বিডি টপ টেন

বিডি টপ টেন

আজকের দিন-তারিখ-সময়
আজ ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, হেমন্তকাল | ২২শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার | সকাল ৯:১১
  • হোম
  • ট্যুর এন্ড ট্রাভেলস
  • অফার
  • জোকস
  • স্বাস্থ্য টিপস
  • তারকা সংবাদ
  • ধর্ম
    • ইসলাম
  • জনসচেতনতা
  • নব দিগন্ত
  • জানা অজানা
  • সংগৃহীত

যারা তোমার মূল্য বুঝবে তারা ঠিকই তোমাকে মূল্যায়ন করবে

অক্টোবর ১২, ২০১৯ by BD TOP TEN Leave a Comment (Edit)

মৃত্যুর পূর্বে একজন পিতা তার সন্তানকে কাছে ডেকে বললেন, ‘এই নাও! এই ঘড়িটা আজ আমি তোমাকে দিলাম। আমাকে দিয়েছিলো তোমার দাদা। ঘড়িটা দুইশত বছর আগের। তবে, ঘড়িটা নেওয়ার আগে তোমাকে একটা কাজ করতে হবে’।

ছেলেটা বললো, ‘কি কাজ?’

– ‘এই ঘড়িটা নিয়ে রাস্তার পাশের ঘড়ির দোকানে যাবে। তাদের বলবে যে এই ঘড়ি তুমি বিক্রি করতে চাও’।

ছেলেটা তা-ই করলো। ঘড়িটা রাস্তার পাশের একটা ঘড়ির দোকানে বিক্রি করতে নিয়ে গেলো। সে ফিরে এলে তার বাবা বললো, ‘ঘড়ির দোকানদার কতো টাকা দিতে চাইলো ঘড়িটার বিনিময়ে?’

ছেলেটা বললো, ‘একশো টাকা মাত্র। ঘড়িটা নাকি অনেক পুরাতন, তাই’।

বাবা বললেন, ‘এবার পাশের কফি শপে যাও। তাদেরকে বলো যে তুমি এই ঘড়ি বিক্রি করতে চাও’।

ছেলেটা তা-ই করলো। ঘড়িটা নিয়ে পাশের এক কফি শপে গেলো৷ ফিরে এলে তার বাবা জানতে চাইলো, ‘কি বললো ওরা?’

– ‘ওরা তো এটা নিতেই চাইলো না। বললো, এতো পুরোনো, নোংরা ঘড়ি দিয়ে আমাদের কি হবে?’

বাবা হাসলেন। বললেন, ‘এবার তুমি এই ঘড়ি নিয়ে জাদুঘরে যাও। তাদের বলো যে এই ঘড়িটা আজ থেকে দুই’শতো বছর আগের’।

ছেলেটা এবারও তা-ই করলো। সে ঘড়িটা নিয়ে জাদুঘরে গেলো। ফিরে এলে তার বাবা বললো, ‘কি বললো ওরা?’

– ‘ওরা তো ঘড়িটা দেখে চমকে উঠেছে প্রায়! তারা এই ঘড়ির দাম বাবদ এক লক্ষ টাকা দিতে চাইলো আমাকে’।

ছেলের কথা শুনে বাবা হাসলেন। বললেন, ‘আমি তোমাকে এটাই শিখাতে চাচ্ছিলাম যে, যারা তোমার মূল্য বুঝবে তারা ঠিকই তোমাকে জীবনে মূল্যায়ন করবে। আর যারা তোমার মূল্য বুঝবেনা, তারা কোনোদিনও তোমাকে মূল্যায়ন করবেনা। তাই, যারা তোমাকে মূল্যায়ন করবেনা তাদের দেখে হতাশ হয়ে পড়ো না। তারা তোমার মূল্য বুঝতে অক্ষম। তুমি তাদের কাছেই যাবে তারা তোমার সত্যিকার মূল্য বুঝবে…’।

Related Images:

BD TOP TEN

Filed Under: জনসচেতনতা, প্রেরণা, মগজ ধোলাই, সংগৃহীত

শিক্ষনীয় গল্প…

অক্টোবর ৯, ২০১৯ by BD TOP TEN Leave a Comment (Edit)

একবার এক ইঁদুর লক্ষ্য করল যে বাড়িতে ইঁদুর মারার ফাঁদ পাতা রয়েছে। সে খুবই ভয় পেল। ফাঁদটি অকেজো করার জন্য সে ওই বাড়িতে থাকা মুরগির সাহায্য চাইল।

