মেম্বারঃ ইমাম সাব! বাড়িত আছেন? ইমাম সাহেবঃ কে? মেম্বারঃ আসসালামু আলাইকুম। আমি শামসু মেম্বার। ইমাম সাহেবঃ ওয়া আলাইকুমুস সালাম। এত রাতে কী বিষয়? মেম্বারঃ শুনলাম আপনার ছোট মাইয়াটারে বিয়া দিছেন। ওর তো ১৮ বছর হয় নাই। আপনার সম্মানের দিকে তাকায়া আমি এহনো ইউএনও সাবরে খবর দেই নাই । তবে এলাকার পোলাপানরা দশ হাজার টাকা আবদার কইরত্যাছে। টাকাটা দিলে আমাগো বিষয় আমাগো মধ্যেই থাকবো। নইলে বুজতেই […]