতার সাথে দেখা হলো। বিক্রেতা আমাকে আজও একটি পত্রিকা অফার করলেন। আমি অপারগতা প্রকাশ করেছিলাম এবং বলেছিলাম যে আমি এটি নিতে পারি না কারণ এখনও আমার পরিবর্তন আসেনি। তিনি বললেন, ‘আপনি এটি নিতে পারেন, আমি এটি আমার লাভাংশ থেকে আপনাকে দিচ্ছি, আমার ক্ষতি হবে না’। বিক্রেতার আগ্রহে আমি পত্রিকাটি নিয়েছিলাম।

ঐ ঘটনার ১৯ বছর পরে আমি বিখ্যাত এবং মানুষের কাছে পরিচিত হয়ে উঠি। হঠাৎ একদিন মনে পড়ে গেল সেই পত্রিকা বিক্রেতার কথা। আমি তাকে খুঁজতে শুরু করে দিলাম এবং প্রায় দেড় মাস অনুসন্ধানের পরে আমি তাকে খুঁজে পেলাম।

আমি তাকে জিজ্ঞাসা করলাম, ‘আপনি কি আমাকে চেনেন? ’তিনি বলেছিলেন,‘ হ্যাঁ, আপনি বিল গেটস। ’
আমি তাকে আবার জিজ্ঞাসা করলাম, ‘আপনার কি মনে আছে একবার আমাকে বিনামূল্যে একটি পত্রিকা দিয়েছিলেন? ’

বিক্রেতা বললেন, ‘হ্যাঁ, মনে আছে। আপনাকে দু’বার দিয়েছি। ’

আমি বললাম, ‘আপনি যে আমাকে বিনামূল্যে পত্রিকা দিয়েছিলেন তা আমি ফিরিয়ে দিতে চাই। আপনি আপনার নিজের জন্য যা চান বলুন? আমি এটি পূরণ করব। ’

বিক্রেতা বললেন, ‘স্যার, আপনি এমন কিছু দিতে পারবেন না, যা আমার সাহায্যের সমান হবে। ’

আমি জিজ্ঞাসা করলাম, ‘কেন? ’

তিনি বলেছিলেন, ‘আমি আপনাকে সংবাদপত্র দিয়েছিলাম আমার দরিদ্র অবস্থান থেকে । আর আপনি এখন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হয়ে আমাকে সাহায্য করার চেষ্টা করছেন। আপনার সাহায্য কীভাবে আমার সাহায্যের সমান হবে? ’

সেদিন আমি বুঝতে পেরেছিলাম যে সংবাদপত্রের বিক্রেতা আমার চেয়ে বেশি ধনী, কারণ তিনি কাউকে সাহায্য করার জন্য ধনী হওয়ার অপেক্ষা করেন নি।

মানুষকে বুঝতে হবে যে সত্যিকারের ধনী ব্যক্তি হলো তাঁরাই যাদের প্রচুর অর্থের চেয়ে প্রাচুর্যপূর্ণ হৃদয় রয়েছে।

Related Images:

BD TOP TEN

Filed Under: জনসচেতনতা, সংগৃহীত Tagged With: বিল গেটস, সত্যিকারের ধনী

সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ

সেপ্টেম্বর ৮, ২০১৯ by BD TOP TEN Leave a Comment (Edit)

যিনি বিজ্ঞানী আইনস্টাইনের ড্রাইভার ছিলেন, তিনি একদিন আইনস্টাইনকে বললেন,
আপনি প্রতিটি সভায় যে ভাষণ দেন,সেইগুলো শুনে শুনে আমার মুখস্থ হয়ে গেছে ।

একথা শুনে আইনস্টাইন তো অবাক!
উনি তখন বললেন,
বেশতো!
তাহলে এর পরের মীটিংয়ে যেখানে যাবো,তারা আমাকে চেনেন না, একেবারে নতুন এলাকা৷ চাইলে তুমি আমার হয়ে ভাষণ দিতে পারো, আর আমি ড্রাইভার হয়ে বসে থাকবো৷