মুরগি ঘটনা শুনে জবাব দিল- “ফাঁদটি আমার কোন ক্ষতি করতে পারবে না। অতএব আমি এখানে কোন সাহায্য করতে পারব না”। মুরগির কাছ থেকে এই উত্তর শুনে ইঁদুর খুব দুঃখিত হলো এবং ছাগলের কাছে গিয়ে সাহায্য চাইল।

ছাগল ফাঁদের কথা শুনে বললো- “ওই ফাঁদ বড়দের জন্য নয়। আমি এখানে তোমাকে কোন সাহায্য করতে পারব না”। ইঁদুর ছাগলের কাছ থেকে একই উত্তর শুনে দুঃখিত হয়ে গরুর কাছে এলো।

সব কথা শুনে গরু বললো- “ইদুরের ফাঁদ আমার মতো বড় প্রাণীর কোন ক্ষতিই করতে পারবে না। যা আমার কোন ক্ষতি করতে পারবে না তা নিয়ে আমি কেন বৃথা চিন্তা করব?”। ইঁদুর শেষ পর্যন্ত নিরাশ হয়ে তার ঘরে ফিরে এলো।

রাতের বেলা বাড়ির কর্ত্রী অন্ধকারের ভিতর বুঝতে পারলেন যে ফাঁদে কিছু একটা ধরা পড়েছে। অন্ধকারে ফাঁদের কাছে হাত দিতেই উনি হাতে কামড় খেলেন এবং দেখলেন ফাঁদে ইঁদুরের বদলে সাপ ধরা পড়েছে। তার চিৎকারে কর্তার ঘুম ভাঙল।

তাড়াতাড়ি ডাক্তার ডাকা হলো। চিকিৎসা শুরু হয়ে গেল। কিন্তু অবস্থা মোটেই ভালো না। পথ্য হিসেবে ডাক্তার মুরগির সুপ খাওয়াতে বললেন। সুপের জন্য কর্তা মুরগিকে জবাই করে দিলেন। অবস্থা আস্তে আস্তে আরও খারাপ হতে লাগলো। দূর দূরান্ত থেকে আরও অনেক আত্মীয় স্বজন আসতে লাগলো। বাধ্য হয়ে কর্তা ছাগলকে জবাই করলেন তাদের আপ্যায়ন করার জন্য। আরও ভালো চিকিৎসার জন্য অনেক টাকার দরকার হতে লাগলো। অবশেষে বাড়ির কর্তা তাদের গরুটিকে কসাইখানায় বিক্রি করে দিল। একসময় বাড়ির কর্ত্রী সুস্থ হয়ে উঠল। আর এই সমস্ত কিছু ইঁদুরটি তার ছোট্ট ঘর থেকে পর্যবেক্ষণ করল।

শিক্ষা:

কেবল নিজের চিন্তায় যে মগ্ন, নিজের স্বার্থ ছাড়া অন্য কিছু বোঝে না তার বিপদকালেও কেউ এগিয়ে আসবে না। প্রতিবেশির বিপদ মানেই নিজের বিপদ, দেশ ও জাতির সঙ্কট মানেই নিজের সঙ্কট, মুসলিম হিসাবে মুসলমান জাতির উপর বিপদ মানে সেটা আমার উপরেও বিপদ – এই চিন্তা থেকে যে নিজেকে মুক্ত করে কেবল স্বার্থচিন্তায়, আত্মচিন্তায় নিমগ্ন তার বিপদ অনিবার্য, ইহজগৎ ও পরজগৎ উভয় জায়গাতেই সে বিপদগ্রস্ত হবে। তার হাজার এবাদতও তাকে জাহান্নাম থেকে, নরক থেকে মুক্ত করতে পারবে না।

Related Images:

BD TOP TEN

Filed Under: জনসচেতনতা, মগজ ধোলাই, সংগৃহীত

“অতিরঞ্জিত ও অসম” পর্দা, ভক্তি, ভীতি চোরের লক্ষণ!

অক্টোবর ৬, ২০১৯ by Rifat Chowdhury Leave a Comment (Edit)

‼️ স্বামী ঘরে ঢুকেই দেখল, স্ত্রী কাঁদছে ৷

কারণ জানতে চাইলে বলল, আমাদের বাড়ির গাছটি থেকে কয়েকটা চড়ুই আমাকে দেখে ফেলেছে ৷ অথচ তখন আমার মুখ ঢাকা ছিল না ৷ এ কারণে আল্লাহ যদি পাকড়াও করেন, তখন যে আমার কোন উপায় থাকবে না গো।

‼️ স্ত্রীর সতীত্ব এবং আল্লাহভীতি দেখে খুশিতে স্বামী আত্নহারা হয়ে কাঠুরে এনে গাছটি কেটে বিক্রি করে দিল।

‼️ সপ্তাহখানেক পর কর্মস্থল থেকে স্বামী একদিন একটু তাড়াতাড়ি বাসায় ফিরে দেখল, তার স্ত্রী প্রেমিকের কোলে লেপটে পড়ে আছে। ‼️ যে থাকতো কেটে ফেলা গাছের ওপারে ‼️

‼️ এতে স্বামী মর্মাহত হল। কিন্তু টু শব্দটি না করে কিছু প্রয়োজনীয় আসবাবপত্র নিয়ে সে একবারে তাঁর শহর ছেড়ে চলে গেল।

বহু দূরের এক লোকালয়ে পৌঁছে দেখল, রাজপ্রাসাদের সামনে জনগণের ঢল নেমেছে। সে একজনকে জিজ্ঞেস করল, এখানে এত মানুষ কেন?

‼️ জবাব এলো, সুলতানের রত্নভান্ডার চুরি হয়ে গেছে, তাই।

এর খানিক পর সে দেখল, রাস্তা দিয়ে বুযুর্গমতন একজন হেটে যাচ্ছেন। তবে স্বাভাবিকভাবে নয়, আঙ্গুলের ওপর ভর দিয়ে।

‼️ সে তার ব্যাপারে জিজ্ঞেস করলে জানল, তিনি এই শহরের সবচেয়ে বড় বুযুর্গ। পায়ের আঘাতে কোন পিপড়া মারা যেতে পারে, এই ভয়ে তিনি সবসময় এভাবে হাটেন। খুব পরহেযগার মানুষ। আল্লাহর সামনে জবাবদিহিতার ভয়ে, তার আরো কিছু আমল দেখলে আপনি এরচেয়ে বেশি অবাক হবেন!

‼️ একথা শুনে গৃহত্যাগী লোকটি চেচিয়ে উঠে বলল, আমি চোর চিনে ফেলেছি। আমাকে সুলতানের কাছে নিয়ে চলুন। সে সুলতানকে বলল, কথিত ঐ বুযুর্গই আপনার রত্নভান্ডার চুরি করেছে।

‼️ এরপর দীর্ঘ তদন্তের পর গৃহত্যাগীর দাবিই সত্য প্রমাণিত হল!

‼️ সুলতান জানতে চাইল, তুমি কি করে বুঝলে যে, সে-ই চোর?

‼️ গৃহত্যাগী বলল, যখন তুচ্ছ বিষয়েও কাউকে বড় রকমের সাধুতা যাহের করতে দেখবেন, তখন বুঝবেন— তার এই সাধুতা আসলে একটা পর্দা ৷ যার আড়ালে সে অনেক বড় ধরনের কোন অপরাধ লুকিয়ে রেখেছে। ‼️ 

Related Images:

Rifat Chowdhury

Filed Under: জনসচেতনতা, ধর্ম, মগজ ধোলাই, রম্য রস

ইন্টারনেট আসক্তি কমাবেন কিভাবে?

অক্টোবর ৪, ২০১৯ by BD TOP TEN Leave a Comment (Edit)

যুক্তরাষ্ট্রে এক তথ্যে জানা যায় দুই বছরের শিশুদের ৯০ ভাগ ভিডিও গেম দেখে থাকে এবং তার বেশীর ভাগ তাতে আসক্ত এবং টিনএজ বয়সীরা তার চাইতে বেশী ইন্টারনেটে নিমজ্জিত থাকে। বাংলাদেশে সর্বশেষ রিপোর্টে ৯ কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করেন এবং তার বড় একটি অংশ ইন্টারনেটে আসক্ত। শিক্ষার্থীদের অবস্থা দিন দিন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। আজকাল বাবা মা’রাও অনেকে ইন্টারনেট আসক্তিতে নিমজ্জিত হচ্ছেন।