সুযোগ পেয়ে পরের সভায় তো ড্রাইভার হুবহুব আইনস্টাইন এর ভাষণ গড় গড় করে বলে গেলেন। উপস্থিত বিজ্ঞজনেরা তুমুল করতালি দিলেন৷
এরপর তাঁরা ড্রাইভারকে আইনস্টাইন ভেবে গাড়িতে পৌঁছে দিতে এলেন।
সেই সময়ে একজন অধ্যাপক ড্রাইভারকে জিজ্ঞেস করলেন,

স্যার, ঐ আপেক্ষিক এর যে সঙ্গাটা বললেন,অনুগ্রহ করে আর একবার সংক্ষেপে বুঝিয়ে দেবেন ?
আসল আইনস্টাইন দেখলেন ড্রাইভারেরতো বিপদ!
এবারতো ড্রাইভার ধরা পরে যাবে৷

কিন্তু তিনি ড্রাইভার এর উত্তর শুনে তাজ্জব হয়ে গেলেন, ড্রাইভার উত্তর দিল।
এই সহজ জিনিসটা আপনার মাথায় ঢোকেনি ?
আমার ড্রাইভারকে জিজ্ঞেস করুন সে বুঝিয়ে দেবে৷
———*———

বিঃদ্রঃ- জ্ঞানী ব্যক্তিদের সাথে চলাফেরা করলে আপনিও জ্ঞানী হবেন। আপনি যেমন মানুষের সাথে ঘুরবেন তেমনই হবেন।
তাই কথায় আছে!

“সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ”

Related Images:

BD TOP TEN

Filed Under: জনসচেতনতা, সংগৃহীত

প্রবাসীর কষ্ট কেউও বুঝবেনা একমাত্র প্রবাসী ছাড়া~!

সেপ্টেম্বর ৭, ২০১৯ by BD TOP TEN Leave a Comment (Edit)

  • যৌতুক নিয়ে বিয়ের হার কমেছে প্রবাসীদের কারণে।
  • হাতে হাতে দামী মোবাইল প্রবাসীদের কারণে।
  • সাইকেলের বদলে মোটরবাইক, কার টাকায় প্রবাসীদের টাকায়।
  • ২২k gold প্রবাসীদের কারণে।
  • অরিজিনাল কসমেটিক্স প্রবাসীদের কারণে।
  • নিডু দুধ সহ অরিজিনাল খাদ্য সামগ্রী প্রবাসীদের কারণে।
  • বছরের পর বছর দামী শাড়ি, গয়না ব্যবহার করছেন প্রবাসীদের কারণে।
  • মাসের পর মাস নতুন নতুন টাকার বান্ডিল প্রবাসীদের কারণে।
  • গ্রামে যেখানে ৯০% কাঁচা ঘর ছিলো সে জায়গায় এখন ৫০% পাকা ও আধা পাকা ঘর হয়েছে প্রবাসীদের কারণে
  • এখন ঘরে ঘরে শিক্ষিত ছেলেমেয়ে প্রবাসীদের কারণে।
  • টেলিভিশন, ভিসিআর, ভিসিডি, ডিভিডি প্রবাসীদের কারণে।
  • ভাল ব্রান্ডের পোষাক, কসমেটিক, ফারফিউম প্রবাসীদের কারনে।
  • মন্ত্রীদের দামি গাড়ি আর পেট্রোলের টাকাও প্রবাসী ভাইদের রেমিটেন্সের টাকায় চলছে।

বাংলাদেশ সরকারও চলে প্রবাসীদের রক্তঘামে আয় করে পাঠানো বৈদেশিক মুদ্রার সাহায্যে। কিন্তু প্রবাসীরা আজ অবহেলিত – সরকারের কাছে, পরিবারের কাছে, সমাজের কাছে। একজনের জীবন নষ্ট করে ১০ জনের মুখে হাঁসি আনে এই প্রবাসীরা। আসলে আল্লাহ ছাড়া প্রবাসীদের বুঝার মত কেউ নাই এই নিষ্ঠুর পৃথিবীতে।

Related Images:

BD TOP TEN

Filed Under: জনসচেতনতা, নব দিগন্ত Tagged With: আধা পাকা ঘর, কসমেটিক্স, গয়না, টাকার বান্ডিল, দামী মোবাইল, পাকা ও আধা পাকা ঘর, পাকা ঘর, প্রবাসী, মোটরবাইক, যৌতুক, শাড়ি, শিক্ষিত ছেলেমেয়ে