  • Internet Addiction নিয়ন্ত্রণের প্রাথমিক ধাপ হিসেবে ৪টি কাজ করতে হবে, নিজেকে ভয়াবহ আসক্তির কবল থেকে ক্রমান্বয়ে রক্ষার জন্য —
    খাবার টেবিলে স্মার্টফোন ব্যবহার করা যাবে না তথা হাতে বা খাবার টেবিলে রাখা যাবে না; এটি কঠোরভাবে মানতে হবে, (মনোযোগ দিয়ে খেতে হবে এবং টেবিলে বসা পরিবারের বা বন্ধুদের দিকে মনোযোগ দিতে হবে যা স্বাভাবিক সৌজন্যতা)
  • মিটিং বা কর্মশালায় বা কারো সাথে সামনা সামনি কথোপকথনের সময় মোবাইল হাতে রাখা বা দেখা যাবে না।
  • ঘুমানোর সময় তথা বিছানায় মোবাইল নিয়ে যাওয়া যাবে না যাতে ঘুমানোর সময় বা ঘুম থেকে উঠেই মোবাইলে হাত না যায়
  • সপ্তাহে একটি দিন ইন্টারনেট মুক্ত দিবস’ হিসেবে পালন করা; কথা দিচ্ছি দিনটি অন্যরকম ভালোলাগার, বাস্তব জীবনের অনুভুতিতে ভরপুর থাকবে।

আমাদের ব্যক্তি জীবন, দাম্পত্য জীবন, পারিবারিক জীবন , শিক্ষা জীবন নষ্ট করে দিচ্ছে ইন্টারনেটের অপব্যবহার । আমরা ইন্টারনেট ব্যবহার করবো কিন্তু ইন্টারনেট আমাদের ব্যবহার করবে তথা নিয়ন্ত্রণ করবে এ কিছুতেই হতে পারে না ।

(মো.আলমাসুর রহমান)

Related Images:

BD TOP TEN

Filed Under: জনসচেতনতা, জেনে নিন, টেকনোলজি, মগজ ধোলাই, মোবাইল আন্ড ইন্টারনেট, শিশু সুরক্ষা, স্বাস্থ্য টিপস Tagged With: Internet Addiction, ইন্টারনেট আসক্তি

বাংলাদেশে ফার্মেসী সেবার মান বাড়ানো এবং ওষুধ বিপণন ও বাজারজাতকরণে অনৈতিকতা থেকে মুক্তির সম্ভাব্য উপায়

অক্টোবর ৩, ২০১৯ by BD TOP TEN Leave a Comment (Edit)

উন্নতমানের ফার্মেসী সেবা প্রদানকারী দেশেও (eg. USA) বাংলাদেশের মত ওষুধের অনৈতিক বাজারজাতকরণ ও অযৌক্তিক ব্যবহারের সমস্যা ব্যাপক হারে বিরাজমান ছিল। সে সমস্ত দেশের স্বাস্থ্যসেবা প্রদানকারী ও নিয়ন্ত্রণকারী সংস্থা ফার্মাসিস্টদের আইন ও বিধি সম্মতভাবে ‘ওষুধ বিশেষজ্ঞ’ হিসেবে সুপ্রতিষ্ঠিত করে। সে সব দেশের জাতীয় সংসদ ‘Pharmacy Practice Act’ এর মাধ্যমে প্রয়োজনীয় আইন সমূহ জারী করে। সে সব দেশের হাসপাতাল ও অন্যান্য স্বাস্থ্য সেবা প্রদানকারী কেন্দ্রে ওষুধের সুষ্ঠু ব্যবহার (Rational Use of Drugs) সুনিশ্চিত করার জন্য Pharmacy and Therapeutics Committee (PTC) গঠন করার পদক্ষেপ নেয়া অনেকটা বাধ্যতামূলক করা হয়। PTC সকল হাসপাতাল ও কমিউনিটি ক্লিনিকে Formulary এবং Formulary System চালু করার পদক্ষেপ নেয়।

Formulary-তে অন্তর্ভূক্ত করা হয় প্রধানত generic নামে গৃহিত ওষুধ (PTC দ্বারা নির্ধারিত ওষুধ)। শুধুমাত্র Formulary-তে অন্তর্ভূক্ত ওষুধ হাসপাতাল ও অন্যান্য স্বাস্থ্যসেবা কেন্দ্রে ব্যবহৃত হয়। Generic নামে ওষুধ প্রেসক্রাইব করা হয় বলে Proprietary নামে হাসপাতালে ওষুধ ব্যবহার রোহিত হয়। ফলে সেসব দেশে ওষুধ কোম্পানির অনৈতিক বাজারজাতকরণ পদ্বতি হাসপাতালে ইত্যাদি ক্ষেত্রে বিশেষ কোনো প্রভাব ফেলতে পারে না। তাই আমাদের দেশেও: The Pharmacy Practice Act of Bangladesh, Hospital Formulary ও Hospital Formulary System কার্যকর করা হলে সুষ্ঠু ওষুধ ব্যবহারের সমস্যা সমূহ সহজে উত্তরণ করা যাবে। এতে দেশ, সরকার ও জনগণ বিশেষ ভাবে ওষুধ কোম্পানির biased advertisement থেকে মুক্তি পাবে ও স্বাস্থ্য সেবা ক্ষেত্রে প্রভূত সাফল্য ও পজিটিভ growth অর্জন করা যাবে।