  • « Previous Page
  • 1
  • …
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • Next Page »

নামাজের সময়সূচী

    ঢাকা, বাংলাদেশ
    রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
    ওয়াক্তসময়
    ফজর5:25 AM
    সূর্যোদয়6:32 AM
    জোহর11:53 AM
    আসর3:37 PM
    মাগরিব5:13 PM
    ইশা6:20 PM

বিভাগসমূহ

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • এই ৯ মিনিট আপনার সন্তানের জন্য ভীষণ প্রয়োজন
  • আবোল তাবোল রাজনীতি – পার্ট ২
  • সংখ্যা অনুপাতিক নির্বাচন ও এর সুফল
  • আমার আয়না ঘর দর্শন
  • কি দেখে পুরাতন/ব্যবহৃত ল্যাপটপ কিনব?
  • আবোল তাবোল রাজনীতি
  • ফলো টু ফলো – Follow to Follow
  • বি.ডি.এস. পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন।
  • আমি আজও বুঝলাম না আমার ডিভোর্সের আসল কারণ কি?
  • কিছু নির্মম ইতিহাস – Tasrif Khan
  • কেউ সুখে না রাখলে কি সুখি হওয়া যায়?
  • Sarjis Alam ভাইয়ের ২০২১ সালের পোস্ট
  • আমার গুমের গল্প।ভিক্টিম: মাসরুর আনোয়ার চৌধুরী!
  • পাপের নগদ শাস্তি
  • যে ভালোবাসে তাকেই পাশে রাখ।
  • ছাদবাগান থেকেই আসবে প্রয়োজনীয় সবজি
  • A গ্রেড অথবা B গ্রেড টাইলস চেনার উপায় কি?
  • আমাদের ছেলেরা কীভাবে পুরুষ হবে?
  • প্রচন্ড গরমে বিল্ডিং বা পাকা বাড়িতে AC ছাড়াই ঠান্ডা পরিবেশে থাকতে একটি পরামর্শ
  • এসি-ফ্যান একসাথে চালালে ঘর ঠান্ডা হয় এবং বিদ্যুৎ খরচ বাঁচে?

সাম্প্রতিক মন্তব্যসমূহ

  • ❌ লজ্জা নয়, বাঁচতে হলে জানতে হবে। ? এম এম কিট MM Kit প্রকাশনায় সুমাইয়া
  • অনলাইনে প্রভিডেন্ট ফান্ড এবং পেনশন সংক্রান্ত বিভিন্ন তথ্য প্রকাশনায় মোঃ শরিফুল ইসলাম
  • ❌ লজ্জা নয়, বাঁচতে হলে জানতে হবে। ? এম এম কিট MM Kit প্রকাশনায় পান্না দাশ
  • কোভিড-১৯ ভ্যাকসিন বিষয়ক জিজ্ঞাসা প্রকাশনায় HAFEZ
  • কোভিড-১৯ ভ্যাকসিন বিষয়ক জিজ্ঞাসা প্রকাশনায় HAFEZ

অনুসন্ধান করুন

বিভাগসমূহ

স্বাস্থ্য টিপস

সত্যিকার পুরুষত্ব নারীদের নিরাপদে রাখে

পুরুষের জন্য নারী, নারীর জন্য পুরুষ। আল্লাহ এভাবেই জোড়ায় জোড়ায় আমাদের বানিয়েছেন। যৌনতার পুরুষত্ব শুধু সহধর্মীনির জন্যই। আর প্রকৃত পুরুষত্ব সকল নারীর জন্য। সকল নারীকে সম্মান করাই হল প্রকৃত পুরুষত্ব, হোক সে নারী একজন শিশু, তরুণী কিংবা বৃদ্ধা কোন মহিলা। একজন সত্যিকার পুরুষ সবসময় নারীদের সম্মান করে। তার কাছে একজন নারী সবসময় নিজেকে সম্পুর্ন নিরাপদ বোধ করে। একজন সত্যিকার পুরুষ কখনো কোন নারীকে আঘাত করে […]

Copyright © 2025