ধন্যবাদ।
প্রফেসর শেখ ফিরোজ উদ্দিন আহমেদ,
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

Related Images:

BD TOP TEN

Filed Under: জনসচেতনতা, স্বাস্থ্য সেবা

  • « Previous Page
  • 1
  • …
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • Next Page »

নামাজের সময়সূচী

    ঢাকা, বাংলাদেশ
    রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
    ওয়াক্তসময়
    ফজর5:25 AM
    সূর্যোদয়6:32 AM
    জোহর11:53 AM
    আসর3:38 PM
    মাগরিব5:14 PM
    ইশা6:21 PM

বিভাগসমূহ

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • এই ৯ মিনিট আপনার সন্তানের জন্য ভীষণ প্রয়োজন
  • আবোল তাবোল রাজনীতি – পার্ট ২
  • সংখ্যা অনুপাতিক নির্বাচন ও এর সুফল
  • আমার আয়না ঘর দর্শন
  • কি দেখে পুরাতন/ব্যবহৃত ল্যাপটপ কিনব?
  • আবোল তাবোল রাজনীতি
  • ফলো টু ফলো – Follow to Follow
  • বি.ডি.এস. পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন।
  • আমি আজও বুঝলাম না আমার ডিভোর্সের আসল কারণ কি?
  • কিছু নির্মম ইতিহাস – Tasrif Khan
  • কেউ সুখে না রাখলে কি সুখি হওয়া যায়?
  • Sarjis Alam ভাইয়ের ২০২১ সালের পোস্ট
  • আমার গুমের গল্প।ভিক্টিম: মাসরুর আনোয়ার চৌধুরী!
  • পাপের নগদ শাস্তি
  • যে ভালোবাসে তাকেই পাশে রাখ।
  • ছাদবাগান থেকেই আসবে প্রয়োজনীয় সবজি
  • A গ্রেড অথবা B গ্রেড টাইলস চেনার উপায় কি?
  • আমাদের ছেলেরা কীভাবে পুরুষ হবে?
  • প্রচন্ড গরমে বিল্ডিং বা পাকা বাড়িতে AC ছাড়াই ঠান্ডা পরিবেশে থাকতে একটি পরামর্শ
  • এসি-ফ্যান একসাথে চালালে ঘর ঠান্ডা হয় এবং বিদ্যুৎ খরচ বাঁচে?

সাম্প্রতিক মন্তব্যসমূহ

  • ❌ লজ্জা নয়, বাঁচতে হলে জানতে হবে। ? এম এম কিট MM Kit প্রকাশনায় সুমাইয়া
  • অনলাইনে প্রভিডেন্ট ফান্ড এবং পেনশন সংক্রান্ত বিভিন্ন তথ্য প্রকাশনায় মোঃ শরিফুল ইসলাম
  • ❌ লজ্জা নয়, বাঁচতে হলে জানতে হবে। ? এম এম কিট MM Kit প্রকাশনায় পান্না দাশ
  • কোভিড-১৯ ভ্যাকসিন বিষয়ক জিজ্ঞাসা প্রকাশনায় HAFEZ
  • কোভিড-১৯ ভ্যাকসিন বিষয়ক জিজ্ঞাসা প্রকাশনায় HAFEZ

অনুসন্ধান করুন

বিভাগসমূহ

স্বাস্থ্য টিপস

আমি তাকে ক্ষমা করেছি; আপনিও আমাকে ক্ষমা করুন!

প্রকৃতির প্রতিশোধ মা তার ছেলেকে বাধ্য করল স্ত্রীকে তালাক দিতে; কারন স্ত্রী ছিল বন্ধ্যা। কয়েক বছর পর সেই মায়ের সুকন্যাও ঘরে ফিরে এলো; কারন তার স্বামীও তাকে রাখেনি! সেও নাকি বন্ধ্যা! ছেলের বিয়েতে বাবা যৌতুক স্বরুপ ফ্রিজ নিয়েছিল। মেয়ের বিয়েতে এখন তাকে পালসার হুন্ডা দিতে হচ্ছে। ঝগরা করতে করতে সেদিন সে তার পাশের ফ্ল্যাটের ভবিকে বলেছিল, আগে নিজের মুটকু মেয়েটার খোঁজ নিন! কয়েক বছরের ব্যবধানে […]

Copyright © 2025